Homeনাটক'বালার্ক'র উপভোগ্য উপস্থাপনা ‘বল্লভপুরের উপকথা’

‘বালার্ক’র উপভোগ্য উপস্থাপনা ‘বল্লভপুরের উপকথা’

প্রকাশিত

নিজস্ব প্রতিনিধি: গত ৬ সেপ্টেম্বর প্যারীমোহন লাইব্রেরির মঞ্চে হয়ে গেল ‘বালার্ক’ নিমতা প্রযোজিত নাটক ‘বল্লভপুরের উপকথা’ নাটকটি। এ দিন শিক্ষক দিবস উপলক্ষে একটি বিশেষ নাট্যসন্ধ্যার আয়োজন করেছিল বালার্ক। নাটকের উপস্থাপনার পাশাপাশি বিশেষ সংবর্ধনা দেওয়া হয় এলাকার প্রবীণ শিক্ষিকা কাকলি বসু মহাশয়াকে।

এক ঘন্টা কুড়ি মিনিট দৈর্ঘ্যের নাটক ‘বল্লভপুরের উপকথা’ রচনা করেছেন বসন্ত পাথ্রডকর। প্রচেত গুপ্তের একটি গল্প থেকে কাহিনিসূত্র ধার করেছেন বলে তিনি জানালেন। এই নাটকটি তিনিই নির্দেশনা দিয়েছেন। নাটকের একদম শুরুতেই ঘোষণার মাধ্যমে জানিয়ে দেওয়া হয়, বাদল সরকার লিখিত অতি বিখ্যাত নাটক ‘বল্লভপুরের রূপকথা’-র সঙ্গে এই নাটকের নামের নৈকট্য থাকলেও, সেই নাটকের সঙ্গে এই নাটকের কোনো মিল নেই।

নাটকে বল্লভপুর নামে কোনো এক কাল্পনিক গ্রামের কথা রয়েছে। রয়েছে সেই গ্রামের সহজ সরল মেয়ে আরতির কথা এবং তার স্বামী কলকাতা নিবাসী দুশ্চরিত্র-লম্পট কার্তিকের কথা। কার্তিক মিথ্যে কথার জালে ফাঁসিয়ে গ্রামের মেয়ে আরতিকে বিয়ে করে নিয়ে যায় কলকাতায়। শ্বশুরের মৃত্যুর পর সম্পত্তির লোভে বল্লভপুরে এসে দালালির পেশায় যুক্ত হয়ে পড়ে। এর পর একসময় টাকার জন্য সে বেচে দেয় নিজের স্ত্রী আরতিকেই, আর রেপ হয়ে খুন হয়ে যায় আরতি।

আরতির মৃত্যুর পরেই ঘটনা অন্য দিকে বাঁক নেয়। একেবারে আচমকা কিছু অভূতপূর্ব পরিস্থিতি নাটকে তৈরি হয় আর এখানেই নাটকটি হয়ে ওঠে উপভোগ্য। সম-সময়ের কথা বিভিন্ন সময়ে নাটকের সংলাপে ফুটে উঠেছে।

চরিত্রাভিনেতারাও নিজেদের ভূমিকা পালনে যথেষ্ট দক্ষতার ছাপ রেখেছেন। বিশেষত আরতির ভূমিকায় পূজা কুণ্ডু, অফিসারের ভূমিকায় সন্দীপ মুখার্জি, গৌতম গোলদারের ভূমিকায় সব্যসাচী বসু, আরতির বাবার ভূমিকায় নির্মল সরদার আর মগনলালের ভূমিকায় সত্যম পাণ্ডে ভালো অভিনয় করেছেন। তবে আলোক পরিকল্পনা আর মঞ্চ নিয়ে আরও ভাবনার অবকাশ রয়েছে।

আরও পড়ুন:

শান্তিনিকেতনের কাছে ফুলডাঙার ‘সারদা পাঠশালা’র উদ্যোগে শামিল বালার্ক থিয়েটার

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

এসআইআরের আগে রাজ্যে বড়সড় প্রশাসনিক রদবদল, বদলি ১০ জেলাশাসক-সহ ১৭ আমলা

এসআইআর শুরুর আগেই রাজ্যে প্রশাসনিক রদবদল। বদলি ১০ জেলাশাসক ও একাধিক এডিএম। নবান্নের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সংবেদনশীল জেলাগুলিতে বিশেষ নজর। বিধানসভা ভোটের আগে রাজনৈতিক মহলে জল্পনা।

বুথভিত্তিক তুলনায় মিল মাত্র ৫৫%! এসআইআরে নাম কাটা যেতে পারে প্রায় ১ কোটি ভোটারের

২০০২ সালের ভোটার তালিকার সঙ্গে বর্তমান তালিকার মিল মাত্র ৫৫ শতাংশ। এসআইআরের পর প্রায় ১ কোটি ভোটারের নাম বাদ পড়তে পারে বলে আশঙ্কা নির্বাচন কমিশনের। জল্পনা ছড়িয়েছে রাজ্য রাজনীতিতে।

মুড়ি, চিঁড়ে, খই— দেশি খাবারেই লুকিয়ে স্বাস্থ্যরহস্য

বাঙালির প্রিয় মুড়ি, চিঁড়ে ও খই শুধু দেশি খাবার নয়, এগুলিতে আছে অসাধারণ পুষ্টিগুণ। ওজন নিয়ন্ত্রণ থেকে ক্যানসার প্রতিরোধ— জানুন এই তিন ঐতিহ্যবাহী খাবারের স্বাস্থ্য উপকারিতা।

নেলি হত্যাকাণ্ডের রিপোর্ট প্রকাশের সিদ্ধান্তে বিতর্ক: চার দশক পর নতুন করে উদ্বেগ ও আশঙ্কা

অরূপ চক্রবর্তী, গুয়াহাটি: অসম সরকার ১৯৮৩ সালের ভয়াবহ নেলি গণহত্যার তিওয়ারি কমিশনের রিপোর্ট প্রকাশের...

আরও পড়ুন

শিবরামের ‘প্রাণকেষ্টর প্রাণান্ত’ এবং কবিগুরুর ‘তোতা কাহিনী’ অবলম্বনে সফল নাটক মঞ্চস্থ করল ‘চণ্ডীতলা প্রম্পটার’  

অজন্তা চৌধুরী ‘চণ্ডীতলা প্রম্পটার’-এর প্রযোজনায় ১৪ মে মধুসূদন মঞ্চে মঞ্চস্থ হয়ে গেল ‘প্রাণকেষ্টর প্রাণান্ত’ ও...

ক্যানডিড থিয়েটারের প্রযোজনায় মঞ্চস্থ হল জীবনানন্দের ‘মাল্যবান’  

অজন্তা চৌধুরী জীবনানন্দ দাশের উপন্যাস অবলম্বনে ও ক্যানডিড থিয়েটারের প্রযোজনায় সম্প্রতি থিয়ে অ্যাপেক্স-এ মঞ্চস্থ হল...

২৫ বৈশাখে নাট্যজন হরিমাধব মুখোপাধ্যায়কে স্মরণ করল ‘বালার্ক’

সাধারণভাবে ২৫ বৈশাখে রবীন্দ্রনাথকে ‘ঠাকুর’ হিসেবে পূজা করার প্রবণতা দেখা যায়, কিন্তু বালার্ক গত কয়েক বছর ধরে কবির আদর্শ ও শিক্ষাচিন্তাকে পাথেয় করে ভিন্ন আঙ্গিকে রবীন্দ্রজয়ন্তী পালন করে আসছে।