কলকাতা: শহর থেকে জেলা, গোটা রাজ্যেই হাড় কাঁপানো ঠান্ডা। তবে সোমবারের পর মঙ্গলবার আবারও ১৩ ঘরেই কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা। তবে কি শীতের দাপট শেষ?
আবহাওয়াবিদরা বলছেন, তাপমাত্রার পারদ সামান্য উঠলেও মকর সংক্রান্তি পর্যন্ত দাপট অব্যাহত থাকবে শীতের। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, কলকাতায় ১৫ ডিগ্রি সেলসিয়াসের উপরে যাবে না সর্বনিম্ন তাপমাত্রা।
মঙ্গলবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা দাঁড়িয়েছে ১৩ ডিগ্রি সেলসিয়াসে। তবে এটা স্বাভাবিকের চেয়ে ১ ডিগ্রি কম। সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৬ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। সোমবার কলকাতায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৩.১ ডিগ্রি সেলসিয়াস।
২৪ ঘণ্টায় পারদ কিছুটা ঊর্ধ্বগামী হলেও, পুরোদস্তুর শীতের আমেজ বজায় রয়েছে। আগামী কয়েকদিন তাপমাত্রা এমনই থাকবে। উত্তরবঙ্গের কয়েকটি জেলায় শীতল দিনের সতর্কতা জারি হয়েছে। সংক্রান্তি পর্যন্ত শীতের এই ইনিংস জারি থাকবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। আগামী ১৩ জানুয়ারি পর্যন্ত সর্বনিম্ন তাপমাত্রা ১৩ থেকে ১৫ ডিগ্রির মধ্যেই থাকতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস।
সংক্রান্তির দিন থেকে তাপমাত্রা বাড়ার পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। এর কারণ হল পশ্চিমী ঝঞ্ঝা। পশ্চিমী ঝঞ্ঝার কারণে দুর্বল হয়ে এসেছে উত্তুরে হাওয়া। বদলে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্পপূর্ণ উষ্ণ বাতাস রাজ্যে প্রবেশ করছে। ফলে সপ্তাহের শেষ দিকে কলকাতায় ১৫ ডিগ্রির উপরে উঠলেও উঠতে পারে তাপমাত্রা। তবে জেলাগুলিতে ঠান্ডা কমার তেমন কোনো পূর্বাভাস নেই এখনও।