Homeখবররাজ্যজানুয়ারি শেষ না হতেই উধাও শীত, ফেরার সম্ভাবনা আছে কি?

জানুয়ারি শেষ না হতেই উধাও শীত, ফেরার সম্ভাবনা আছে কি?

প্রকাশিত

কলকাতা: সরস্বতী পুজো কা‌টল শীত-বিহীন। হাওয়া অফিসের পূর্বাভাস, আগামী কয়েকদিন কলকাতা-সহ দক্ষিণবঙ্গে তাপমাত্রা থাকবে স্বাভাবিকের থেকে বেশ কিছুটা উপরেই। পশ্চিমের কিছু জেলায় সকালে ও রাতে হালকা শীতের আমেজ থাকতে পারে। বাড়বে উত্তরেও তাপমাত্রাও।

জানুয়ারি মাস শেষ না হতেই কলকাতা এবং সংলগ্ন জেলাগুলি থেকে কার্যত উধাও শীত। আবহাওয়া দফতর সূত্রে খবর, এ মাসের হাতে থাকা ক’টা দিনে আর শীতের দেখা মিলবে না। তবে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে ফের কিছুটা মিলবে শীতের আমেজ।

আবহাওয়া দফতরের পূর্বাভাস, আগামী কয়েকদিন কলকাতায় শীতের চিহ্ন থাকবে না বললেই চলে। বিশেষ করে আগামী ২৪ ঘণ্টায় সর্বোচ্চ তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াসে উঠতে চলেছে। সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৯ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। যা স্বাভাবিকের থেকে বেশ কিছুটা বেশি। রাতের তাপমাত্রা সামান্য ওঠা-নামা করলেও আগামী ৪৮ ঘণ্টায় একই রকম থাকবে তাপমাত্রা।

দক্ষিণবঙ্গের অন্য জেলাগুলিতেও একই অবস্থা। এমনকী, উত্তরবঙ্গের জেলাগুলিতে আগামী কয়েক দিনে ২-৩ ডিগ্রি তাপমাত্রা বাড়তে পারে। সেখানেও তাপমাত্রা স্বাভাবিকের থেকে বেশি হবে বলে জানা গিয়েছে।

আবহাওয়াবিদদের মতে, আগামী রবিবার এবং সোমবার তাপমাত্রার পারদ সামান্য হলেও নামতে পারে। পরের দু’দিন ফের ফেব্রুয়ারির প্রথম সপ্তাহ থেকে সাময়িক ভাবে ফিরবে শীতের আমেজ। তবে আগামী কয়েক দিন যে তাপমাত্রা স্বাভাবিকের থেকে উপরেই থাকবে, সে বিষয়ে তেমন কোনো অনিশ্চয়তা নেই।

আরও পড়ুন: এ বার ভিডিও স্ট্যাটাস, নয়া ফিচার আনল হোয়াটসঅ্যাপ

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

৮ বছরে বলিউডে কাজ কমেছে, ‘রোজা’র দিন আজও ভুলতে পারেন না: অকপট এ আর রহমান

বলিউডে গত আট বছরে কাজ কমে যাওয়ার কথা স্বীকার করলেন অস্কারজয়ী সঙ্গীত পরিচালক এ আর রহমান। বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে ‘রোজা’ থেকে বর্তমান, সঙ্গীত সফর ও বদলে যাওয়া সময় নিয়ে মুখ খুললেন তিনি।

ভোটের আগে বাংলায় রেলের বরাদ্দ ১৩ হাজার কোটি, অমৃতভারত প্রকল্পে আন্তর্জাতিক মানের হবে এনজেপি

ভোটমুখী পশ্চিমবঙ্গে রেলের জন্য প্রায় ১৩ হাজার কোটি টাকা বরাদ্দের ঘোষণা করলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। অমৃতভারত প্রকল্পে নিউ জলপাইগুড়ি স্টেশনকে আন্তর্জাতিক মানে গড়ে তোলার কাজ চলছে।

মোজা পরেও পা বরফের মতো ঠান্ডা? কারণ জানলে সমাধান সহজ

শীতে মোজা পরেও পা হিমশীতল কেন থাকে? রক্ত সঞ্চালন থেকে শুরু করে মোজার ধরন—কারণ ও প্রতিকার জানুন সহজ ভাষায়।

গৌরী লঙ্কেশ হত্যা মামলার অভিযুক্ত শ্রীকান্ত পাঙ্গারকর জালনা পুরসভার কাউন্সিলর নির্বাচিত

সাংবাদিক-অ্যাক্টিভিস্ট গৌরী লঙ্কেশ হত্যা মামলার অভিযুক্ত শ্রীকান্ত পাঙ্গারকর মহারাষ্ট্রের জালনা পুরসভার কাউন্সিলর নির্বাচিত। স্বতন্ত্র প্রার্থী হিসেবে বিজেপি প্রার্থীকে হারালেন তিনি।

আরও পড়ুন

উত্তরবঙ্গকে টেক্কা দিল দক্ষিণবঙ্গের দাপুটে শীত, কলকাতায় পারদ ১২.৫; কী বলছে পূর্বাভাস?

দক্ষিণবঙ্গেই শীতের দাপট। কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা নেমেছে ১২.৫ ডিগ্রিতে। রাজ্যের সর্বত্র কুয়াশার সতর্কতা জারি। আগামী দিনে ধীরে ধীরে বাড়তে পারে তাপমাত্রা।

এসআইআর তালিকায় সংশোধনে আরও সময় বাড়ল কমিশন, কতদিন পর্যন্ত করা যাবে আবেদন?

বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) ভোটার তালিকার খসড়ায় ভুল সংশোধনের সময়সীমা আরও চার দিন বাড়াল নির্বাচন কমিশন। আবেদন করা যাবে ১৯ জানুয়ারি পর্যন্ত। চূড়ান্ত তালিকা প্রকাশ ১৪ ফেব্রুয়ারি।

আই-প্যাক তল্লাশিতে বাধার অভিযোগ: মমতা বন্দ্যোপাধ্যায় ও শীর্ষ পুলিশকর্তাদের নোটিশ সুপ্রিম কোর্টের, ইডি-র বিরুদ্ধে এফআইআর স্থগিত

খবর অনলাইন ডেস্ক: রাজ্যের রাজনৈতিক নেতৃত্ব ও কেন্দ্রীয় তদন্ত সংস্থার সংঘাতকে কেন্দ্র করে গুরুতর...