Homeখবররাজ্যবৃহস্পতির সকালে ফিরল শীতের আমেজ! বৃষ্টির সম্ভাবনা আর কতটা

বৃহস্পতির সকালে ফিরল শীতের আমেজ! বৃষ্টির সম্ভাবনা আর কতটা

প্রকাশিত

কলকাতা: পশ্চিমী ঝঞ্ঝার সঙ্গে পুবালি হাওয়ার সংঘাতের জেরে ভরা বসন্তেও শীতের আমেজ। বৃহস্পতিবার সকালে অনেককেই শীতপোশাকে রাস্তায় দেখা গেল। যদিও এই পরিস্থিতি সাময়িক বলেই জানাচ্ছে হাওয়া অফিস।

চলতি সপ্তাহের শুরু থেকেই দুর্যোগপূর্ণ আবহাওয়া বাংলায়। বুধবার প্রায় সারাটা দিনই মেঘলা আকাশ এবং ঝিরঝিরে বৃষ্টি হয়েছে কলকাতা-সহ জেলায় জেলায়। বৃহস্পতিবারেও আবহাওয়ার তেমন কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই বলে জানিয়েছে হাওয়া অফিস।

এ দিন সকালে মুখ ভার ছিল আকাশের। তবে বেলা গড়ানোর সঙ্গেই মেঘের আড়াল থেকে উঁকি দেয় সূর্য। মাঝেমঝে এ ভাবেই চলছে লুকোচুরি খেলা।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বৃষ্টি হতে পারে। বইতে পারে দমকা হাওয়া। বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে জেলায় জেলায়। ইতিমধ্যেই বৃষ্টি ঘিরে রয়েছে হলুদ সতর্কতা। শুক্র ও শনিবার হালকা বর্ষণ হতে পারে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, বীরভূম ও মুর্শিদাবাদে। শনিবার থেকে রাজ্যজুড়ে তাপমাত্রায় আসবে বদল।

বৃষ্টিতে এক ধাক্কায় নামল শহর কলকাতার পারদ। কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২১.১ ডিগ্রি সেলসিয়াস। গত কাল কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৮.৭ ডিগ্রি সেলসিয়াস, এটি স্বাভাবিকের থেকে ৫ ডিগ্রি কম। গত কাল মহানগরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২১.১ ডিগ্রি সেলসিয়াস। এটি স্বাভাবিকের থেকে ১৩ ডিগ্রি কম ছিল। গত কাল সকাল সাড়ে ৮টা নাগাদ বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল ৯৬ শতাংশ। আপাতত যা পূর্বাভাস, তাতে আজ সর্বনিম্ন তাপমাত্রা ১৮ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকতে পারে, সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছে যেতে পারে ২৬ ডিগ্রি সেলসিয়াসে।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, বৃহস্পতিবার উত্তরবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বর্ষণ হতে পারে। সঙ্গে থাকবে দমকা হাওয়া। ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিতে বইতে পারে হাওয়া। শুক্রবার দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়িতে বৃষ্টি হবে।

সাম্প্রতিকতম

লোকালে ১৬-২০ বগি! রেলমন্ত্রীর ঘোষণা, বাড়বে কামরা, কমবে বাদুড়ঝোলা ভিড়

১২ কোচের ট্রেনেও কমছে না ভিড়। এবার ১৬ ও ২০ বগির লোকাল ট্রেন আনছে রেলমন্ত্রক, জানালেন অশ্বিনী বৈষ্ণব। উপকৃত হবেন কলকাতা-সহ দেশের কোটি নিত্যযাত্রী।

সফরে আতঙ্ক! প্রযুক্তিগত ত্রুটি সামাল দিতে দেশজুড়ে ৬,৩৭৪ প্রযুক্তিবিদ নিয়োগে চূড়ান্ত সিদ্ধান্ত রেলের

আহমেদাবাদ বিমান দুর্ঘটনার পর রেল সফরেও যান্ত্রিক বিভ্রাটের আশঙ্কা। আতঙ্ক দূর করতে ৬৩৭৪ প্রযুক্তিবিদ নিয়োগে চূড়ান্ত সিদ্ধান্ত নিল রেলবোর্ড। শীঘ্রই বিজ্ঞপ্তি জারি করবে RRB।

Samsung-এর Z-আকৃতির Tri-Fold স্মার্টফোন! খুললেই ট্যাবলেট

স্যামসাং নিয়ে আসছে প্রথম Triple-Fold স্মার্টফোন। Z-আকৃতির ডিজাইন, খুললেই বড় ট্যাবলেট স্ক্রিন! ২০২৫ সালের সেপ্টেম্বর-অক্টোবরে বাজারে আসতে পারে। দাম হতে পারে ২.৫–৩ লক্ষ টাকা।

জগন্নাথ মন্দির উদ্বোধনের পর দিঘায় হোটেল ভাড়া বাড়তি, মুখ্যমন্ত্রীর নির্দেশে লাগাম টানতে কড়া পদক্ষেপ

জগন্নাথ মন্দির উদ্বোধনের পর দীঘায় হোটেল ও পরিবহণ ভাড়ায় ব্যাপক বৃদ্ধি। পর্যটকদের অভিযোগে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী কড়া ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন, ডিসপ্লে বোর্ডে হোটেল ভাড়ার তালিকা বাধ্যতামূলক।

আরও পড়ুন

দক্ষিণবঙ্গে বর্ষা ঢোকার ইঙ্গিত, কলকাতা সহ বহু জেলায় প্রবল বৃষ্টির সম্ভাবনা

দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশ করছে ঘূর্ণাবর্তের হাত ধরে। কলকাতা সহ উপকূল ও পশ্চিমাঞ্চলে ভারী বৃষ্টির পূর্বাভাস। শুকনো নদীতে ফিরতে পারে জল।

দক্ষিণবঙ্গে বর্ষার আগমন আসন্ন, আজ থেকেই কলকাতা-সহ একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

দক্ষিণবঙ্গে বর্ষা আসছে আগামী ২৪-৪৮ ঘণ্টায়। ১৬ জুন থেকে শুরু ভারী বৃষ্টি, পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনায় ১৭ জুন অতি ভারী বৃষ্টির সতর্কতা।

খাদ্যশস্য ঠিকমতো মিলছে কি না জানতে রাজ্যে রেশন দোকানে সোশ্যাল অডিট, প্রথম ধাপে ৫৫৯৩ দোকানে সমীক্ষা

রেশন পরিষেবার মান যাচাইয়ে অভিনব উদ্যোগ রাজ্য সরকারের। প্রথম পর্যায়ে রাজ্যের ৫৫৯৩টি রেশন দোকানে চলবে সোশ্যাল অডিট, জানানো হবে গ্রাহক ও দোকান কর্মীদের মতামত।
কেন লক্ষ্মীর পাঁচালি পাঠ করা হয় রতন টাটার সেরা উক্তি যা আপনাকে অনুপ্রাণিত করবে