Homeখবররাজ্যতাপপ্রবাহ শেষে কালবৈশাখী আর বেশি দেরি নেই!

তাপপ্রবাহ শেষে কালবৈশাখী আর বেশি দেরি নেই!

প্রকাশিত

কলকাতা: রাজ্যে তাপপ্রবাহের পরিস্থিতি বজায় থাকতে পারে বুধবার আর বৃহস্পতিবার। শুক্রবার থেকে কিছুটা কমবে গরমের দাপট, এমনটাই বলছে আবহাওয়ার পূর্বাভাস।

শেষ কয়েক দিন ধরেই রীতিমতো শুকনো ও অস্বস্তিকর গরমে ভুগতে হচ্ছে দক্ষিণবঙ্গের বাসিন্দাদের। বিভিন্ন জেলায় তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় দুই থেকে পাঁচ ডিগ্রি পর্যন্ত বেশি থাকছে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই তাপপ্রবাহের সতর্কবার্তা আগামী বৃহস্পতিবার পর্যন্ত। বেলা বাড়লেই লু বইবে।

আবহাওয়া বিশেষজ্ঞদের মতে, আজ এবং আগামীকাল দক্ষিণবঙ্গের কিছু জায়গায় পারদ ৪৪-৪৫ ডিগ্রি সেলসিয়াসে উঠে যেতে পারে। কলকাতার বিভিন্ন প্রান্তে তাপমাত্রা ৪০ থেকে ৪২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করবে। সেই সঙ্গে বজায় থাকবে আর্দ্রতাজনিত অস্বস্তি।

একই সঙ্গে, শুক্রবার থেকে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে গরমের দাপট কিছুটা কমবে বলে স্বস্তির আশ্বাস দিচ্ছে আবহাওয়ার পূর্বাভাস। জলীয় বাষ্প হুহু করে ঢুকছে দক্ষিণবঙ্গের বায়ুমণ্ডলে। ফলে কালবৈশাখী আর বেশি দেরি নেই। সবমিলিয়ে তাপপ্রবাহ শেষে শুক্রবারই সম্ভবত প্রথম কালবৈশাখীটি পেতে পারে বাংলা। যদিও এটাও একশো শতাংশ নিশ্চিত নয় বলে মানছেন আবহাওয়া বিশেষজ্ঞরা।

হাওয়া অফিস ইতিমধ্যেই জানিয়েছে, আগামী শনিবার দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, নদিয়ায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে বৃষ্টি হবে কি না, তা এখনও পর্যন্ত জানায়নি আবহাওয়া দফতর।

বুধবার উত্তরবঙ্গের কিছু কিছু জায়গায় ঝড়বৃষ্টির পূর্বাভাস। দার্জিলিং, কালিম্পং জেলার বিক্ষিপ্ত কিছু জায়গায় স্বস্তির বৃষ্টির সম্ভাবনা। বুধবার থেকে পাহাড়ে তাপমাত্রা কমবে। দার্জিলিংয়ে সর্বোচ্চ তাপমাত্রা ২৫, কালিম্পং-এ ৩০ হয়ে গিয়েছিল। সেটা কমবে। তাপমাত্রা ক্রমশ স্বাভাবিকে নেমে আসবে। খাতায়কলমে বুধবার থেকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে প্রতিদিনই।

আরও পড়ুন: বাল্যবিবাহ ঘিরে উদ্বেগ, ‘সেফ জোন’ হিসেবে ব্যবহৃত জয়নগর-সহ সুন্দরবনের কিছু এলাকা

সাম্প্রতিকতম

জাতীয় সামাজিক সুরক্ষা প্রকল্পে নতুন উদ্যোগ, এ বার উপভোক্তাদের ঘরে পৌঁছবে লাইফ সার্টিফিকেট

জাতীয় সামাজিক সুরক্ষা প্রকল্পের আওতায় থাকা উপভোক্তাদের হাতে ঘরে গিয়ে তুলে দেওয়া হচ্ছে ডিজিটাল লাইফ সার্টিফিকেট। রাজ্যের লক্ষাধিক প্রবীণ, বিধবা ও বিশেষভাবে সক্ষম নাগরিকরা উপকৃত।

ওবিসিদের আবেদনেও ছাড় নয়, নিয়োগ বিজ্ঞপ্তি সংশোধন করল এসএসসি

ওবিসি প্রার্থীদের জন্য ছাড় থাকছে না এসএসসি নিয়োগে। জেনারেল প্রার্থীদের মতোই আবেদন ও ফি দিতে হবে। চূড়ান্ত সিদ্ধান্ত কোর্টের উপর নির্ভরশীল।

এসবিআই-তে প্রোবেশনারি অফিসার পদে চাকরির সুযোগ, মোট শূন্যপদ ৫৪১, আবেদনের শেষ তারিখ ১৪ জুলাই

এসবিআই-তে প্রোবেশনারি অফিসার পদে ৫৪১ জন কর্মী নিয়োগ। অনলাইনে আবেদন চলবে ১৪ জুলাই পর্যন্ত। বেতন ৮৫,৯২০ টাকা পর্যন্ত।

আরও পড়ুন

জাতীয় সামাজিক সুরক্ষা প্রকল্পে নতুন উদ্যোগ, এ বার উপভোক্তাদের ঘরে পৌঁছবে লাইফ সার্টিফিকেট

জাতীয় সামাজিক সুরক্ষা প্রকল্পের আওতায় থাকা উপভোক্তাদের হাতে ঘরে গিয়ে তুলে দেওয়া হচ্ছে ডিজিটাল লাইফ সার্টিফিকেট। রাজ্যের লক্ষাধিক প্রবীণ, বিধবা ও বিশেষভাবে সক্ষম নাগরিকরা উপকৃত।

ওবিসিদের আবেদনেও ছাড় নয়, নিয়োগ বিজ্ঞপ্তি সংশোধন করল এসএসসি

ওবিসি প্রার্থীদের জন্য ছাড় থাকছে না এসএসসি নিয়োগে। জেনারেল প্রার্থীদের মতোই আবেদন ও ফি দিতে হবে। চূড়ান্ত সিদ্ধান্ত কোর্টের উপর নির্ভরশীল।

ইডির মামলায় জামিন কল্যাণময়ের, তবে এখনও জেলমুক্তি নয়, অন্য কোন মামলায় তাঁকে থাকতে হবে জেলে?

ইডির মামলায় জামিন পেলেন মধ্যশিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়। তবে সিবিআইয়ের মামলায় জেল হেফাজতেই থাকছেন তিনি।
কেন লক্ষ্মীর পাঁচালি পাঠ করা হয় রতন টাটার সেরা উক্তি যা আপনাকে অনুপ্রাণিত করবে