কলকাতা: শনিবার সন্ধ্যায় মাঝারি থেকে ভারী বৃষ্টিতে ভিজতে পারে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলি। সঙ্গে বইবে ঝোড়ো হাওয়া। বৃষ্টি নিয়ে চার জেলায় হলুদ সতর্কতা জারি করে এমনটাই জানিয়েছে হাওয়া অফিস।
শুক্রবারের পর শনিবারেও রাজ্যে ঝড়বৃষ্টির সম্ভাবনা। শেষ ক’দিনের ঝড়বৃষ্টিতে আপাত ভাবে নেমেছে তাপমাত্রার পারদ। কিছু সময়ের জন্য ভ্যাপসা গরম থেকে মিলেছে স্বস্তি। তবে রবিবার থেকে থেকে ফের তাপমাত্রা বাড়বে বলে পূর্বাভাস হাওয়া অফিস। তার পর থেকে তিন ধরে তাপমাত্রা ২-৪ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে বলেও হাওয়া অফিস জানিয়েছে।
এ দিন শহরের সর্বনিম্ন তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৩ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দতার পরিমাণ ৮৮ শতাংশ। শনিবার সকাল থেকেই নেমেছে তাপমাত্রার পারদ। সকাল থেকেই মুখভার আকাশের। আগামীকালও বিক্ষিপ্ত ভাবে বৃষ্টির সম্ভাবনা থাকছে। তবে আগামী সপ্তাহ থেকেই আকাশ পরিষ্কার হবে বলেও জানাচ্ছে আলিপুর।
আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে আজও বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ৩০-৫০ কিলোমিটার পর্যন্ত দমকা ঝড়ো হাওয়া বইতে পারে। ঝড়বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের জেলাগুলিতে।
উত্তরবঙ্গের তিন জেলাতেও আজ ভারী বৃষ্টির সতর্কতা। আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি জেলার কিছু অংশে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে দার্জিলিং ও কালিম্পং-সহ পার্বত্য এলাকায়।
আরও পড়ুন: নজরুলের কবিতা খারিজ করেছিল প্রমথ চৌধুরীর ‘সবুজপত্র’, প্রকাশ করল রামানন্দের ‘প্রবাসী’