Homeকলকাতার পুজোদুর্গোৎসব ২০২৪: ‘নির্বাক’ থেকে ঢাকুরিয়া সার্বজনীনে একাকিত্বের গল্প শোনাতে প্রস্তুত শিল্পী সৌভিক...

দুর্গোৎসব ২০২৪: ‘নির্বাক’ থেকে ঢাকুরিয়া সার্বজনীনে একাকিত্বের গল্প শোনাতে প্রস্তুত শিল্পী সৌভিক কালী

প্রকাশিত

২০২৩ সাল এক কালান্তক বছর শিল্পী সৌভিক কালীর কাছে। গত বছরের মাঝামাঝি সময় তিনি আচমকাই অসুস্থ হয়ে পড়েন। করতে হয় অস্ত্রোপচার। অসুস্থতার সময় নিজেকে ভালো করে চিনতে পারেন। নিজের সঠিক মূল্যায়ন করতে পারেন। সেই দৃষ্টিভঙ্গি থেকেই এ বছর ঢাকুরিয়া সার্বজনীন দুর্গোৎসব কমিটির পুজোয় শিল্পীর নিবেদন ‘নির্বাক’। নির্বাক থেকে একাকিত্বের গল্প শোনাতে প্রস্তুত শিল্পী সৌভিক।

নিজের অসুস্থতার কথা বলতে গিয়ে সৌভিক বলেন, “গত বছর ৩ জুলাই আমার জীবনের এক ভয়ংকর দিন। জীবনে প্রথমবার বড়ো রকমের অসুস্থ হই। মুখে হয় অস্ত্রোপচার। কথা বলা বারণ ছিল। এদিকে আমি কথা বলতে খুব ভালোবাসি। তাই আমার ঘরে কেউ ঢুকত না পাছে আমি কথা বলে ফেলি। দিনের অধিকাংশ সময় কাটত জানলার ধারে বসে, কখনও বা বিছানায় শুয়ে, বসে বা চেয়ারে বসে থেকে। কখনও এভাবে যে ঘড়ির কাঁটা ঘুরে চলত খেয়ালই থাকত না।”

এভাবেই দীর্ঘ ২০ দিন নির্বাক থেকে একাকিত্বকে অনুভব করেছেন শিল্পী। তাঁর কথায়, “উপলব্ধি করেছি বাহ্যিক কৃতিত্বের কারণে সমাজে আমরা বিভিন্ন রকমের মুখোশ পরে থাকি। একাকিত্ব আসলে একরকমের দর্শন আত্মোপলব্ধির। একাকিত্বের মাধ্যমে আমরা নিজেদের খুঁজে পাই। নিজের সঙ্গে নিজের পরিচয় ঘটে। অসুস্থতার সময় যেমন আমি নিজেকে চিনেছি ভালোভাবে। নিজের সঠিক মূল্যায়ন করতে পেরেছি।”

নিজের ব্যক্তিগত উপলব্ধিকে শিল্পী এবারের পুজোয় থিম হিসাবে প্রকাশ করছেন ঢাকুরিয়া সার্বজনীনে।

কোথায় এই মণ্ডপ

গড়িয়াহাট মোড় থেকে সোজা দক্ষিণে চলুন। গোলপার্ক, পঞ্চাননতলা ছাড়িয়ে ঢাকুরিয়া ব্রিজ পেরিয়ে বাঁদিকে ঢাকুরিয়া স্টেশন রোড ধরুন। ঢাকুরিয়া স্টেশনের পাশ দিয়ে রেলগেট পেরিয়ে একটু এগোলেই ঢাকুরিয়া সার্বজনীনের পূজামণ্ডপ।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

বর্ষা বিদায় নিতে শুরু করলেও পুজোয় বৃষ্টির হাত থেকে নিস্তার নেই পশ্চিমবঙ্গের

এবার পুজোটাই পড়েছে বর্ষাতে। তাই বর্ষার আর কী দোষ! বৃষ্টি হবেই। কিছু করার নেই।

নির্ধারিত সময়ের আগেই রাজস্থানে বর্ষা বিদায়, পশ্চিমবঙ্গে কবে?

রাজস্থানের পশ্চিম প্রান্ত থেকে নির্ধারিত সময়ের তিন দিন আগেই বর্ষার বিদায়যাত্রা শুরু। পঞ্জাব-গুজরাট থেকেও বিদায় নেবে বর্ষা। এদিকে দিঘায় ১২ ঘণ্টায় রেকর্ড ১৯৮ মিমি বৃষ্টি।

এশিয়া কাপ: পাকিস্তান ধরাশায়ী, গ্রুপের দ্বিতীয় ম্যাচে ৭ উইকেটে জিতল ভারত  

পাকিস্তান: ১২৭-৯ (শাহিবজাদা ফারহান ৪০, শাহিন শাহ আফ্রিদি ৩৩ নট আউট, কুলদীপ যাদব ৩-১৮,...

অসমে ৫.৯ মাত্রার ভূমিকম্প, আতঙ্কে রাস্তায় নেমে এলেন মানুষ, হৃদরোগে আক্রান্ত হয়ে ১ মহিলার মৃত্যু

অসমে ৫.৯ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল বিস্তীর্ণ এলাকা। আতঙ্কে রাস্তায় ছুটে বেরোলেন মানুষ। ক্ষয়ক্ষতির মাত্রা এখনও স্পষ্ট নয়।

আরও পড়ুন

দক্ষিণদাড়ি ইয়ুথস, অ্যাসিড আক্রান্তদের লড়াইয়ে আলো ফেলছেন শিল্পী অনির্বাণ

২৫ বছরে দক্ষিণদাড়ি ইয়ুথসের দুর্গাপুজোর থিম ‘দহন’। শিল্পী অনির্বাণ দাস অ্যাসিড আক্রান্তদের যন্ত্রণা ও প্রতিবাদকে মণ্ডপসজ্জায় ফুটিয়ে তুলেছেন।

হীরক জয়ন্তী বর্ষে বেহালা নূতন দল, দর্শনার্থীদের নিয়ে যাবে রাজা বীর সিংহ ও রাই কুমারীর দেশে

বেহালা নূতন দলের এবারের হীরক জয়ন্তী পুজোর থিম ‘শিবাণী ধাম’। রাজা বীর সিংহ ও রাই কুমারীর ঐতিহাসিক কাহিনি মণ্ডপে জীবন্ত হয়ে উঠছে।

বিষহরা গানকে ফিরিয়ে আনতে শিবমন্দির পুজোর থিম ‘বিষহরি’, মণ্ডপে ১০০ ফুট লম্বা সাপ

দক্ষিণ কলকাতার শিবমন্দির সর্বজনীন দুর্গোৎসবের এবছরের থিম ‘বিষহরি’। বাংলার লুপ্তপ্রায় লোকসংস্কৃতি বিষহরা গানকে বাঁচিয়ে তোলার প্রয়াসে মণ্ডপে থাকছে বিশেষ সজ্জা ও ১০০ ফুট লম্বা সাপ।