Homeখবররাজ্যযোগেশচন্দ্র আইন কলেজে প্রাক্তনীদের প্রবেশে নতুন বিধিনিষেধ, কসবাকাণ্ডের আবহে ছাত্র সংসদের নির্দেশিকা

যোগেশচন্দ্র আইন কলেজে প্রাক্তনীদের প্রবেশে নতুন বিধিনিষেধ, কসবাকাণ্ডের আবহে ছাত্র সংসদের নির্দেশিকা

প্রকাশিত

কলেজ চত্বরে প্রাক্তনদের অবাধ প্রবেশ নিয়ে পাঁচ মাস আগেই নির্দেশ দিয়েছিল কলকাতা হাই কোর্ট। সেই নির্দেশের পরও ফের কসবাকাণ্ডের অভিঘাত পড়ল দক্ষিণ কলকাতার যোগেশচন্দ্র চৌধুরী আইন কলেজে।

কসবায় আইন কলেজের এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে প্রাক্তন ছাত্র এবং শাসক দলের দাপুটে ছাত্রনেতার নাম উঠে আসার পরে রাজ্যের কলেজ মহলে প্রাক্তনীদের ভূমিকা নিয়ে বিতর্ক তুঙ্গে। এই পরিস্থিতিতে এবার নতুন নির্দেশিকা জারি করল যোগেশচন্দ্র কলেজের ছাত্র সংসদ।

নতুন নিয়ম অনুযায়ী, কলেজের যে কোনও অনুষ্ঠানে প্রাক্তনীদের উপস্থিতি এখন থেকে কঠোরভাবে নিয়ন্ত্রিত হবে। সরস্বতীপুজো, প্রাক্তনীদের ফুটবল বা ক্রিকেট ম্যাচের মতো গুটি কয়েকটি ক্ষেত্রে শুধুমাত্র পাঁচ বছরের মধ্যে পাশ করা প্রাক্তনরা কলেজে ঢোকার অনুমতি পাবেন।

ছাত্র সংসদ জানিয়েছে, কোনও প্রাক্তনী যদি বিশেষ কৃতিত্বের নজির স্থাপন করে থাকেন, তবে পাঁচ বছরের মধ্যেই তাঁর ক্ষেত্রেও ছাড় মিলবে। অর্থাৎ, দীর্ঘদিনের প্রাক্তনীরা কোনও অনুমতি ছাড়া আর কলেজ চত্বরে ঢুকতে পারবেন না।

ছাত্র সংসদের এক প্রতিনিধি বলেন, ‘‘বর্তমান পরিস্থিতিতে কলেজ ক্যাম্পাসের সুরক্ষা এবং পরিবেশ বজায় রাখাই আমাদের প্রধান লক্ষ্য।’’

প্রসঙ্গত, গত ফেব্রুয়ারিতে সরস্বতীপুজোয় বহিরাগতদের নিয়ে সংঘর্ষের পর কলকাতা হাই কোর্ট কলেজ কর্তৃপক্ষকে স্পষ্ট নির্দেশ দিয়েছিল, প্রাক্তনীদের প্রবেশ নিয়ন্ত্রণে রাখতে। সেই নির্দেশ মেনেই এর আগেও বিধিনিষেধ জারি হয়েছিল। এবার ছাত্র সংসদের নতুন পদক্ষেপে সেই নিয়ন্ত্রণ আরও জোরদার করা হল।

বিশেষজ্ঞ মহলের মতে, এই সিদ্ধান্ত বর্তমান সামাজিক প্রেক্ষাপটে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। রাজ্যের অন্যান্য কলেজেও এর প্রভাব পড়তে পারে বলে ধারণা।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

হজম থেকে হরমোন—গবেষণায় উঠে এল মৌরীর বহুগুণ

খাওয়ার পর অস্বস্তি, গ্যাস, অ্যাসিডিটির সমস্যা কমাতে কার্যকর মৌরী। নতুন গবেষণায় দেখা গেছে, ফাইবার ও অ্যান্টিঅক্সিড্যান্টসমৃদ্ধ মৌরী বিপাকক্রিয়া বাড়ায়, হরমোন নিয়ন্ত্রণ ও ঘুমেরও উন্নতি করে।

‘ভুল ব্যাখ্যা করেছিলাম’, রামমোহনকে‘ব্রিটিশ এজেন্ট’বলার ৪৮ ঘণ্টার মধ্যে ক্ষমা চাইলেন মধ্যপ্রদেশের উচ্চশিক্ষা মন্ত্রী

রাজা রামমোহন রায়কে ‘ব্রিটিশ এজেন্ট’ বলায় চাপে পড়ে ক্ষমা চাইলেন মধ্যপ্রদেশের মন্ত্রী ইন্দর সিংহ পারমার। ভিডিও বার্তায় বললেন—তিনি ভুল ব্যাখ্যা করেছিলেন। কংগ্রেস ও তৃণমূলের তীব্র প্রতিক্রিয়া।

ইডেনের ঘূর্ণিতে লণ্ডভণ্ড ভারত: বাভুমার লড়াই, হারমারের জাদুতে ১২৪ রানও তুলতে পারল না গম্ভীরের দল

ইডেন গার্ডেন্সে চতুর্থ ইনিংসে মাত্র ১২৪ রান তাড়াতে নেমে ভেঙে পড়ল ভারত। টেম্বা বাভুমার লড়াই এবং সাইমন হারমারের স্পিনে ব্যর্থ হল রাহুল-পন্থরা। সিরিজ় জয়ের সুযোগ শেষ।

দিল্লি বিস্ফোরণ: অবৈধ উপায়ে ২০ লক্ষ টাকা পেয়েছিলেন অভিযুক্ত উমর মহম্মদ, বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে এফআইআর

খবর অনলাইন ডেস্ক: লালকেল্লার কাছে পার্কিং এলাকায় বিস্ফোরণে কমপক্ষে ১৩ জনের মৃত্যু ও ২০...

আরও পড়ুন

একই দিনে ডায়াবেটিস সচেতনতা ও রসগোল্লা উদ্‌যাপন: বৈপরীত্যে মাখা ১৪ নভেম্বর

খবর অনলাইন ডেস্ক: ১৪ নভেম্বর তো শিশু দিবস। কিন্তু এ দিন এক অদ্ভুত মিলনমেলার...

মমতা বন্দ্যোপাধ্যায়কে জাপানের বিশ্ববিদ্যালয়ের তরফে সাম্মানিক ডি লিট প্রদান, মুখ্যমন্ত্রীর ঝুলিতে চারটি সম্মান  

খবর অনলাইন ডেস্ক: নারীর সক্ষমতায়ন এবং আধুনিক পশ্চিমবঙ্গ রূপায়ণে তাঁর অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ জাপানের...

তিন বছর পর ঘরে ফেরা: জেলমুক্ত পার্থ চট্টোপাধ্যায়, হাসপাতাল থেকে নাকতলায় ফিরতেই ভিড়ে স্লোগান ‘পার্থদা জিন্দাবাদ’

তিন বছর তিন মাস ১৯ দিন পর মুক্তি পেলেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। বাইপাসের ধারের হাসপাতাল থেকে মঙ্গলবার দুপুরে হুইলচেয়ারে বেরিয়ে আসেন তিনি। আবেগে কেঁদে ফেলেন পার্থ, নাকতলায় বাড়িতে ফিরতেই অনুগামীদের স্লোগান— “পার্থদা জিন্দাবাদ।”