কলকাতা: আগামী শুক্রবার (৩১ মার্চ) এবং শনিবার (১ এপ্রিল) রাজ্যের নানা প্রান্তে ঝড়বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের। এমনকী কলকাতাতেও বৃষ্টি হতে পারে।
আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, সপ্তাহান্তে উত্তর ও দক্ষিণবঙ্গের একাধিক জেলা জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে ঘণ্টায় ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইবে। কোথাও কোথাও শিলাবৃষ্টিরও পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।
শুক্রবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলার কয়েকটি অংশে। সেই সঙ্গে বইতে পারে ঘণ্টায় ৪০-৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে। ঝড়বৃষ্টি হবে উত্তরের প্রায় সব জেলাতে। পাহাড় লাগোয়া জেলাগুলিতে আরও কিছুটা দাপট বাড়বে ঝোড়ো হাওয়ার।
পরদিন, শনিবার দুর্যোগের দাপট কিছুটা কমবে দক্ষিণবঙ্গে। তবে প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে ওই দিনও। কলকাতাতেও বৃষ্টি হতে পারে। শনিবার ঝড়বৃষ্টি হলেও শিলাবৃষ্টির পূর্বাভাস নেই।
হাওয়া অফিসের মতে, একটি ঘূর্ণাবর্ত এবং বঙ্গোপসাগর থেকে আসা জলীয় বাষ্পের জেরে শুক্রবার এবং শনিবার পশ্চিমবঙ্গে বৃষ্টির মাত্রা বাড়বে। তবে রবিবার থেকে পরিস্থিতি বদলাতে থাকবে।
আরও পড়ুন: ইউপিআই লেনদেনে জুড়ছে ১.১ শতাংশ পর্যন্ত শুল্ক, সাধারণ গ্রাহকদের উপর প্রভাব পড়বে কি?