Homeখবররাজ্যঠাণ্ডা আমেজ ফিরল কলকাতায়, এ বার শীতের বিদায় পাকা

ঠাণ্ডা আমেজ ফিরল কলকাতায়, এ বার শীতের বিদায় পাকা

প্রকাশিত

কলকাতা: ফের শীতের আমেজ কলকাতায়। মঙ্গলবার সকাল থেকেই আকাশ পরিষ্কার। হিমেল হাওয়ার সঙ্গে ঝলমলে রোদ, দুইয়ে মিলে মিঠে শীতের আমেজ। গত দু’দিনে কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় তাপমাত্রা এক ধাক্কায় ৭ ডিগ্রি কমে গিয়েছে।

আগের দিনও এক ধাক্কায় পাঁচ ডিগ্রি নেমেছিল তাপমাত্রা পারদ। মঙ্গলবার তা আরও কমে পৌঁছল ১৫ ডিগ্রি সেলসিয়াসের কোঠায়। উল্লেখযোগ্য ভাবে, এর আগে রবিবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২১.৮ ডিগ্রি সেলসিয়াস।

আলিপুর আবহাওয়া দফতরের তথ্য অনুযায়ী, মঙ্গলবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ১৫.৫ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের চেয়ে ২ ডিগ্রি কম। আগামী ২৪ ঘণ্টা এ ভাবেই শীতের আমেজ বজায় থাকবে শহরে। তবে বুধবারের পর আর শীত প্রত্যাবর্তনের কোনো সম্ভাবনাই থাকছে না।

ক’দিন ধরেই কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা থাকছে ২০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। ফেব্রুয়ারির প্রথম থেকেই শীত প্রায় নেই বললেই চলে। পূর্বাভাস মতোই শেষ দু’দিন ধরে আবারও এক বার রাজ্য জুড়ে ফিরল শীতের আমেজ। তবে হাওয়া অফিসের মতে, এই ঠান্ডার আমেজ কার্যত স্বল্পায়ু। এর পরই বিদায় নেবে শীত। এ ভাবেই বুধবার পর্যন্ত শীতের হালকা আমেজ থাকবে কলকাতা ও সংলগ্ন এলাকায়। তবে বৃহস্পতিবার থেকে ফের তাপমাত্রা বাড়বে। তার পর দিনে দুই থেকে চার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে বলে অনুমান আবহাওয়াবিদদের।

হাওয়া অফিস জানিয়েছে, কলকাতা এবং দক্ষিণবঙ্গের অন্য জেলাগুলিতে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। উত্তরবঙ্গ জুড়ে থাকবে কুয়াশা। দার্জিলিং কালিম্পঙে হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

আরও পড়ুন: সচিব বদলকে কেন্দ্র করে সংঘাতের পথে রাজভবন-নবান্ন!

সাম্প্রতিকতম

লোকালে ১৬-২০ বগি! রেলমন্ত্রীর ঘোষণা, বাড়বে কামরা, কমবে বাদুড়ঝোলা ভিড়

১২ কোচের ট্রেনেও কমছে না ভিড়। এবার ১৬ ও ২০ বগির লোকাল ট্রেন আনছে রেলমন্ত্রক, জানালেন অশ্বিনী বৈষ্ণব। উপকৃত হবেন কলকাতা-সহ দেশের কোটি নিত্যযাত্রী।

সফরে আতঙ্ক! প্রযুক্তিগত ত্রুটি সামাল দিতে দেশজুড়ে ৬,৩৭৪ প্রযুক্তিবিদ নিয়োগে চূড়ান্ত সিদ্ধান্ত রেলের

আহমেদাবাদ বিমান দুর্ঘটনার পর রেল সফরেও যান্ত্রিক বিভ্রাটের আশঙ্কা। আতঙ্ক দূর করতে ৬৩৭৪ প্রযুক্তিবিদ নিয়োগে চূড়ান্ত সিদ্ধান্ত নিল রেলবোর্ড। শীঘ্রই বিজ্ঞপ্তি জারি করবে RRB।

Samsung-এর Z-আকৃতির Tri-Fold স্মার্টফোন! খুললেই ট্যাবলেট

স্যামসাং নিয়ে আসছে প্রথম Triple-Fold স্মার্টফোন। Z-আকৃতির ডিজাইন, খুললেই বড় ট্যাবলেট স্ক্রিন! ২০২৫ সালের সেপ্টেম্বর-অক্টোবরে বাজারে আসতে পারে। দাম হতে পারে ২.৫–৩ লক্ষ টাকা।

জগন্নাথ মন্দির উদ্বোধনের পর দিঘায় হোটেল ভাড়া বাড়তি, মুখ্যমন্ত্রীর নির্দেশে লাগাম টানতে কড়া পদক্ষেপ

জগন্নাথ মন্দির উদ্বোধনের পর দীঘায় হোটেল ও পরিবহণ ভাড়ায় ব্যাপক বৃদ্ধি। পর্যটকদের অভিযোগে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী কড়া ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন, ডিসপ্লে বোর্ডে হোটেল ভাড়ার তালিকা বাধ্যতামূলক।

আরও পড়ুন

দক্ষিণবঙ্গে বর্ষা ঢোকার ইঙ্গিত, কলকাতা সহ বহু জেলায় প্রবল বৃষ্টির সম্ভাবনা

দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশ করছে ঘূর্ণাবর্তের হাত ধরে। কলকাতা সহ উপকূল ও পশ্চিমাঞ্চলে ভারী বৃষ্টির পূর্বাভাস। শুকনো নদীতে ফিরতে পারে জল।

দক্ষিণবঙ্গে বর্ষার আগমন আসন্ন, আজ থেকেই কলকাতা-সহ একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

দক্ষিণবঙ্গে বর্ষা আসছে আগামী ২৪-৪৮ ঘণ্টায়। ১৬ জুন থেকে শুরু ভারী বৃষ্টি, পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনায় ১৭ জুন অতি ভারী বৃষ্টির সতর্কতা।

খাদ্যশস্য ঠিকমতো মিলছে কি না জানতে রাজ্যে রেশন দোকানে সোশ্যাল অডিট, প্রথম ধাপে ৫৫৯৩ দোকানে সমীক্ষা

রেশন পরিষেবার মান যাচাইয়ে অভিনব উদ্যোগ রাজ্য সরকারের। প্রথম পর্যায়ে রাজ্যের ৫৫৯৩টি রেশন দোকানে চলবে সোশ্যাল অডিট, জানানো হবে গ্রাহক ও দোকান কর্মীদের মতামত।
কেন লক্ষ্মীর পাঁচালি পাঠ করা হয় রতন টাটার সেরা উক্তি যা আপনাকে অনুপ্রাণিত করবে