কলকাতা: শহরে ফিরেছে শীতের আমেজ। ফের ১২-র ঘরে নামল পারদ। আগামীকালও সেভাবে পারদ আর না নামলেও একইরকম থাকবে তাপমাত্রা। তারপর থেকে তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার পূর্বাভাস রয়েছে। মাসের শেষে বৃষ্টির সম্ভাবনাও রয়েছে বাংলায়।
রাজ্যে শীতের দাপট অব্য়াহত। রবিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১২.৯ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি কম। কাল পর্যন্ত জাঁকিয়ে ঠান্ডা। কলকাতার মতোই অন্য জেলাগুলোতেও একইরকম ভাবে পারদ নেমেছে। পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান এবং পূর্ব বর্ধমানে তাপমাত্রা নেমেছে ১১-র ঘরে।
এরই মধ্যে ফের আবহাওয়ার ভোলবদলের ফের ইঙ্গিত। ঘূর্ণাবর্ত এবং পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে ফের একবার বৃষ্টির সম্ভাবনা! আবহবিদরা জানাচ্ছেন, রাজস্থান ও কর্নাটকে দুটি ঘূর্ণাবর্ত রয়েছে। একটি অক্ষরেখা রয়েছে কর্ণাটক থেকে ওড়িশা পর্যন্ত যা তেলঙ্গনার উপর দিয়ে রয়েছে। পাশাপাশি, শনিবার থেকে ফের একটি নতুন পশ্চিমী ঝঞ্ঝা তৈরি হয়েছে পশ্চিম হিমালয় ক্ষেত্রে। সবমিলিয়ে জানুয়ারি মাসের শেষে ফের বৃষ্টির সম্ভাবনা। কলকাতায় মঙ্গলবার থেকে হাওয়া বদলের পূর্বাভাস। তাপমাত্রা বাড়তে শুরু করবে। বৃহস্পতি ও শুক্রবার ফের আকাশ মেঘলা থাকার সম্ভাবনা। হতে পারে সামান্য বৃষ্টি।
জানুয়ারি মাসের শেষ দিন এবং ফেব্রুয়ারি মাসের প্রথম দিন দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলাতে বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে। বঙ্গোপসাগরে আবারও উচ্চচাপ বলয় তৈরি হওয়ার সম্ভাবনা। তার প্রভাবে জলীয় বাতাস ঢুকবে। দক্ষিণবঙ্গের উপকূল ও উপকূল সংলগ্ন জেলাগুলিতে হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা।
ও দিকে, সিকিমে তুষারপাতের সম্ভাবনা। প্রভাব পড়বে দার্জিলিংয়ে। আগামী ২৪ ঘণ্টায় দার্জিলিংয়ের উচু পার্বত্য এলাকায় হালকা তুষারপাতের খুব সামান্য সম্ভাবনা রয়েছে। তবে হালকা বৃষ্টি হবে দার্জিলিং ও কালিম্পংয়ের পার্বত্য এলাকায়।