সম্প্রতি অ্যাকাডেমি অব ফাইন আর্টসে হয়ে গেল শিল্পী ঈশিতা চাকলানবীশের একক চিত্রকর্মের প্রদর্শনী। আর্ট কলেজে ছাত্রী নয়। ছোট থেকে ছবিকে ভালবেসে রঙ-তুলি ধরা। পারিবারিক ঐতিহ্য আর বাবার প্রেরণাতে জারিত হওয়া শিল্পপ্রেম সংসার করার পরও নষ্ট হয়নি। ছেলের অঙ্কন শিক্ষকের কাছে ফের রং-তুলি নিয়ে অঙ্কন চর্চা। সেই শিক্ষকের উৎসাহেই এই চিত্রকর্মের প্রদর্শনী।
গত ২২ অগস্ট এই প্রদর্শনীর উদ্বোধন করেন বিশিষ্ট শিল্পী শুভাপ্রসন্ন। এই প্রদর্শনীতে উপস্থিত ছিলেন আলোকচিত্র শিল্পী অতনু পাল।
শিল্পী ঈশিতা চাকলানবীশের কথায়, ‘ছবির মধ্যে দিয়ে নিজের ভাবনাকে মেলে ধরলাম।
ছবি আঁকার চর্চা অনেকদিন ধরে চলার পর আমার শিক্ষকের উৎসাহে এই প্রদর্শনীর ভাবনা শুরু হয়। আমার এই প্রদর্শনী তারই প্রকাশ। এই প্রদর্শনীর উদ্দেশ্য ছবিতে ত্রুটি বা ফাঁকগুলিকে যাতে চিনতে পারি।’