Homeখবররাজ্যকাটছে দুর্যোগের মেঘ, ভোলবদল শুরু আবহাওয়ার

কাটছে দুর্যোগের মেঘ, ভোলবদল শুরু আবহাওয়ার

প্রকাশিত

কলকাতা: উৎসব শেষ। দুর্যোগের আশঙ্কাতেও আপাতত ইতি। গত দু’দিন কোথাও কোথাও বৃষ্টি হয়েছে। একাদশীতে আংশিক মেঘলা আকাশ এবং উপকূলের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা থাকলেও এ দিন থেকেই আবহাওয়ার ভোলবদল শুরু। বৃহস্পতিবার আর বৃষ্টির কোনো সম্ভাবনা থাকছে না।

মঙ্গলবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৪.৬ ডিগ্রি সেলসিয়াস যা কিনা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি। অন্যদিকে, মঙ্গলবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯.৬ ডিগ্রি সেলসিয়াস। এটি স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি কম। তবে এ বার ইনিংস শুরু প্রস্তুতি নিচ্ছে শীত। কমবে তাপমাত্রার পারদ।

হাওয়া অফিসের মতে, বুধবার উত্তর ২৪ পরগনা এবং দক্ষিণ ২৪ পরগনায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হালকা বৃষ্টি হতে পারে গাঙ্গেয় বঙ্গের বাকি জেলাগুলিতেও। তবে বৃহস্পতিবার থেকে ফের শরতের আকাশ ফিরতে চলেছে।

আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, তবে একাদশীর দিন বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে হাওয়া বদল হবে। পরিষ্কার হবে আকাশ। আপাতত পশ্চিমবঙ্গে দুর্যোগের কোনো আশঙ্কা নেই। ঘূর্ণিঝড় পশ্চিমবঙ্গ উপকূলে হাজির না হলেও তার প্রভাবে জলীয় বাষ্প বাতাসে ঢুকেছে। এ বার ধীরে ধীরে কমবে জলীয় বাষ্পের পরিমাণ। ঘূর্ণিঝড়ের প্রভাব কাটলেই ফের উত্তর-পশ্চিম দিক থেকে ঠান্ডা শুকনো বাতাস ঢুকবে। বাড়বে শীতের আমেজ।

উল্লেখ্য, পুজোর মধ্যেই বঙ্গোপসাগরে তৈরি নিম্নচাপ শক্তি বৃদ্ধি করে গভীর নিম্নচাপে পরিণত হয়েছিল। নবমীর দিন তা পশ্চিমমধ্য বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ে পরিণত হয়। দশমীর রাতেই বাংলাদেশে প্রবেশ করেছে ঘূর্ণিঝড় ‘হামুন’। মধ্যরাতে বাংলাদেশ উপকূলে ল্যান্ডফলের সময় সর্বোচ্চ গতিবেগ ছিল ঘণ্টায় ৯৫ কিলোমিটার।

আরও পড়ুন: ‘আবার এসো মা’, দশমীতে বিদায়ের সুর বিসর্জনে

সাম্প্রতিকতম

৬০ বছর বয়সে মাথায় উঠল মিস ইউনিভার্স বুয়েনস আইরেসের মুকুট, জেনে নিন আলেজান্দ্রা মারিসা রদ্রিগেজের সম্পর্কে

এর আগে থেকে ১৮ থেকে ২৮ বছর বয়সি কোনও মহিলা এই প্রতিযোগিতার অংশ নিতে পারতেন। কিন্তু আয়োজক সংস্থার পক্ষ থেকে বয়স সীমা তুলে নেওয়া হয়। তার পরই তাঁর এই জয় আসে।

সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চেই সোমবার চাকরি বাতিল মামলার শুনানি

রাজ্যের পাশাপাশি হাইকোর্টের রায়ের বিরুদ্ধে মামলা করেছে এসএসসি এবং মধ্যশিক্ষা পর্ষদ। সেই সব মামলার শুনানি হবে সোমবার।

তীব্র জল সংকটের দিকে এগোচ্ছে দক্ষিণ ভারত! জলধারণ ক্ষমতা নেমে ১৭ শতাংশ, কী পরিস্থিতি পশ্চিমবঙ্গে

নয়াদিল্লি: গরমে তীব্র জলসংকট। দুশ্চিন্তার কারণ হয়ে উঠেছে দক্ষিণ ভারতের রাজ্যগুলিকে জলসঞ্চয়ের বিষয়টিও। অন্ধ্রপ্রদেশ,...

আইপিএল ২০২৪: সেঞ্চুরি বেয়ারস্টোর, সঙ্গী শশাঙ্ক-প্রভসিমরান, টি২০ ক্রিকেটে ইতিহাস গড়ে কেকেআর-কে উড়িয়ে দিল পাঞ্জাব  

কলকাতা নাইট রাইডার্স (কেকেআর): ২৬১-৬ (ফিল সল্ট ৭৫, সুনীল নারিন ৭১, অর্শদীপ সিং ২-৩৫)...

আরও পড়ুন

রামকৃষ্ণ মঠ ও মিশনের ১৭তম অধ্যক্ষ নির্বাচিত হলেন স্বামী গৌতমানন্দ, জানুন তাঁর বিস্তৃত কর্মকাণ্ডের ইতিহাস

কলকাতা: রামকৃষ্ণ মঠ ও মিশনের অধ্যক্ষ নির্বাচিত হলেন স্বামী গৌতমানন্দ। এর আগে তিনি রামকৃষ্ণ...

অন্তত মঙ্গলবার পর্যন্ত গরমের রুদ্ররূপ, অতীতের সব রেকর্ড অক্ষত থাকবে তো?

শ্রয়ণ সেন কলকাতার ইতিহাসে উষ্ণতম দিন ছিল ১৯৫৮ সালের ২৮ মে। সে দিন পারদ উঠেছিল...

২০১৬-র নিয়োগ প্রক্রিয়া বাতিল, হাইকোর্টের নির্দেশে চাকরি গেল প্রায় ২৬ হাজারের

কলকাতা: রাজ্য সরকার পোষিত ও সাহায্যপ্রাপ্ত স্কুলগুলিতে ২০১৬ সালে রাজ্যস্তরের পরীক্ষার মাধ্যমে নিয়োগ করা...