Homeঅনুষ্ঠানচিনু দত্তগুপ্ত মেমোরিয়াল ফাউন্ডেশনের উদ্যোগে প্রকৃতি ও বন্যপ্রাণী উৎসব

চিনু দত্তগুপ্ত মেমোরিয়াল ফাউন্ডেশনের উদ্যোগে প্রকৃতি ও বন্যপ্রাণী উৎসব

প্রকাশিত

অজন্তা চৌধুরী

চিনু দত্তগুপ্ত মেমোরিয়াল ফাউন্ডেশনের আয়োজনে কলকাতা সেন্টার ফর ক্রিয়েটিভিটিতে (কেসিসি, KCC) ৫ থেকে ৭ জুলাই তিন দিনব্যাপী অনুষ্ঠিত হয়ে প্রকৃতি ও বন্যপ্রাণী উৎসব। যার পোশাকি শিরোনাম ‘ওয়াইল্ডসোজর্নস নেচার অ্যাওয়ার্ডস অ্যান্ড ফেস্টিভ্যাল ২০২৪’।

এটি ছিল পূর্ব ভারতের একটি বৃহৎ প্রদর্শনী। তিনদিনব্যাপী এই উৎসবে ফিল্ম স্ক্রিনিং, বন্যপ্রাণী চলচ্চিত্র নির্মাণের মাস্টারক্লাস থেকে বন্যপ্রাণী সংরক্ষণ ইত্যাদি নানান বিষয়ে সেমিনারের আয়োজন করা হয়। এ ছাড়াও ছিল আলোকচিত্র প্রদর্শনী।

উৎসবের শেষ দিনে ছিল বন্যপ্রাণী আলোকচিত্র প্রদর্শনীর পুরস্কার বিতরণী অনুষ্ঠান। এই উৎসবের উদ্দেশ্য ছিল প্রকৃতির সৌন্দর্য উদযাপন করা, বন্যপ্রাণী ও প্রকৃতির সঙ্গে মানুষের সম্পর্ক সুদৃঢ় করা। বন্যপ্রাণী সংরক্ষণ, পরিবেশ সংরক্ষণের প্রচার এবং এ বিষয়ে মানুষের মধ্যে সচেতনতা তৈরি করা।

উৎসবে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থমাস বিজয়ন, শিবাঙ্গ মেহেতা, অনীশ আন্ধেরিয়া, সাগর গোসাভি, হিরা পাঞ্জাবি, রিপন বিশ্বাস, কল্লোল মুখার্জি, যশোধন ভাটিয়া, কিরণ পুনাচা, রামাচন্ডিরন গোবিন্দরাজ, বালাজি লোগানাথন, পুষ্কর বসুর মতো পৃথিবীবিখ্যাত ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফার তথা বিশিষ্ট ব্যক্তিত্বরা।

প্রধান অতিথি হিসাবে উৎসবের আনুষ্ঠানিক সূচনা করেন রাজ্যের চিফ প্রিন্সিপ্যাল কনজারভেটর অফ ফরেস্টস এবং হেড অফ ফরেস্ট ফোর্স (PCCF) দেবল রায় এবং চিনু দত্তগুপ্ত মেমোরিয়াল ফাউন্ডেশনের ট্রাস্টি অশোক রায়চৌধুরী। 

ফেস্টিভ্যালের চেয়ারপার্সন এবং চিনু দত্তগুপ্ত মেমোরিয়াল ফাউন্ডেশনের চিফ ট্রাস্টি ড. মেঘ রায়চৌধুরী জানান, “এই ওয়াইল্ডসোজর্নস নেচার অ্যাওয়ার্ডস এশিয়া তথা বিশ্বের মধ্যে একটি বড়ো উৎসব। এই প্রতিযোগিতার জন্য বিশ্বের ৫৭টি দেশ থেকে ২০ হাজারের বেশি আলোকচিত্র এসেছে। এখানে বিভিন্ন বিভাগ মিলিয়ে প্রতিযোগীদের প্রায় ১৬ লক্ষ টাকার পুরস্কার দেওয়া হয়েছে। পরের বছর এই উৎসব আরও বড়ো আকারে করার পরিকল্পনা রয়েছে আমাদের।” তিনদিনব্যাপী এই সমগ্র অনুষ্ঠানটির ব্যবস্থাপনা ও তত্ত্বাবধানে ছিলেন ড: প্রসন্ন এভি।

আরও পড়ুন

২০২৪-এর রেওয়া সারস্বত সন্মাননা পেলেন সংগীতশিল্পী অরিত্র দাশগুপ্ত

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

আমেরিকার নন-ইমিগ্রান্ট ভিসার নিয়ম বদল, ভারতীয়দের জন্য বাড়ল বি১-বি২ ভিসার অপেক্ষার সময়

আমেরিকার এনআইভি ভিসার নতুন নিয়মে আবেদনকারীদের নিজের দেশেই ইন্টারভিউ দিতে হবে। ফলে ভারতীয়দের বি১-বি২ ভিসা পেতে আরও বেশি অপেক্ষা করতে হবে।

১৫ সেপ্টেম্বর থেকে বর্ষা বিদায় রাজস্থানে, পূর্ব ভারতে বাড়ছে বৃষ্টির দাপট; উত্তরবঙ্গে অতি ভারী বর্ষণের সতর্কতা

১৫ সেপ্টেম্বর থেকে রাজস্থান থেকে বর্ষা বিদায় শুরু হবে। পূর্ব ভারতে বৃষ্টির দাপট বাড়বে। উত্তরবঙ্গে অতি ভারী বর্ষণের সতর্কতা, দক্ষিণে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা।

হীরক জয়ন্তী বর্ষে বেহালা নূতন দল, দর্শনার্থীদের নিয়ে যাবে রাজা বীর সিংহ ও রাই কুমারীর দেশে

বেহালা নূতন দলের এবারের হীরক জয়ন্তী পুজোর থিম ‘শিবাণী ধাম’। রাজা বীর সিংহ ও রাই কুমারীর ঐতিহাসিক কাহিনি মণ্ডপে জীবন্ত হয়ে উঠছে।

দুর্গাপুজোর মুখে কলকাতায় প্রধানমন্ত্রী মোদী, ১৪-১৫ সেপ্টেম্বর একাধিক রাস্তায় ট্রাফিক বিধিনিষেধ

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফর উপলক্ষে ১৪ ও ১৫ সেপ্টেম্বর কলকাতায় একাধিক রাস্তায় ট্রাফিক বিধিনিষেধ জারি করল পুলিশ। জানুন কোন রাস্তায় কবে নিষেধাজ্ঞা থাকবে।

আরও পড়ুন

আকাশবাণী কলকাতার ৯৮তম বর্ষপূর্তি অনুষ্ঠানে শ্রোতাদের মন জয় করল মিউজিক কনসার্ট ‘সুর সঙ্গম’    

সঞ্জয় হাজরা দিনটা ছিল ২৬ আগস্ট। সাল ১৯২৭। আজ থেকে ঠিক ৯৮ বছর আগে ১...

ক্রিয়েটিভ ডান্স ওয়ার্কশপের ‘পরম্পরা নৃত্যোৎসব ২০২৪’ অনুষ্ঠিত হল রথীন্দ্র মঞ্চে

অজন্তা চৌধুরী জোড়াসাঁকো ঠাকুরবাড়ির রথীন্দ্র মঞ্চে গত ২০ মার্চ অনুষ্ঠিত হল ‘পরম্পরা নৃত্যোৎসব ২০২৪’। আয়োজনে...

কবিদের কলমে সুন্দরবন, ‘কবিতায় সুন্দরবন’ কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন

পাপিয়া মিত্র বাদাবনের পাঠশালা, ড্রপ আউট ছাত্রছাত্রীদের স্কুল, অনাথ আশ্রম, বৃদ্ধাশ্রম, সুন্দরবনের ভয়ংকর পরিবেশের সঙ্গে...