Homeখবররাজ্যএ বার টোটোতেও বাধ্যতামূলক রেজিস্ট্রেশন, বেঁধে দেওয়া হল সময়সীমা

এ বার টোটোতেও বাধ্যতামূলক রেজিস্ট্রেশন, বেঁধে দেওয়া হল সময়সীমা

রাজ্যে টোটো চালাতে হলে রেজিস্ট্রেশন বাধ্যতামূলক। ১৩ অক্টোবর থেকে অনলাইন রেজিস্ট্রেশন শুরু, শেষ তারিখ ৩০ নভেম্বর। ১ ডিসেম্বরের পর বিনা রেজিস্ট্রেশনে কোনও টোটো চলবে না।

প্রকাশিত

রাজ্যে টোটো পরিষেবাকে নিয়ন্ত্রণে আনতে বড় সিদ্ধান্ত নিল পশ্চিমবঙ্গ সরকার।  এ বার টোটো থাকলেই করাতে হবে রেজিস্ট্রেশন। আগামী ১৩ অক্টোবর থেকে টোটো রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হবে এবং চলবে ৩০ নভেম্বর পর্যন্ত। পরিবহণমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী শুক্রবার সাংবাদিক বৈঠকে জানান, নির্দিষ্ট সময়সীমার মধ্যে রেজিস্ট্রেশন না করালে ১ ডিসেম্বরের পর থেকে বিনা রেজিস্ট্রেশনে টোটো চালানো সম্পূর্ণ নিষিদ্ধ করা হবে।

মন্ত্রী বলেন, “রেজিস্ট্রেশন করলে টোটো মালিক ও চালকরা একটি অস্থায়ী এনরোলমেন্ট নম্বরকিউআর কোড যুক্ত নম্বরপ্লেট পাবেন। সেটি টোটোর গায়ে লাগিয়ে রাখতে হবে।” অনলাইনে আবেদন করতে হবে এবং আবেদন ফি ধার্য করা হয়েছে ১০০০ টাকা। প্রতিটি আরটিও অফিসে বিশেষ ক্যাম্প এবং বাংলা সহায়তা কেন্দ্রে রেজিস্ট্রেশনের সুবিধা থাকবে।

পরিবহণ দফতরের অনুমান, বর্তমানে রাজ্যজুড়ে প্রায় ১৫ লাখ টোটো চলছে। সংখ্যাটা ক্রমশ বাড়ছে, ফলে শহর ও মফস্বলে যানজট বাড়ছে। এই সমস্যা সমাধানেই সরকার টোটো রেজিস্ট্রেশন ও রুট নির্ধারণের উদ্যোগ নিয়েছে।

প্রথম পর্যায়ে প্রতিটি এলাকায় কত টোটো চলছে তার তালিকা তৈরি হবে। এরপর স্থানীয় প্রশাসন, পুরসভা বা পঞ্চায়েতের সঙ্গে আলোচনা করে নির্দিষ্ট রুট নির্ধারণ করা হবে। মন্ত্রী জানান, “আমরা চাই শৃঙ্খলা বজায় রেখে জীবিকা চলুক, কারও রোজগার বন্ধ না হোক।”

সরকারি নির্দেশিকা অনুযায়ী —

  • জাতীয় ও রাজ্য সড়কে কোনওভাবেই টোটো চলবে না।
  • অনুমতি ছাড়া টোটো তৈরি বা বিক্রি করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
  • শুধুমাত্র কেন্দ্র স্বীকৃত ৯টি সংস্থা থেকে ই-রিকশা কেনা যাবে।
  • পুরনো টোটোদের স্বীকৃত মডেলে রূপান্তর করতে হবে বা নতুন অনুমোদিত ই-রিকশা কিনতে হবে।
  • ভবিষ্যতে টোটো চালাতে গেলে ড্রাইভিং টেস্ট পাস করে লাইসেন্স নিতে হবে

রেজিস্ট্রেশনের পর প্রথম ছয় মাস কোনও অতিরিক্ত ফি দিতে হবে না, তবে এরপর প্রতি মাসে ১০০ টাকা করে রক্ষণাবেক্ষণ ফি দিতে হবে।

প্রশাসনের আশা, ৩০ নভেম্বরের মধ্যে রেজিস্ট্রেশনের সংখ্যা দেখে স্পষ্ট হবে রাজ্যে মোট কত টোটো রয়েছে, যা টোটো নিয়ন্ত্রণ ও যানব্যবস্থার উন্নয়নে বড় ভূমিকা নেবে।

আরও পড়ুন: রবিবার পর্যন্ত কলকাতা-সহ দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় ঝড়বৃষ্টি ও বজ্রপাতের পূর্বাভাস

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

দিল্লিতে তালিবান বিদেশমন্ত্রীর সাংবাদিক বৈঠকে নিষিদ্ধ মহিলা সাংবাদিকরা, কী বলল বিদেশ মন্ত্রক?

দিল্লিতে আফগান বিদেশমন্ত্রী আমির খান মুত্তাকির সাংবাদিক বৈঠকে মহিলা সাংবাদিকদের প্রবেশ নিষিদ্ধ করা হয়। ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন পি. চিদম্বরম, প্রিয়াঙ্কা গান্ধী ও মহুয়া মৈত্র। ভারতীয় বিদেশ মন্ত্রক জানিয়েছে, ওই বৈঠকে ভারতের কোনও ভূমিকা ছিল না।

কথা রখলেন বিগ বি, কেবিসিতে দেওয়া প্রতিশ্রুতি মতো শৌচগার তৈরি হল জয়ন্ত দুলের বাড়িতে

কেবিসি প্রতিযোগী জয়ন্ত দুলির পরিবারের জন্য নিজ খরচে শৌচাগার তৈরি করলেন অমিতাভ বচ্চন। হুগলির গগাটের আগাই গ্রামের দুলিদের ঘরে এখন ‘মর্যাদার প্রাচীর’— যেখানে লেখা, “Gifted by Mr Amitabh Bachchan।”

বিশ্বকাপ মহিলা ক্রিকেট ২০২৫: নিউজিল্যান্ডের কাছে দুরমুশ হল বাংলাদেশ, ১০০ রানে হার

নিউজিল্যান্ড: ২২৭-৯ (ব্রুক হ্যালিডে ৬৯, সোফি ডিভাইন ৬৩, রাবেয়া খান ৩-৩০) বাংলাদেশ: ১২৭ (৩৯.৫ ওভার)...

ভারত-ওয়েস্ট ইন্ডিজ ২য় টেস্ট: যশস্বীর সেঞ্চুরি, হাতছাড়া সুদর্শনের, বড়ো রানের দিকে শুভমনরা

ভারত: ৩১৮-২ (যশস্বী জয়সওয়াল ১৭৩ নট আউট, সাই সুদর্শন ৮৭, জোমেল ওয়ারিকান ২-৬০) দিল্লি: সারাদিন...

আরও পড়ুন

রবিবার পর্যন্ত কলকাতা-সহ দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় ঝড়বৃষ্টি ও বজ্রপাতের পূর্বাভাস

দক্ষিণবঙ্গে এখনও সক্রিয় বর্ষা। রবিবার পর্যন্ত ঝড়বৃষ্টি ও বজ্রপাতের সম্ভাবনা কলকাতা-সহ একাধিক জেলায়। পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনায় কমলা সতর্কতা জারি।

নেদারল্যান্ডসের সহায়তায় রাজ্যে ২ বিশেষ ফুলচাষ কেন্দ্র! নদিয়া ও দার্জিলিংয়ে গড়ে উঠছে ফ্লোরিকালচার সেন্টার ফর এক্সেলেন্স

রাজ্যের ফুলচাষে নতুন দিগন্ত! নেদারল্যান্ডসের সহায়তায় নদিয়ার আয়েশপুর ও দার্জিলিংয়ের মংপুতে গড়ে উঠছে ২টি ফ্লোরিকালচার সেন্টার ফর এক্সেলেন্স। আধুনিক প্রযুক্তিতে প্রশিক্ষণ পাবেন রাজ্যের ফুলচাষীরা।

কাগজ না থাকলেই নাম কাটা নয়, কী করতে হবে বিএলও-দের জানিয়ে দিল নির্বাচন কমিশন

ভোটার তালিকা নিয়ে গুরুত্বপূর্ণ নির্দেশ দিল নির্বাচন কমিশন। হাতে কাগজ বা প্রমাণপত্র না থাকলেও...