Homeখবররাজ্যতাপপ্রবাহ শেষে কালবৈশাখী আর বেশি দেরি নেই!

তাপপ্রবাহ শেষে কালবৈশাখী আর বেশি দেরি নেই!

প্রকাশিত

কলকাতা: রাজ্যে তাপপ্রবাহের পরিস্থিতি বজায় থাকতে পারে বুধবার আর বৃহস্পতিবার। শুক্রবার থেকে কিছুটা কমবে গরমের দাপট, এমনটাই বলছে আবহাওয়ার পূর্বাভাস।

শেষ কয়েক দিন ধরেই রীতিমতো শুকনো ও অস্বস্তিকর গরমে ভুগতে হচ্ছে দক্ষিণবঙ্গের বাসিন্দাদের। বিভিন্ন জেলায় তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় দুই থেকে পাঁচ ডিগ্রি পর্যন্ত বেশি থাকছে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই তাপপ্রবাহের সতর্কবার্তা আগামী বৃহস্পতিবার পর্যন্ত। বেলা বাড়লেই লু বইবে।

আবহাওয়া বিশেষজ্ঞদের মতে, আজ এবং আগামীকাল দক্ষিণবঙ্গের কিছু জায়গায় পারদ ৪৪-৪৫ ডিগ্রি সেলসিয়াসে উঠে যেতে পারে। কলকাতার বিভিন্ন প্রান্তে তাপমাত্রা ৪০ থেকে ৪২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করবে। সেই সঙ্গে বজায় থাকবে আর্দ্রতাজনিত অস্বস্তি।

একই সঙ্গে, শুক্রবার থেকে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে গরমের দাপট কিছুটা কমবে বলে স্বস্তির আশ্বাস দিচ্ছে আবহাওয়ার পূর্বাভাস। জলীয় বাষ্প হুহু করে ঢুকছে দক্ষিণবঙ্গের বায়ুমণ্ডলে। ফলে কালবৈশাখী আর বেশি দেরি নেই। সবমিলিয়ে তাপপ্রবাহ শেষে শুক্রবারই সম্ভবত প্রথম কালবৈশাখীটি পেতে পারে বাংলা। যদিও এটাও একশো শতাংশ নিশ্চিত নয় বলে মানছেন আবহাওয়া বিশেষজ্ঞরা।

হাওয়া অফিস ইতিমধ্যেই জানিয়েছে, আগামী শনিবার দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, নদিয়ায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে বৃষ্টি হবে কি না, তা এখনও পর্যন্ত জানায়নি আবহাওয়া দফতর।

বুধবার উত্তরবঙ্গের কিছু কিছু জায়গায় ঝড়বৃষ্টির পূর্বাভাস। দার্জিলিং, কালিম্পং জেলার বিক্ষিপ্ত কিছু জায়গায় স্বস্তির বৃষ্টির সম্ভাবনা। বুধবার থেকে পাহাড়ে তাপমাত্রা কমবে। দার্জিলিংয়ে সর্বোচ্চ তাপমাত্রা ২৫, কালিম্পং-এ ৩০ হয়ে গিয়েছিল। সেটা কমবে। তাপমাত্রা ক্রমশ স্বাভাবিকে নেমে আসবে। খাতায়কলমে বুধবার থেকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে প্রতিদিনই।

আরও পড়ুন: বাল্যবিবাহ ঘিরে উদ্বেগ, ‘সেফ জোন’ হিসেবে ব্যবহৃত জয়নগর-সহ সুন্দরবনের কিছু এলাকা

সাম্প্রতিকতম

অন্ধত্ব তাঁকে দমাতে পারেনি, দৃষ্টিহীন ভূমিকা এখন ইউটিউব ‘কুকিং স্টার’

তিনি শারীরিক দিক থেকে বিশেষভাবে সক্ষম। চোখের বিরল অসুখে আক্রান্ত হয়ে মাত্র ৩৫ বছর...

জুনিয়র ডাক্তারদের আন্দোলনে বিশিষ্ট বিজ্ঞানীদের সমর্থন, চিঠি মুখ্যমন্ত্রীকে

কলকাতা: জুনিয়র ডাক্তারদের চলমান আন্দোলনে এবার বিশিষ্ট বিজ্ঞানীরা সমর্থন জানালেন। ২৪৭ জন স্বনামধন্য বিজ্ঞানী...

তামিলনাড়ু ট্রেন দুর্ঘটনার কারণ কী? রেলকর্তারা যা বলছেন…

নয়াদিল্লি: তামিলনাডুর তিরুভল্লুর জেলায় একটি মারাত্মক ট্রেন দুর্ঘটনা ঘটেছে শুক্রবার রাতে। যেখানে মিসুরু-দারভাঙ্গা বাগমতি...

মাদ্রাসাগুলিকে আর্থিক সাহায্য বন্ধ করার আহ্বান জাতীয় শিশু অধিকার রক্ষা কমিশনের, কী এমন ঘটল

মাদ্রাসার কার্যকারিতা নিয়ে গুরুতর উদ্বেগ প্রকাশ করেছে জাতীয় শিশু অধিকার রক্ষা কমিশন (NCPCR)। 'শিক্ষা...

আরও পড়ুন

জুনিয়র ডাক্তারদের আন্দোলনে বিশিষ্ট বিজ্ঞানীদের সমর্থন, চিঠি মুখ্যমন্ত্রীকে

কলকাতা: জুনিয়র ডাক্তারদের চলমান আন্দোলনে এবার বিশিষ্ট বিজ্ঞানীরা সমর্থন জানালেন। ২৪৭ জন স্বনামধন্য বিজ্ঞানী...

জুনিয়র ডাক্তারদের অনশন: প্রত্যাহারের আহ্বান জানিয়ে মুখ্য সচিবের চিঠি, আরও ২ চিকিৎসকের যোগ

রাজ্যের জুনিয়র ডাক্তারদের অনশন প্রত্যাহারের অনুরোধ জানালেন মুখ্যসচিব। রবিবার প্রতীকী অনশনের ডাক দিয়েছে IMA। সরকারি প্রকল্প ও কর্মসূচি ঘোষণা সত্ত্বেও চলতে থাকছে আন্দোলন।

আন্তর্জাতিক সম্মানের জন্য মনোনীত দার্জিলিংয়ের পদ্মজা নায়ডু হিমালয়ান জুলজিক্যাল পার্ক

দার্জিলিংয়ের পদ্মজা নায়ডু হিমালয়ান জুলজিক্যাল পার্কের সাফল্যের মুকুটে যোগ হল নয়া পালক। ‘ওয়ার্ল্ড অ্যাসোসিয়েশন...
রতন টাটার সেরা উক্তি যা আপনাকে অনুপ্রাণিত করবে ইন্টারভিউয়ে কীরকম শরীরী ভঙ্গিমা থাকা উচিত