Home অনুষ্ঠান কলকাতা জিপিও-র ২৫০ বছর পূর্তি, বিশেষ লোগো এবং পোস্ট কার্ড উদ্বোধন

কলকাতা জিপিও-র ২৫০ বছর পূর্তি, বিশেষ লোগো এবং পোস্ট কার্ড উদ্বোধন

0
বিশেষ লোগোর উদ্বোধন। ছবি: রাজীব বসু

কলকাতা জিপিও (জেনারেল পোস্ট অফিস)-র আড়াইশো বছর পূর্তি উপলক্ষে একটি বিশেষ লোগো এবং বিশেষ পোস্ট কার্ড উদ্বোধন করা হল যোগাযোগ ভবনে। উদ্বোধন করেন পশ্চিমবঙ্গ সার্কেলের প্রধান পোস্ট মাস্টার নীরজ কুমার।

মঙ্গলবারের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অখিলেশকুমার পাণ্ডে (পোস্ট মাস্টার জেনারেল, উত্তরবঙ্গ ও সিকিম), সঞ্জীব রঞ্জন (পোস্ট মাস্টার জেনারেল, কলকাতা অঞ্চল), সুপ্রিয় ঘোষ (পোস্ট মাস্টার জেনারেল, পশ্চিমবঙ্গ সার্কেল), এসএস কুজুর (পোস্ট মাস্টার জেনারেল, উত্তরবঙ্গ অঞ্চল), অরবিন্দ ভার্মা (পোস্ট মাস্টার জেনারেল, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ), প্রমুখ।

পশ্চিমবঙ্গ সার্কেলের প্রধান পোস্ট মাস্টার নীরজ কুমার বলেন, “আড়াইশো বছরের এই যাত্রায় বহু বাধা এসেছে কলকাতা জিপিও-র সামনে। অনেকবার বদল করতে হয়েছে অফিস। এখন আর সেভাবে চিঠির চল নেই। তবে শহর থেকে প্রত্যন্ত গ্রাম সব জায়গায় সাধারণ মানুষের সেবায় পৌঁছে গিয়েছে কলকাতার ডাকবিভাগ। মানি অর্ডার থেকে পার্সেল পৌঁছে দেওয়া, বিভিন্ন বিমা করানো, কেন্দ্রের বিভিন্ন পরিকল্পনা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিচ্ছে কলকাতা জিপিও। যুগের সঙ্গে ডাকবিভাগকেও আমরা ডিজিটাল করে তুলেছি।” 

প্রসঙ্গত, কলকাতা জিপিও হল কলকাতার কেন্দ্রীয় এবং পশ্চিমবঙ্গের প্রধান ডাকঘর। এই ডাকঘরের মাধ্যমেই যাবতীয় চিঠিপত্র ও পার্সেল শহরে আনানেওয়া করা হয়। ১৭৭৪ সালের ৩১ মার্চ বাংলার তৎকালীন গভর্নর জেনারেল লর্ড ওয়ারেন হেস্টিংসের হাত ধরে ফোর্ট উইলিয়ামে যাত্রা শুরু হয়েছিল কলকাতা জিপিও-র। এর পর দেখতে দেখতে কেটে গিয়েছে আড়াইশো বছর। আগামী ৩১ মার্চ আড়াইশো বছরের বর্ষপূর্তি হচ্ছে।

আরও পড়ুন: ৪০০ টাকার মধ্যে এই ৮ টি ব্র্যান্ড থেকে নিতে পারেন পছন্দের পারফিউম

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version