Home বিজ্ঞান চন্দ্রযান-৫ মিশনের অনুমোদন দিল কেন্দ্র, জানালেন ইসরো প্রধান

চন্দ্রযান-৫ মিশনের অনুমোদন দিল কেন্দ্র, জানালেন ইসরো প্রধান

0

সম্প্রতি চন্দ্রযান-৫ মিশনের অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় সরকার। ইসরোর চেয়ারম্যান ভি নারায়ণন জানিয়েছেন, ২০৪০ সালের মধ্যে চাঁদে ভারতীয় মহাকাশযান অবতরণের লক্ষ্যের দিকে এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। পাশাপাশি, ২০৩৫ সালের মধ্যে ভারতের নিজস্ব মহাকাশ স্টেশন প্রতিষ্ঠার দায়িত্বও ইসরোকে দেওয়া হয়েছে।

এক সংবর্ধনা অনুষ্ঠানে ইসরোর ভবিষ্যৎ প্রকল্প সম্পর্কে বলতে গিয়ে ইসরো চেয়ারম্যান জানান, “অনেক প্রকল্প রয়েছে। চন্দ্রযান-৪ চাঁদে অবতরণ করে নমুনা সংগ্রহ করবে। তিন দিন আগে চন্দ্রযান-৫ মিশনের অনুমোদন দেওয়া হয়েছে, যাতে ৩৫০ কেজি ওজনের একটি রোভার থাকবে। জাপান ও ভারত যৌথভাবে এই মিশনে কাজ করছে।”

ইসরো ইতিমধ্যেই তিনটি চন্দ্রযান মিশন সফলভাবে সম্পন্ন করেছে। যার মধ্যে সর্বশেষ চন্দ্রযান-৩ নিরাপদভাবে চাঁদে অবতরণ করে। গত বছর কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং জানিয়েছিলেন, সরকার চন্দ্রযান-৪ মিশন অনুমোদন করেছে, যা চাঁদে সফলভাবে অবতরণ ও নমুনা সংগ্রহ করে পৃথিবীতে ফেরার প্রযুক্তি প্রদর্শন করবে।

চন্দ্রযান-৫ তথা লুপেক্স (LuPEX) মিশন পরিকল্পিত হয়েছে উন্নত ক্ষমতাসম্পন্ন ল্যান্ডার প্রযুক্তি প্রদর্শনের জন্য, যা ভবিষ্যতের চাঁদে অবতরণ, এমনকি মানব অভিযানের জন্যও গুরুত্বপূর্ণ।

২০৩৫ সালের মধ্যে “ভারতীয় মহাকাশ স্টেশন” স্থাপনের পরিকল্পনাও ঘোষণা করেছে ভারত। ইসরো প্রধান জানান, “আমরা আমাদের নিজস্ব মহাকাশ স্টেশন তৈরির পরিকল্পনা করছি এবং সরকার চাইছে যে ভারতীয় নভোচারীরা ভারতীয় রকেটে চাঁদে গিয়ে ফিরে আসুক।”

তিনি জানান, চন্দ্রযান-২ ব্যর্থ হওয়ার পর ইসরোর বিজ্ঞানীরা গভীর হতাশার মধ্যে পড়েছিলেন। তাঁর কথায়, “বহু বছরের কঠোর পরিশ্রম যেন বিফলে গেল বলে মনে হয়েছিল”।

তিনি আরও বলেন, “আমরা এখন পর্যন্ত ১৩১টি উপগ্রহ নকশা করে উৎক্ষেপণ করেছি এবং সেগুলি সার্কভুক্ত দেশগুলিকেও দিয়েছি। মাত্র ৩৪ দিনের মধ্যে আমরা এমন সাফল্য অর্জন করেছি, যা অন্য কোনো দেশ পারেনি। গত দশ বছরে আমরা আমাদের মাটি থেকে ৪৩৩টি উপগ্রহ সফলভাবে উৎক্ষেপণ করেছি, যার ৯০ শতাংশ সাফল্যের হার রয়েছে। চন্দ্রযান-২ শেষ মুহূর্তে ব্যর্থ হওয়ায় আমাদের খুব খারাপ লেগেছিল।”

২০১৫ সালের জানুয়ারি থেকে ২০২৪ সালের ডিসেম্বর পর্যন্ত, ইসরো বাণিজ্যিক ভিত্তিতে ৩৯৩টি বিদেশি এবং তিনটি ভারতীয় গ্রাহক উপগ্রহ উৎক্ষেপণ করেছে। ভারত ইতিমধ্যেই মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, সিঙ্গাপুর, কানাডা, ইজরায়েল-সহ ৩৪টি দেশের উপগ্রহ মহাকাশে পাঠিয়েছে।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version