কলকাতা: বাংলায় শেষ হচ্ছে শীতের মরশুম। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, বৃহস্পতিবার থেকেই ধীরে ধীরে বাড়তে থাকবে দিন ও রাতের তাপমাত্রা। নতুন করে পারদপতনের সম্ভাবনাও আর নেই।
আবহাওয়া দফতরের তথ্য অনুসারে, বৃহস্পতিবার সকালে শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬.৫ ডিগ্রি সেলসিয়াস। যা বুধবারের তুলনায় প্রায় ১ ডিগ্রি বেশি হলেও স্বাভাবিকের তুলনায় ২ ডিগ্রি কম। বুধবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬.৫ ডিগ্রি সেলসিয়াস।
রাজ্যে শীতের লাস্ট ইনিংসে অবশ্য ভোরের দিকে হিমেল পরশ থাকছে। যদিও দুপুরে চড়া রোদ থাকবে। বেলা বাড়তে উষ্ণতার ছোঁয়া থাকবে। গরমও থাকবে, থাকবে আর্দ্রতার অস্বস্তিও। তবে বিকেলের পর থেকে ফের মনোরম আবহাওয়া পাবে রাজ্যবাসী।
এ ভাবেই শনিবারের পর রাজ্য জুড়েই হাওয়া বদল হবে। তার পর থেকেই তাপমাত্রা ক্রমশ ঊর্ধ্বমুখী হবে বলে জানাচ্ছে হাওয়া অফিস। শনিবারের পর কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ২০ ডিগ্রি ও সর্বোচ্চ তাপমাত্রা ৩০ ডিগ্রির উপরে থাকার কথা।
হাওয়া অফিসের পূর্বাভাস, আগামী ৩-৪ দিনে শহরের তাপমাত্রা অন্তত ৩ থেকে ৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি পাবে। অন্য দিকে, উত্তরবঙ্গে কুয়াশার প্রভাব থাকবে আরও বেশ কয়েকটা দিন। পাহাড়ের বেশিরভাগ জেলাতে হালকা মাঝারি কুয়াশা দেখা যাবে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এবং কোচবিহারে কুয়াশার সম্ভাবনা বেশি বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। বিক্ষিপ্ত ভাবে ঘন কুয়াশা হতে পারে দক্ষিণবঙ্গের কিছু অংশেও। মেদিনীপুর, দুই ২৪ পরগনা, কলকাতা এবং হাওড়ায় কুয়াশা থাকতে পারে।