Homeখবররাজ্যকলকাতা মেডিক্যাল কলেজে মহিলার মাথায় হাতুড়ির আঘাত আরেক মহিলার! নেপথ্যে কি পরকীয়া?

কলকাতা মেডিক্যাল কলেজে মহিলার মাথায় হাতুড়ির আঘাত আরেক মহিলার! নেপথ্যে কি পরকীয়া?

প্রকাশিত

খাস কলকাতার মেডিক্যাল কলেজ হাসপাতালে ঘটে গেল রক্তারক্তি কাণ্ড। এক মহিলার মাথায় হাতুড়ির আঘাত করলেন আরেক মহিলা। সোমবার দুপুরে ঘটে যাওয়া এই ঘটনায় হাসপাতালের অন্দরে চাঞ্চল্য ছড়িয়েছে। আহত মহিলার নাম প্রিয়াঙ্কা মজুমদার। অনেকের সন্দেহ, বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে এই কাণ্ড!

ঘটনায় প্রকাশ, খড়দহের বাসিন্দা এক মেডিক্যাল রিপ্রেজেন্টেটিভ এদিন সকালে মেডিক্যাল কলেজে এসেছিলেন। সেখানেই ওই ব্যক্তি ও এক মহিলাকে (অনুমান ওই ব্যক্তির বান্ধবী) একসঙ্গে দেখে ফেলেন তাঁর স্ত্রী। ক্ষোভে ফুঁসতে ফুঁসতে তিনি তাঁদের সামনে গিয়ে কথা বলতে চান। তবে স্বামী ও ওই মহিলা কোনও কথাই বলতে চাননি। এরপর প্রিয়াঙ্কা ওই মহিলাকে হাসপাতালের বাইরে নিয়ে গিয়ে বিষয়টি নিয়ে কথা বলতে গেলে আচমকাই হামলা চালান ওই মহিলা।

অভিযোগ, ব্যাগ থেকে হাতুড়ি বের করে সজোরে প্রিয়াঙ্কার মাথায় আঘাত করা হয়। মুহূর্তে ফেটে যায় মাথা, রক্তাক্ত অবস্থায় পড়ে যান তিনি। আশপাশের লোকজন হতভম্ব হয়ে পড়েন। পরে তাঁকে উদ্ধার করে হাসপাতালে প্রাথমিক চিকিৎসা করানো হয়।

আহত প্রিয়াঙ্কার অভিযোগ, তিনি শুধু কথা বলতে চেয়েছিলেন, তখনই তাঁকে গালিগালাজ করা হয় এবং তারপর হামলা চালানো হয়। তাঁর মতে, সাত বছরের দাম্পত্য জীবন নষ্ট করেছে স্বামীর পরকীয়া। তিনি স্বামীর বিরুদ্ধেও ষড়যন্ত্রের অভিযোগ তুলেছেন। হামলার পর থেকেই তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানিয়েছেন।

এদিকে, সরকারি হাসপাতালে বহিরাগতদের প্রবেশের ক্ষেত্রে বিধিনিষেধ থাকলেও কী ভাবে ওই এমআর মেডিক্যাল কলেজের এজরা বিল্ডিংয়ে ঢুকলেন, তা নিয়েও প্রশ্ন উঠেছে। হাসপাতাল কর্তৃপক্ষ এই ঘটনাকে ‘অনভিপ্রেত’ বলে দাবি করেছেন। পুলিশ ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

দুর্গাপুজোর মুখে কলকাতায় প্রধানমন্ত্রী মোদী, ১৪-১৫ সেপ্টেম্বর একাধিক রাস্তায় ট্রাফিক বিধিনিষেধ

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফর উপলক্ষে ১৪ ও ১৫ সেপ্টেম্বর কলকাতায় একাধিক রাস্তায় ট্রাফিক বিধিনিষেধ জারি করল পুলিশ। জানুন কোন রাস্তায় কবে নিষেধাজ্ঞা থাকবে।

পূজোর আগে বড় পরিবর্তন, শিয়ালদহ স্টেশনে চালু হচ্ছে যানবাহনের জন্য পৃথক লেন

শিয়ালদহ স্টেশনের সামনে যানবাহনের জন্য আলাদা লেনের পরীক্ষা শুরু করল ইস্টার্ন রেলওয়ে। অটো, ট্যাক্সি, প্রাইভেট কার ও পার্কিং জোনের জন্য থাকছে আলাদা লেন। পূজোর আগেই কার্যকর হবে ব্যবস্থা।

নেপালের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হতে চলেছেন সুশীলা কার্কি

সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কি হতে চলেছেন নেপালের প্রথম মহিলা প্রধানমন্ত্রী। জানুন তাঁর জীবনের পথচলা, সংগ্রাম ও সাফল্যের কাহিনি।

বীরভূমে পাথর খাদানে ধস, মৃত্যু ৬ শ্রমিকের; আহত ৫

বীরভূমের পাথর খাদানে ধস নেমে মৃত্যু হল অন্তত ৬ জন শ্রমিকের। আহত ৫ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। উদ্ধারকাজে নেমেছে পুলিশ ও স্থানীয়রা।

আরও পড়ুন

পুরসভায় নিয়োগ দুর্নীতি মামলায় ছ’মাসে তদন্ত শেষের নির্দেশ, অয়ন শীলের জামিনের আর্জি খারিজ সুপ্রিম কোর্টে

পুরসভায় নিয়োগ দুর্নীতি মামলায় ছ’মাসের মধ্যে তদন্ত শেষ করার নির্দেশ সুপ্রিম কোর্টের। অভিযুক্ত অয়ন শীলের জামিনের আবেদন খারিজ, ছ’মাস পরে ফের আবেদন করা যাবে।

প্রতিবাদে উত্তপ্ত নেপাল, অবশেষে খোলা হল পানিটাঙ্কি সীমান্ত; ঘরে ফিরলেন ৪২০-র বেশি ভারতীয়

নেপালের অশান্তির জেরে কয়েকদিন বন্ধ থাকার পর অবশেষে খোলা হল পানিটাঙ্কি সীমান্ত। ৪২০-র বেশি ভারতীয় ফিরলেন দেশে, পেরোল ৫৬০-রও বেশি নেপালি নাগরিক।

পুজোর আগে সুখবর, সরকারি কর্মীদের জন্য এলটিসি-এইচটিসির মেয়াদ বাড়ল এক বছর

রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় সিদ্ধান্ত নিল নবান্ন। এলটিসি ও এইচটিসির মেয়াদ বাড়িয়ে ২০২৬ সালের ৩১ অক্টোবর পর্যন্ত করা হল। আগামী এক বছরের মধ্যে যাঁরা সুবিধা নিতে পারেননি, তাঁরা তা ব্যবহার করতে পারবেন।