কলকাতা: রাজ্য জুড়ে হালকা থেকে মাঝারি বৃষ্টি, শিলাবৃষ্টি, ঝোড়ো হাওয়া থেকে কালবৈশাখী, বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি। সোমবারেও রাজ্যে দুর্যোগপূর্ণ আবহাওয়া চলবে বলেই আশঙ্কা।
কলকাতায় আজ দিনভর মেঘলা আকাশ। বজ্রবিদ্যুৎ-সহ দু’-এক পশলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হালকা ঝোড়ো হাওয়া বইতে পারে। বৃষ্টির জেরে উধাও গরমের অস্বস্তি। আপাতত সে ভাবে বাড়ছে না দিনের তাপমাত্রাও। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, আরও দু’দিন অন্তত এই পরিস্থিতি চলবে। তার পর ফের পরবির্তন হতে পারে আবহাওয়ার।
আলিপুর আবহাওয়া অফিস সূত্রে খবর, সোমবারেও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রাজ্যের সব জেলাতে। সঙ্গে বইতে পারে দমকা ঝোড়ো হাওয়া। কোথাও কোথাও শিলাবৃষ্টিও হতে পারে। বিক্ষিপ্তভাবে দু’-এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঘূর্ণাবর্তের জেরে আগামী মঙ্গলবার পর্যন্ত পরিবর্তন হচ্ছে না আবহাওয়ার। আপাতত চলবে ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাত।
রবিবার প্রায় সারা দিন ধরেই দফায় দফায় বৃষ্টি হয়েছে। সঙ্গে ঝোড়ো হাওয়া। আবহাওয়া অফিসের অধিকর্তা গণেশ দাস জানান, আগামীকাল, মঙ্গলবার পর্যন্ত এ করম চলবে। আকাশ মেঘলা থাকবে ও মাঝেমধ্যে বৃষ্টি হবে। বুধবার আবহাওয়ার কিছুটা উন্নতি হবে। তবে আকাশ পরিষ্কার হয়ে ঝলমলে রোদ পেতে বৃহস্পতিবার হয়ে যাবে। এতে কয়েকদিন গরম থেকে স্বস্তি মিলবে।
রাজস্থান থেকে বিস্তৃত নিম্নচাপ অক্ষরেখা গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর দিয়ে বঙ্গোপসাগর পর্যন্ত গিয়েছে। এর পাশাপাশি বঙ্গোপসাগর থেকে বায়ুমণ্ডলে ঢুকছে প্রচুর পরিমাণ জলীয় বাষ্প। এই দু’টি কারণে বৃষ্টির মেঘ তৈরি হচ্ছে। শুধু দক্ষিণবঙ্গ নয়, উত্তরবঙ্গ এবং গোটা পূর্ব ভারত জুড়ে বৃষ্টির অনুকূল পরিস্থিতি রয়েছে। দার্জিলিঙে সান্দাকফু ও সিকিমের বেশি উঁচু স্থানগুলিতে তুষারপাতের কারণও এটা।
আরও পড়ুন: বাংলা ভাষা ‘অস্তিত্বহীন’ জানিয়ে শিক্ষিকাকে চিঠি আড়িয়াদহের স্কুলের, পরে সংশোধন