কলকাতা: ওঠানামা করছে পারদ। কখনও দিনের তাপমাত্রা বাড়ছে, কখনও রাতের। আরও কয়েক দিন আবহাওয়ার এমনই খামখেয়ালিপনা দেখতে হবে রাজ্যবাসীকে।
হাওয়া অফিস জানাচ্ছে, আগামী কয়েকদিন এমনই খামখেয়ালি আবহাওয়া থাকবে। কখনও মেঘলা আকাশ, আবার কখনও ঝলমলে রোদ। শীত আর আসর জমাতে পারবে না শহরে। সরস্বতী পুজো অবধি পারদের ওঠানামা চলবে। আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই কলকাতায়। তবে উত্তরবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। দার্জিলিং, কালিম্পঙে শিলাবৃষ্টির সম্ভাবনা আছে।
এরই মধ্যে আগামী কয়েকদিনে রাজ্যের তাপমাত্রা কমতে চলেছে। শনিবারের (১০ ফেব্রুয়ারি, ২০২৪) মধ্যে রাজ্যে আরও কিছুটা তাপমাত্রা কমতে পারে। কিছুটা ফিরবে শীতের আমেজ। আলিপুর আবহাওয়া অফিসের মতে, আগামী দু’দিনে ৪ ডিগ্রি তাপমাত্রা কমতে পারে। উত্তর পশ্চিমের শীতল হাওয়া বইতে শুরু করেছে আবার। এর ফলে তাপমাত্রা নামবে। শনিবার কলকাতায় ১৬ থেকে ১৭ ডিগ্রি সেলসিয়াস এর মধ্যে থাকবে পারদ। অর্থাৎ আগামী কয়েক দিন ঠান্ডা ফিরতে চলেছে।
আলিপুর আবহাওয়া দফতরের অধিকর্তা গণেশকুমার দাস জানান, বৃহস্পতিবার এবং শুক্রবার সর্বোচ্চ তাপমাত্রা দুই ডিগ্রি সেলসিয়াস কমে যেতে পারে। আর রাতের তাপমাত্রা (সর্বনিম্ন তাপমাত্রা) চার ডিগ্রির মতো কমে যাওয়ার সম্ভাবনা আছে।
ও দিকে, বৃহস্পতিবার উত্তরবঙ্গে দার্জিলিঙে হালকা বৃষ্টি হতে পারে। কুয়াশার চাদরে ঢাকবে আগামী পাঁচদিন। বাকি কোনো জেলাতে বৃষ্টির সম্ভাবনা নেই। চার থেকে পাঁচ দিন শুষ্ক শুষ্ক আবহাওয়া। সকালের দিকে কুয়াশার সম্ভাবনা থাকবে মালদহ ও দুই দিনাজপুরে।
আরও পড়ুন: ৪০ আসনের চ্যালেঞ্জ! মমতার মন্তব্যকে হাতিয়ার করেই কংগ্রেসকে বিঁধলেন মোদী