খবর অনলাইনডেস্ক: যত দিন এগোচ্ছে দক্ষিণবঙ্গে ক্রমশ স্পষ্ট হচ্ছে শীতের অনুভূতি। বেশ কিছু জায়গায় সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিক মাত্রার থেকে অনেকটাই নীচে রয়েছে। তবে সামনের সপ্তাহে বৃষ্টির সম্ভাবনাও রয়েছে দক্ষিণবঙ্গে।
কিছু দিন আগেই কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা নেমে গিয়েছে কুড়ি ডিগ্রি সেলসিয়াসের নীচে। বৃহস্পতিবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১৯.৮ ডিগ্রি সেলসিয়াস। গত কয়েক দিনের তুলনায় তাপমাত্রাটি কিছুটা বেশি হলেও এ দিনও সেটা ছিল স্বাভাবিক মাত্রাতেই। অন্য দিকে, দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা অনেকটাই কম রয়েছে।
এ দিন বোলপুরে তাপমাত্রা ছিল ১৫.২ ডিগ্রি সেলসিয়াস, আসানসোলে ১৭.৭ ডিগ্রি সেলসিয়াস, বাঁকুড়ায় ১৮.৭ এবং দিঘাতে ১৮.১ ডিগ্রি সেলসিয়াস।
উল্লেখ্য, উত্তর ভারত থেকে উত্তুরে হাওয়া বাধাহীন ভাবে দক্ষিণবঙ্গের বায়ুমণ্ডলে পৌঁছে যাওয়ার কারণে শীত শীত ভাব বাড়ছে দক্ষিণবঙ্গে। যদিও সরকারি ভাবে এখনই শীত পড়ার ঘোষণা করা সম্ভব নয়। কারণ আগামী কয়েক দিনে নানা রকম আবহাওয়া দেখা যেতে পারে।
উল্লেখ্য, বঙ্গোপসাগরে এই সপ্তাহের শেষে একটি নিম্নচাপ তৈরি হতে পারে। সেই নিম্নচাপটির পরোক্ষ প্রভাব দক্ষিণবঙ্গে পড়তে পারে। নিম্নচাপটি শক্তি বাড়িয়ে তামিলনাড়ুর দিকে অভিমুখ করলেও তার প্রভাবে আগামী সপ্তাহের বৃহস্পতি-শুক্রবার নাগাদ দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।