Homeখবররাজ্যতেতেপুড়ে যাচ্ছে বাংলা! আর কত দিন দহন জ্বালা

তেতেপুড়ে যাচ্ছে বাংলা! আর কত দিন দহন জ্বালা

প্রকাশিত

কলকাতা: গরমের হাত থেকে নিস্তার নেই রাজ্যবাসীর! দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলাতে তাপপ্রবাহের মতো পরিস্থিতি আরও প্রায় সপ্তাহখানেক ধরে বজায় থাকার সম্ভাবনা। এরই মধ্যে আবহাওয়া দফতরের অনুমান, শনি ও রবিবার সকাল থেকে তাপপ্রবাহের পরিস্থিতি থাকলেও বিকেলের পর আবহাওয়ার সামান্য পরিবর্তন হতে পারে।

প্রবল গরমে নাজেহাল অবস্থা রাজ্যবাসীর। কিন্তু প্রচণ্ড তাপদাহের থেকে আপাতত রক্ষে নেই। আজও গরমে অতিষ্ঠ হতে হবে। শুক্র ও শনিবার, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, ঝাড়গ্রাম, দক্ষিণ ২৪ পরগনা-সহ পশ্চিমের জেলা ও সংলগ্ন জেলাগুলিতে তাপপ্রবাহের সতর্কবার্তা রয়েছে।

মৌসম ভবন সূত্রে জানা যাচ্ছে, আগামী সাতদিন ধরে রাজ্যের বেশ কয়েকটি জেলায় ‘লু’ বইবে। সর্বোচ্চ তাপমাত্রা থাকবে স্বাভাবিকের তুলনায় ৩ থেকে ৫ ডিগ্রি সেলসিয়াস বেশি। শুক্রবার ‘লু’ বইতে পারে পশ্চিম বর্ধমান, দুই ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, মালদহ, দুই দিনাজপুরে।

তবে তাতে খুব একটা স্বস্তি মিলবে বলে মনে করছেন না আবহাওয়াবিদরা। তাঁদের মতে, আগামী সপ্তাহের মঙ্গল ও বুধবার গরম আরও বাড়বে। কলকাতাযতেও আগামী কয়েকদিন থাকবে গরম ও অস্বস্তিকর আবহাওয়া। আর্দ্রতা জনিত অস্বস্তি চরমে উঠবে। তাপমাত্রা আরও বাড়তে পারে। বৃষ্টির সম্ভাবনা কার্যত নেই বললেই চলে।

স্বস্তি নেই উত্তরেও। উত্তরবঙ্গের দুই জেলা, মালদহ ও উত্তর দিনাজপুরেও তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের অন্যান্য জেলাগুলিতেও তাপমাত্রা স্বাভাবিকের থেকে অনেকটাই বেশি থাকবে বলে জানা গিয়েছে।

এরই মধ্যে কয়েকটি জেলাতে হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনার কথা শুনিয়েছে হাওয়া অফিস। শনি ও রবিবার সকাল থেকে তাপপ্রবাহের পরিস্থিতি থাকলেও বিকেলের পর আবহাওয়ার পরিবর্তন হতে পারে। উপকূলের জেলাগুলিতে, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর এবং উপকূল সংলগ্ন বাকি জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুন: বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের আগে ভারতীয় ক্রিকেট দলের নতুন জার্সি, দেখুন ভিডিও

সাম্প্রতিকতম

অন্তত মঙ্গলবার পর্যন্ত গরমের রুদ্ররূপ, অতীতের সব রেকর্ড অক্ষত থাকবে তো?

শ্রয়ণ সেন কলকাতার ইতিহাসে উষ্ণতম দিন ছিল ১৯৫৮ সালের ২৮ মে। সে দিন পারদ উঠেছিল...

বাম হাতে ভাই ফোঁটা দিয়ে ডান হাতে মুছে দিতেন, ছোটবেলার সেই প্রেমের গল্প বললেন ইন্দ্রানী হালদার

অভিনেত্রী একাধিক প্রেমের সম্পর্কে জড়িয়েছেন। পেতেন প্রচুর প্রেমপত্রও। ছোটবেলায় বন্ধু-বান্ধবীদের দাদা-ভাইদের থেকেও নাকি প্রচুর প্রেমপত্র পেয়েছিলেন অভিনেত্রী।

অক্ষয় তৃতীয়ার আগে ১০ দিনে সোনার দাম কমল প্রায় ৩ হাজার টাকা

শেষ ১০ দিনে প্রতি ১০ গ্রাম সোনার দাম কমেছে ২,৯০০ টাকা। বর্তমানে সোনার দাম...

চাঁদিফাটা রোদে ত্বকের জেল্লা গায়েব, নিমেষে ফিরবে জেল্লা যদি করেন এই ৪ কাজ

এই দাবদহে বাড়ি থেকে বেরোতে হচ্ছে অনেককেই। আর তাতেই চেহারার হাল হচ্ছে যাতা। ঝলসে যাচ্ছে ত্বক।

আরও পড়ুন

অন্তত মঙ্গলবার পর্যন্ত গরমের রুদ্ররূপ, অতীতের সব রেকর্ড অক্ষত থাকবে তো?

শ্রয়ণ সেন কলকাতার ইতিহাসে উষ্ণতম দিন ছিল ১৯৫৮ সালের ২৮ মে। সে দিন পারদ উঠেছিল...

২০১৬-র নিয়োগ প্রক্রিয়া বাতিল, হাইকোর্টের নির্দেশে চাকরি গেল প্রায় ২৬ হাজারের

কলকাতা: রাজ্য সরকার পোষিত ও সাহায্যপ্রাপ্ত স্কুলগুলিতে ২০১৬ সালে রাজ্যস্তরের পরীক্ষার মাধ্যমে নিয়োগ করা...

তাপপ্রবাহের শেষে কালবৈশাখী, কিন্তু কলকাতা, হাওড়া, দক্ষিণ ২৪ পরগণা আদৌ বৃষ্টি পাবে তো?

শ্রয়ণ সেন পূর্ব ভারতের ইতিহাস বিশেষ করে পশ্চিমবঙ্গের ইতিহাস বলে টানা কুড়ি দিন কখনো তাপপ্রবাহ...