কলকাতা: বৃহস্পতিবার থেকেই দক্ষিণবঙ্গের হাওয়া বদলের সম্ভাবনা। বৃষ্টির পূর্বাভাস রয়েছে একাধিক জেলায়। ফলে তাপমাত্রা জনিত অস্বস্তি থেকে খানিকটা হলেও মিলবে স্বস্তি। একই সঙ্গে আগামী কয়েকদিনের মধ্যেই রাজ্যে তাপপ্রবাহের সম্ভাবনার কথা জানাচ্ছেন আবহাওয়াবিদরা।
আলিপুর আবহাওয়া দফতরের তথ্য অনুসারে, বুধবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২২.৪ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি বেশি। মঙ্গলবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছে গিয়েছিল ৩৪.৩ ডিগ্রি সেলসিয়াসে। যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ২৭ থেকে ৮৬ শতাংশ।
উষ্ণ ফেব্রুয়ারির পর এ বার উষ্ণতর মার্চের স্পষ্ট পূর্বাভাস দিয়ে রেখেছে আলিপুর আবহাওয়া দফতর। বুধবার থেকে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় রাতের তাপমাত্রাও এক ডিগ্রি বা তার সামান্য বেশি বাড়বে। ১১ মার্চের পর দিনের তাপমাত্রা আরও বাড়বে। পশ্চিম ভারতের যেভাবে লু চলে সে ভাবেই শুষ্ক ও উষ্ণ হাওয়া বইবে রাজ্যের একাধিক জেলায়। এখনই গলদঘর্ম অবস্থা। মার্চের মাঝামাঝি গিয়ে অস্বস্তি আরও বাড়বে।
হাওয়া অফিস জানিয়েছে, আগামী বৃহস্পতিবার পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমানে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। শুক্রবার ঝড়বৃষ্টি হতে পারে এই পাঁচ জেলা ছাড়াও বীরভূমে। তবে এই মুহূর্তে কলকাতায় কোনো রকম ঝড়বৃষ্টির সম্ভাবনা নেই।
ও দিকে, বুধবার বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি চলবে দার্জিলিং ও কালিম্পং-এ। ছত্তীসগঢ় থেকে মহারাষ্ট্র পর্যন্ত বিস্তৃত একটি নিম্নচাপ অক্ষরেখার কারণেই বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে। উত্তরবঙ্গের বাকি জেলা এবং দক্ষিণবঙ্গে মূলত শুষ্ক আবহাওয়া দেখা যাবে।
আরও পড়ুন: মুকুটে নয়া পালক, জাতীয় পুরস্কার পেল বাংলার দুই হাসপাতাল
খবরের সব আপডেট পড়ুন খবর অনলাইনে। লাইক করুন আমাদের ফেসবুক পেজ। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল।