Homeঅনুষ্ঠানরাখিপূর্ণিমায় ত্রিগুণা সেন মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠান ‘সবারে করি আহ্বান’

রাখিপূর্ণিমায় ত্রিগুণা সেন মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠান ‘সবারে করি আহ্বান’

প্রকাশিত

অজন্তা চৌধুরী

১৯ আগস্ট রাখিপূর্ণিমার শুভ দিনে অভীক মল্লিক সংগীত অ্যাকাডেমির (AMSA) আয়োজনে এবং অভীক মল্লিকের ভাবনা ও পরিকল্পনায় যাদবপুর, ত্রিগুণা সেন মঞ্চে অনুষ্ঠিত হয় গেল এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। যার শিরোনাম ছিল ‘সবারে করি আহ্বান’। সৌগত শঙ্খ বণিকের মন্ত্রগান দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়।

এ বছর সুচিত্রা মিত্র এবং কণিকা বন্দ্যোপাধ্যায়ের শতবর্ষ। তাই এই দুই কিংবদন্তি শিল্পীকে শ্রদ্ধা জানিয়ে এবং রাখিপূর্ণিমা উপলক্ষ্যে অভীক মল্লিক সংগীত অ্যাকাডেমির ছাত্রীরা শুরুতে পরিবেশন করেন ‘সুরের গুরু দাও গো সুরের দীক্ষা’ এবং ‘প্রভু আজি তোমার’ এই দুটি রবীন্দ্রসঙ্গীত। এরপর মঞ্চে পালিত হয় রাখিবন্ধন উৎসব।

‘অভীক মল্লিক সংগীত অ্যাকাডেমি ২০২৪’ সম্মান প্রদান করা হল লীনা গঙ্গোপাধ্যায় ও অভিজিৎ বসুকে।

অনুষ্ঠানে অভীক মল্লিক বলেন, “আজ এই রাখিপূর্ণিমার পুণ্য তিথিতে অভীক মল্লিক সংগীত অ্যাকাডেমি তার একটা নতুন যাত্রা শুরু করল। আমার সংগীতজীবনে গুরু হিসেবে পেয়েছি সুচিত্রা মিত্র, রমা মণ্ডল, পূর্বা দাম, প্রমিতা মল্লিক, স্বপ্না ঘোষাল, অর্ঘ্য সেন এবং অভিজিৎ বসু-সহ আরও অনেক বিশিষ্ট শিল্পীকে। গুরুদের কাছ থেকে যা পেয়েছি সেটাই বয়ে নিয়ে চলেছি। ছাত্রছাত্রীদের আবার নতুন করে একটা পথ দেখানোর চেষ্টা করব। ১২ বছর হয়ে গেল কলকাতা-সহ বিদেশের নানান জায়গায় গান শেখানো, ওয়ার্কশপ করানো এবং রবীন্দ্রনাথের গানকে সঠিক স্বরলিপি মেনে গাওয়ানোর চেষ্টা করে যাচ্ছি। এই নিয়ে এবং বাংলা সংগীত নিয়ে আরও অনেক কাজ করতে চাই।”

সবাইকে নিয়ে একটা সূত্রে গাঁথা ছিল আজকের এই অনুষ্ঠান – ‘সবারে করি আহ্বান’। এদিন সম্মেলক সংগীত পরিবেশনে ছিল অভীক মল্লিক সংগীত অ্যাকাডেমি, কসমিক হারমোনি শিল্পীদল, নব রবি কিরণ সংগীত শিক্ষায়তন এবং রমা রম্যবীণা শিল্পীদল। একক সংগীত পরিবেশন করেন শমীক পাল এবং সিসপিয়া ব্যানার্জি।

এদিন ‘অভীক মল্লিক সংগীত অ্যাকাডেমি ২০২৪’ সম্মান প্রদান করা হয় লোকসংগীত শিল্পী অভিজিৎ বসু, মেয়র পারিষদ দেবাশিস কুমার, পশ্চিমবঙ্গ মহিলা কমিশনের চেয়ারপার্সন তথা লেখক, পরিচালক লীনা গঙ্গোপাধ্যায়, নব নালন্দার অধ্যক্ষ অরিজিৎ মিত্র এবং কসমিক হারমোনির প্রাণপুরুষ সুমন চট্টোপাধ্যায়কে। সঞ্চালনায় ছিলেন অমৃতা দাস ভৌমিক। অনুষ্ঠান শেষে দেশমাতৃকার প্রতি শ্রদ্ধা জানিয়ে শিল্পী, দর্শক সকলে সমবেত কণ্ঠে পরিবেশন করেন জাতীয় সংগীত ‘জনগণমন-অধিনায়ক জয় হে’।

আরও পড়ুন

ক্যালকাটা জার্নালিস্টস ক্লাবের ৪৬তম বর্ষপূর্তি অনুষ্ঠান, আরজি কর-এর ঘটনায় দোষীদের কঠোর শাস্তি দাবি

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

আলোর উৎসবের প্রস্তুতিতে ব্যস্ত শহর, কালীপুজোর আগে শেষ টান শিল্পীদের তুলিতে

আর মাত্র দিন তিনেক বাকি কালীপুজো ও দীপাবলির। আলোর উৎসবের আগে ব্যস্ত শহর কলকাতা— কোথাও কালীমূর্তিতে তুলির শেষ টান, কোথাও দীপাবলির লাড্ডু তৈরির তোরজোড়। ক্যামেরাবন্দি করলেন চিত্র সাংবাদিক রাজীব বসু।

সুদীপের ৯৮ ও সুমন্তের অপরাজিত ৮২ রানের দৌলতে রনজিতে উত্তরাখণ্ডের বিরুদ্ধে এগিয়ে গেল বাংলা

রনজি ট্রফিতে উত্তরাখণ্ডের বিরুদ্ধে এগিয়ে গেল বাংলা। সুদীপ চট্টোপাধ্যায়ের ৯৮ ও সুমন্ত গুপ্তের অপরাজিত ৮২ রানের দৌলতে প্রথম ইনিংসে ৬১ রানে লিড। শুক্রবার লিড আরও বাড়ানোর লক্ষ্য বাংলার।

বিশ্বের অন্যতম দুর্বল পেনশন ব্যবস্থার তালিকায় ভারত, মার্সার রিপোর্টে উদ্বেগজনক তথ্য

মার্সার সিএফএ ইনস্টিটিউট গ্লোবাল পেনশন ইনডেক্স ২০২৫-এ বিশ্বের অন্যতম দুর্বল পেনশন ব্যবস্থার তালিকায় স্থান পেল ভারত। দেশটির রেটিং ‘Grade D’, যেখানে পেনশন কাঠামোয় বড় ঘাটতি নির্দেশ করেছে রিপোর্ট।

‘জিরো ক্যালরি’ ঠান্ডা পানীয় কি সত্যিই নিরাপদ? নতুন গবেষণায় চাঞ্চল্যকর তথ্য, বাড়ছে ফ্যাটি লিভারের ঝুঁকি

‘জিরো ক্যালরি’ ঠান্ডা পানীয় খেলে ক্ষতি হয় না— এমন ধারণা ভ্রান্ত। সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে, কৃত্রিম শর্করা দেওয়া পানীয় ফ্যাটি লিভারের ঝুঁকি ৫০–৬০% পর্যন্ত বাড়িয়ে দেয়।

আরও পড়ুন

লোকসংগীতের অনন্য ভাণ্ডার নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রে ফোকগুরু দেব চৌধুরী

খবর অনলাইন ডেস্ক: বাঙালি রুজির টানে যেখানে যেখানে বসতি জমিয়েছে, সেখানেই পাড়ি দিয়েছে বাংলার...

আবৃত্তি, গান ও ‘বসে আঁকো’ প্রতিযোগিতার পাশাপাশি রক্তদান ও স্বাস্থ্যপরীক্ষা শিবির পূর্ব পুঁটিয়ারি তরুণ সংঘের

নিজস্ব প্রতিনিধি: মোবাইল যুগেও ছোটোদের যে একটু অন্যরকম ভাবতে শেখানো যায়, তা পূর্ব পুঁটিয়ারি...

শান্তিনিকেতনের কাছে ফুলডাঙার ‘সারদা পাঠশালা’র উদ্যোগে শামিল বালার্ক থিয়েটার

নাটক নিয়ে, স্টোরিটেলিং নিয়ে, মূকাভিনয় নিয়ে বালার্কর সদস্যরা মিশে গিয়েছিলেন সেই পঞ্চান্ন জন কচিকাঁচার সাথে।