Homeনাটকক্যানডিড থিয়েটারের প্রযোজনায় মঞ্চস্থ হল জীবনানন্দের ‘মাল্যবান’  

ক্যানডিড থিয়েটারের প্রযোজনায় মঞ্চস্থ হল জীবনানন্দের ‘মাল্যবান’  

প্রকাশিত

অজন্তা চৌধুরী

জীবনানন্দ দাশের উপন্যাস অবলম্বনে ও ক্যানডিড থিয়েটারের প্রযোজনায় সম্প্রতি থিয়ে অ্যাপেক্স-এ মঞ্চস্থ হল অন্তরঙ্গ নাট্য ‘মাল্যবান’। প্রথাগত সাহিত্যিক কাঠামোর মধ্যে নিজেকে বাঁধতে পারেননি জীবনানন্দ দাশ। তাঁর রচনাগুলি প্রায়ই আত্মজৈবনিক উপাদান এবং দাম্পত্য ও দাম্পত্য-বহির্ভূত সম্পর্কের টানাপোড়েনে, প্রেমে-অপ্রেমে, দাম্পত্যক্লান্ত নরনারীর অতৃপ্ত জীবনের যন্ত্রণায় বিধুর। অসফল প্রেম, অতৃপ্ত দাম্পত্য, দারিদ্র তাঁর লেখাগুলোকে পৌনঃপুনিকতায় ক্লান্ত করে সাধারণের কাছে।

১৯৩২ সালের ১৪ এপ্রিলের দিনলিপিতে জীবনানন্দ নিজেই লিখছেন, “আমার গল্প এবং লেখাগুলো প্লটবিহীন এই অভিযোগ প্রসঙ্গে: জীবনটাই তো প্লটবিহীন, কেবল চক্রান্তকারীরাই ষড়যন্ত্র (প্লট) করে।” তাই ১৯৪৮ সালে লেখা তার ‘মাল্যবান’ প্রকাশিত হয় ১৯৭৩ সালে। সমকালে প্রত্যাখ্যাত হলেও পরবর্তী সময়ে জীবনানন্দ দাশের গদ্যসাহিত্য নিয়ে চর্চা হয়েছে বিস্তর।

ক্যানডিড থিয়েটার তাদের নবতম প্রযোজনার আধার হিসেবে বেছে নিয়েছে এই উপন্যাসটিকে। মাল্যবান নাটকটির নির্দেশনা ও নাট্যরূপ দিয়েছেন সুদীপ্ত ভূঁইয়া। এর আগেও জীবনানন্দের কাহিনিকে আশ্রয় করে নাট্য প্রযোজনা মঞ্চস্থ হয়েছে কলকাতা শহরে। জীবনানন্দ কখনো-কখনো চরিত্র হিসেবে উপস্থিত হয়েছেন বাংলার রঙ্গমঞ্চে। কিন্তু ক্যান্ডিড থিয়েটার তাদের প্রযোজনাটি গড়ে তুলেছে অন্তরঙ্গ পরিসরে, যা এর আগে কখনো হয়নি।

এ প্রসঙ্গে নাটকটির পরিচালক সুদীপ্ত ভূঁইয়া জানান, “জীবনানন্দ দাশের লেখাগুলির স্বকীয়তাই হল তার অন্তরঙ্গতা। যেখানে ঘটনার থেকেও অনুভূতি অনেক বেশি প্রাধান্য পায়।”

‘মাল্যবান’ উপন্যাসের কাহিনির কেন্দ্রবিন্দুতে রয়েছে সামাজিক জীবনে প্রতিষ্ঠা না পাওয়া, দাম্পত্যজীবনে নিদারুণ ভাবে অসফল একজন মানুষ মাল্যবান এবং তাঁর বিপরীতমুখী স্বভাবের স্ত্রী উৎপলা। সামাজিক জীবনে মাল্যবানের প্রতিষ্ঠাহীনতা, শান্ত স্বভাব তাঁর স্ত্রী উৎপলার কাছে সম্পূর্ণ অগ্রহণযোগ্য। একসঙ্গে ঘর-সংসার করলেও মাল্যবান-উৎপলার দাম্পত্যজীবনে সুখের ছোঁয়া নেই। আছে শুধু না পাওয়ার বেদনা, হতাশা। স্বামী-স্ত্রীর সম্পর্কটা কোনো ভাবে যেন টিকে আছে। তাঁদের মধ্যেকার যোজন যোজন দূরত্ব সুস্পষ্ট হলেও, কোথাও গিয়ে আবার একসঙ্গে থাকার তাগিদও রয়েছে তাঁদের। এত তিক্ততার মধ্যেও মাল্যবান কোনো ভাবে পার করছে তার জীবন।

কিন্তু এই নাটক শুধু হতাশার কথাই বলে না বরং আশাবাদের কথাই শোনায় শেষ পর্যন্ত। মাল্যবানের প্রত্যাশা, সংসারে সুখ হয়তো আসবে একটা সময়। আসলে আমরা তো এ ভাবেই বেঁচে থাকি কোনো খড়কুটোকে আশ্রয় করে। আমাদের চারপাশেও মাল্যবান-উৎপলার মতো অনেক দম্পতি রয়েছেন যারা নিত্যকার দাম্পত্যজীবনে হতাশাকে সঙ্গী করে বেঁচে আছেন। এ নাটক তাই দর্শককে নিজের মুখোমুখিও দাঁড় করায়। তাই মাল্যবান সহজেই ব্যক্তিগত স্তর থেকে উত্তীর্ণ হয় আন্তর্জাতিকতায়। মাল্যবানের হতাশা আসলে সমাজ-রাজনীতির সঙ্গে ব্যক্তি মানুষের বোঝাপড়ার গল্প।

এই ‘মাল্যবান’ উপন্যাসে উঠে আসে জীবনানন্দ দাশের ব্যক্তিসত্তাও। এই প্রযোজনাটিতে অভিনেতারাও তাঁদের ব্যক্তিগত অভিজ্ঞতা ও অনুভূতিগুলিকে আশ্রয় করে নাট্যের মূল বিষয়টিকে তুলে ধরেছেন। এই সময়েও মানুষ বড়ো একা হয়ে যাচ্ছে। তাই ‘মাল্যবান’ নাট্য প্রযোজনাটি খুব প্রাসঙ্গিক হয়ে ওঠে। অন্তরঙ্গ পরিসরে দর্শক ও অভিনেতাদের মধ্যেকার শারীরিক নৈকট্যের কারণে অনুভূতিগুলো সহজেই পৌঁছে যায় দর্শকদের কাছে।

মাল্যবানের চরিত্রে দেবাশিস দত্তর অভিনয় অনবদ্য। উৎপলার ভূমিকায় মৌমিতা ভুইয়ার অভিনয়ও উল্লেখের দাবি রাখে। শ্রীরঙ্গ চরিত্রে সুদীপ্ত ভুঁইয়া যথাযথ। এ ছাড়াও অভিনয়ে ছিলেন মোনালিসা সাধুখাঁ, অনন্যা মণ্ডল ও পার্বতী পাল।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

টাইপ টু ডায়াবেটিস নিয়ন্ত্রণে সূর্যের আলোই হতে পারে গোপন অস্ত্র, বলছে নতুন গবেষণা

নতুন গবেষণায় দাবি, প্রতিদিন কিছু সময় সূর্যের আলোয় থাকলে টাইপ টু ডায়াবেটিস প্রতিরোধ ও নিয়ন্ত্রণে উল্লেখযোগ্য উপকার মিলতে পারে। কী বলছেন গবেষকরা?

প্রয়াত বর্ষীয়ান রবীন্দ্রসঙ্গীত শিল্পী অর্ঘ্য সেন, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর

প্রয়াত হলেন বর্ষীয়ান রবীন্দ্রসঙ্গীত শিল্পী অর্ঘ্য সেন। ৯০ বছর বয়সে শিল্পীর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

কেষ্টপুরের সুকান্ত পার্কে হয়ে গেল ‘নহলী’র একাদশ অন্তরঙ্গ নাট্যোৎসবের দ্বিতীয় পর্যায়

অজন্তা চৌধুরী কেষ্টপুরের সুকান্ত পার্কে ‘নহলী’র নিজস্ব অন্তরঙ্গ প্রাঙ্গণ ‘বেলাভূমি’তে হয়ে গেল ‘নহলী’র একাদশ অন্তরঙ্গ...

ট্রেনে অগ্রিম আসন সংরক্ষণ বুকিংয়ে বড়ো পরিবর্তন: জেনে নিন বিস্তারিত

খবর অনলাইন ডেস্ক: যাত্রী পরিষেবা আরও স্বচ্ছ ও সুরক্ষিত করতে ট্রেনের অগ্রিম টিকিট বুকিং...

আরও পড়ুন

কেষ্টপুরের সুকান্ত পার্কে হয়ে গেল ‘নহলী’র একাদশ অন্তরঙ্গ নাট্যোৎসবের দ্বিতীয় পর্যায়

অজন্তা চৌধুরী কেষ্টপুরের সুকান্ত পার্কে ‘নহলী’র নিজস্ব অন্তরঙ্গ প্রাঙ্গণ ‘বেলাভূমি’তে হয়ে গেল ‘নহলী’র একাদশ অন্তরঙ্গ...

গিরিশ মঞ্চে শুরু অষ্টম জাতীয় নাট্য উৎসব, উদ্বোধন করলেন ব্রাত্য বসু

গিরিশ মঞ্চে মিনার্ভা নাট্যসংস্কৃতি চর্চাকেন্দ্র ও তথ্য ও সংস্কৃতি বিভাগ, পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে শুরু হল অষ্টম জাতীয় নাট্য উৎসব। উদ্বোধনে উপস্থিত ছিলেন ব্রাত্য বসু, শশী পাঁজা-সহ বিশিষ্টজনেরা।

আলোচনাসভা ও নাট্যাভিনয়ের মাধ্যমে তৃপ্তি মিত্রের শততম জন্মবার্ষিকী পালন করল ‘বালার্ক নিমতা’

খবর অনলাইন ডেস্ক: বাংলা থিয়েটারের অন্যতম শ্রেষ্ঠ অভিনেত্রী, নির্দেশক ও নাট্যকার তৃপ্তি মিত্রের শততম...