Homeখবররাজ্যঅস্বস্তিকর গরমে হাসফাঁস দক্ষিণবঙ্গ, উত্তরে অতি ভারী বৃষ্টির সতর্কতা

অস্বস্তিকর গরমে হাসফাঁস দক্ষিণবঙ্গ, উত্তরে অতি ভারী বৃষ্টির সতর্কতা

প্রকাশিত

কলকাতা: সোমবার সকাল থেকেই ভ্যাপসা গরম। ঝরছে ঘাম। তবে তীব্র দাবদাহ নেই। এ দিন বজ্র-বিদ্যুৎ-সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিভিন্ন জেলায়।

সোমবার কয়েকটি জেলায় আকাশ আংশিক মেঘলা থাকবে। আবহাওয়া দফতর জানিয়েছে, মঙ্গলবার পর্যন্ত বর্জ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, হুগলি, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, নদিয়া, দুই বর্ধমান-সহ কলকাতায়। তবে ভারী বৃষ্টির পূর্বাভাস মিলেছে বীরভূম ও মুর্শিদাবাদ জেলায়। তবে বিক্ষিপ্ত বৃষ্টিতে তাপমাত্রা কমার তেমন সম্ভাবনা নেই। থাকবে আর্দ্রতাজনিত অস্বস্তি।

রবিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি এবং রবিবার সকালে শহরের সর্বনিম্ন তাপমাত্রা ২৭.৫ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। এদিন বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ সর্বাধিক ৯১ শতাংশ এবং সর্বনিম্ন ৬১ শতাংশ।

পাশাপাশি উত্তরবঙ্গের পাঁচ জেলাতেই রয়েছে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং সহ কোচবিহার ও আলিপুরদুয়ারে হবে ভারী বৃষ্টি। হিমালয়ের পাদদেশীয় পশ্চিমবঙ্গ এবং সিকিমের উপর একটি ঘূর্ণাবর্তের জেরে আগামী শুক্রবার পর্যন্ত উত্তরবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে।

এমন পরিস্থিতিতে উত্তরবঙ্গে একগুচ্ছ সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে, লাগাতার বৃষ্টির জেরে দার্জিলিং এবং কালিম্পঙের পার্বত্য এলাকায় ধস নামবে। তিস্তা, তোর্সা, জলঢাকার মতো নদীতে জলস্তর বৃদ্ধি পাবে। বৃষ্টির জেরে দৃশ্যমানতা কমে যাবে। মাঠে সবজি ক্ষতিগ্রস্ত হতে পারে। নীচু এলাকা জলমগ্ন হওয়ার আশঙ্কা আছে।

আরও পড়ুন: অগ্নিগর্ভ মণিপুরে ‘চিনা-যোগ’! রাষ্ট্রপতি শাসনের দাবি উদ্ধব সেনা, কংগ্রেসের

সাম্প্রতিকতম

রবিবার আবারও ফিরছে মরশুমের শেষ কনকনে শীত

শীত ফিরে আসছে! আগামী দু’তিন দিন কনকনে ঠান্ডার পূর্বাভাস, ফেব্রুয়ারির মাঝামাঝি পর্যন্ত থাকবে শীতের আমেজ, সর্বনিম্ন তাপমাত্রা ১৫ ডিগ্রি ছুঁতে পারে, শীত কমলেও এখনই গরম পড়বে না।

নতুন নতুন পদ্ধতিতে পাচার, সামলাতে হিমশিম বিএসএফ-পুলিশ, নিষিদ্ধ কাশির সিরাপে কোটি টাকার ব্যবসা

ভারত-বাংলাদেশ সীমান্ত এলাকায় দীর্ঘদিন ধরে নিষিদ্ধ কাশির সিরাপ পাচারের প্রবণতা রয়েছে। বাংলাদেশে ফেনসিডিল ও স্কাফের মতো সিরাপ নিষিদ্ধ হওয়ায়, চোরাকারবারীরা ভারত থেকে এই সিরাপগুলো বাংলাদেশে পাচার করে থাকে।

ট্রাম্প প্রশাসনের সিদ্ধান্তে বন্ধ বিদেশি সহায়তা, ছাড় শুধু ইজরাইল ও মিশরকে

নবগঠিত ট্রাম্প প্রশাসন বিদেশি সাহায্য বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। ইসরাইল ও মিশর ব্যতীত ইউক্রেনসহ অন্যান্য দেশ প্রভাবিত। মার্কো রুবিওর মেমোর মাধ্যমে এই সিদ্ধান্ত কার্যকর।

হাসিনার ‘কামব্যাক’ সম্ভব? নির্বাসনে থেকেও আওয়ামী লীগ নেতাদের লড়াইয়ের বার্তা ‘আপা’-র

বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্বাসনে। আওয়ামী লীগ নেতা-কর্মীরা চরম সংকটের মুখে। দল পুনর্গঠনের লক্ষ্যে রয়েছে একতা ও ভবিষ্যতের পরিকল্পনা।

আরও পড়ুন

রবিবার আবারও ফিরছে মরশুমের শেষ কনকনে শীত

শীত ফিরে আসছে! আগামী দু’তিন দিন কনকনে ঠান্ডার পূর্বাভাস, ফেব্রুয়ারির মাঝামাঝি পর্যন্ত থাকবে শীতের আমেজ, সর্বনিম্ন তাপমাত্রা ১৫ ডিগ্রি ছুঁতে পারে, শীত কমলেও এখনই গরম পড়বে না।

নতুন নতুন পদ্ধতিতে পাচার, সামলাতে হিমশিম বিএসএফ-পুলিশ, নিষিদ্ধ কাশির সিরাপে কোটি টাকার ব্যবসা

ভারত-বাংলাদেশ সীমান্ত এলাকায় দীর্ঘদিন ধরে নিষিদ্ধ কাশির সিরাপ পাচারের প্রবণতা রয়েছে। বাংলাদেশে ফেনসিডিল ও স্কাফের মতো সিরাপ নিষিদ্ধ হওয়ায়, চোরাকারবারীরা ভারত থেকে এই সিরাপগুলো বাংলাদেশে পাচার করে থাকে।

রাতে বৃষ্টির সম্ভাবনা, শনিবার থেকে ফের ঠান্ডা, ২৬ জানুয়ারি থেকে জাঁকিয়ে শীতের ইঙ্গিত

আজ রাত থেকে হালকা বৃষ্টি হতে পারে। কাল থেকে উত্তুরে হাওয়া এবং কনকনে ঠান্ডা ফেরার সম্ভাবনা। ২৬ জানুয়ারি থেকে শীতের তীব্রতা বাড়বে বলে জানিয়েছে হাওয়া দফতর।
কেন লক্ষ্মীর পাঁচালি পাঠ করা হয় রতন টাটার সেরা উক্তি যা আপনাকে অনুপ্রাণিত করবে