Homeখবররাজ্যকনকনে ঠান্ডায় সাময়িক বিরতি কলকাতায়, আরও বেশি দাপট নিয়ে ফিরবে ১৬ জানুয়ারি

কনকনে ঠান্ডায় সাময়িক বিরতি কলকাতায়, আরও বেশি দাপট নিয়ে ফিরবে ১৬ জানুয়ারি

প্রকাশিত

কলকাতা: টানা পাঁচ দিন ধরে কনকনে ঠান্ডা। আপাতত হাড়কাঁপানো শীতের ইনিংসে সাময়িক বিরতি কলকাতায়। পৌষ সংক্রান্তিতে হাঁড়কাপানো শীতের সম্ভাবনা নেই বললেই চলে। তবে তাপমাত্রার পারদ ১৫ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকায় শীতের আমেজ বজায় থাকবে। এমনটাই বলছে হাওয়া অফিসের পূর্বাভাস।

মৌসম ভবন জানিয়েছে, পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে আজ থেকেই তাপমাত্রা বাড়বে উত্তর-পশ্চিম ভারতে। সমতলের অংশেও তাপমাত্রা বাড়বে। ৩-৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে আগামী দু-তিন দিনে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গেও তাপমাত্রা ২-৩ ডিগ্রি বাড়তে পারে।

আলিপুর আবহাওয়া দফতরের তথ্য অনুসারে, বুধবার সকালে শহরের সর্বনিম্ন তাপমাত্রা বেড়ে দাঁড়িয়েছে ১৩.৭ ডিগ্রি সেলসিয়াস। তবে আজ সকাল ৯টার পর কলকাতায় শীতের আমেজ উধাও হবে। আবার সন্ধে ৭টার পর সেই আমেজ ফিরবে। আবহাওয়াবিদরা জানাচ্ছে, ১৩-১৫ জানুয়ারি সাময়িক বিরতি নেবে শীত। তার পর ফের উল্লেখযোগ্য পতন ঘটবে পারদে। শীত কিন্তু আরও বেশি দাপট নিয়ে ফিরে আসবে ১৬ জানুয়ারি থেকে। ওই সময় ১০ ডিগ্রি সেলসিয়াস বা তারও কম তাপমাত্রা হতে পারে কলকাতায়।

তবে জেলায় জেলায় শীতের আমেজ থাকবে যথারীতি। পশ্চিমের জেলাগুলিতে তুলনামূলকভাবে শীতের আমেজ একটু বেশি থাকবে। উত্তরবঙ্গে কয়েকদিন শীতল দিনের পরিস্থিতিও জারি রয়েছে। মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে শীতল দিনের পরিস্থিতি থাকবে। এই তিন জেলায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের অনেকটা নীচে থাকবে।

আরও পড়ুন: সুন্দরবনকে বাঁচাতে এ বার তৈরি হতে চলেছে ‘বন বন্ধু’ প্রকল্প

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

মোবাইল নম্বর নয়, এবার ইউজারনেম দিয়েই চ্যাট করা যাবে হোয়াটসঅ্যাপে! আসছে ইনস্টাগ্রাম-স্টাইল ফিচার

হোয়াটসঅ্যাপে আসছে ইনস্টাগ্রাম-স্টাইল ইউজারনেম ফিচার। মোবাইল নম্বর শেয়ার না করেই চ্যাট করা যাবে। নতুন এই ফিচার দেখা গেছে হোয়াটসঅ্যাপের বিটা ভার্সন ২.২৫.২৮.১২ তে। ইউজারনেম সেট করতে থাকবে কিছু নিয়মও।

সতর্ক থাকুন! পেঁপের সঙ্গে এই খাবারগুলো খেলেই বাড়বে বিপদ

ভিটামিন ও ফাইবারে ভরপুর পেঁপে যতটা উপকারী, ভুল খাবারের সঙ্গে খেলে ততটাই ক্ষতিকর। কমলালেবু, শশা, টমেটো, দই বা মধুর সঙ্গে পেঁপে খাওয়া হজমে সমস্যা, অ্যাসিডিটি ও অ্যালার্জির কারণ হতে পারে।

রাজ্যে শুরু টোটোর রেজিস্ট্রেশন, প্রথম দুই দিনে মাত্র ৯৫০ গাড়ি নথিভুক্ত ! দীপাবলির পর বাড়বে সাড়া আশা পরিবহণ দফতরের

রাজ্যে ব্যাটারি চালিত টোটো ও ই-রিকশার রেজিস্ট্রেশন শুরু হয়েছে। প্রথম দুই দিনে মাত্র ৯৫০টি গাড়ি নথিভুক্ত হয়েছে। পরিবহণ দফতর আশা করছে দীপাবলির পর এই সংখ্যা দ্রুত বাড়বে। রাজ্যে আনুমানিক টোটোর সংখ্যা ১০ লক্ষেরও বেশি।

২০০২ বনাম ২০২৫! ৭ জেলার ভোটার তালিকায় ৫১% থেকে ৬৫% মিল, কোথায় সবচেয়ে কম জানেন?

রাজ্যের সাতটি জেলায় ২০০২ ও ২০২৫ সালের ভোটার তালিকার মধ্যে ৫১% থেকে ৬৫% নামের মিল পাওয়া গিয়েছে। সর্বাধিক মিল কালিম্পংয়ে, সর্বনিম্ন ঝাড়গ্রামে। আসন্ন বিধানসভা নির্বাচনের আগে নতুনভাবে বিশেষ ভোটার তালিকা সংশোধন (SIR) শুরু করতে চলেছে নির্বাচন কমিশন।

আরও পড়ুন

রাজ্যে শুরু টোটোর রেজিস্ট্রেশন, প্রথম দুই দিনে মাত্র ৯৫০ গাড়ি নথিভুক্ত ! দীপাবলির পর বাড়বে সাড়া আশা পরিবহণ দফতরের

রাজ্যে ব্যাটারি চালিত টোটো ও ই-রিকশার রেজিস্ট্রেশন শুরু হয়েছে। প্রথম দুই দিনে মাত্র ৯৫০টি গাড়ি নথিভুক্ত হয়েছে। পরিবহণ দফতর আশা করছে দীপাবলির পর এই সংখ্যা দ্রুত বাড়বে। রাজ্যে আনুমানিক টোটোর সংখ্যা ১০ লক্ষেরও বেশি।

২০০২ বনাম ২০২৫! ৭ জেলার ভোটার তালিকায় ৫১% থেকে ৬৫% মিল, কোথায় সবচেয়ে কম জানেন?

রাজ্যের সাতটি জেলায় ২০০২ ও ২০২৫ সালের ভোটার তালিকার মধ্যে ৫১% থেকে ৬৫% নামের মিল পাওয়া গিয়েছে। সর্বাধিক মিল কালিম্পংয়ে, সর্বনিম্ন ঝাড়গ্রামে। আসন্ন বিধানসভা নির্বাচনের আগে নতুনভাবে বিশেষ ভোটার তালিকা সংশোধন (SIR) শুরু করতে চলেছে নির্বাচন কমিশন।

জমি-বাড়ি রেজিস্ট্রেশনে সমস্যার সমাধানে পৃথক হেল্পলাইন চালু করছে রাজ্য সরকার

জমি-বাড়ি রেজিস্ট্রেশনের জটিলতা মেটাতে আসছে নতুন হেল্পলাইন নম্বর। নভেম্বরের মধ্যেই চালু হবে পরিষেবা, জানাল নবান্ন। নাগরিকদের জন্য সহজ, স্বচ্ছ ও দালালমুক্ত রেজিস্ট্রেশন পরিষেবা দিতে উদ্যোগী রাজ্য সরকার।