Homeবিজ্ঞানডিসেম্বরে ইসরোর সাফল্যের মুকুটে নয়া পালক যোগ হবে, কী করতে চলেছে ভারতীয়...

ডিসেম্বরে ইসরোর সাফল্যের মুকুটে নয়া পালক যোগ হবে, কী করতে চলেছে ভারতীয় মহাকাশ গবেষণা কেন্দ্র

প্রকাশিত

ফের ইসরোর (ISRO) সাফল্যের মুকুটে জুড়তে চলেছে নতুন পালক। ডিসেম্বরে ইতিহাস গড়তে চলেছে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো। অপার রহস্যে ভরা সূর্য। সেই সূর্য অভিযানে বড় ভূমিকা নিতে চলেছে ইসরো। এ কথা জানিয়েছেন কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক মন্ত্রী জিতেন্দ্র সিং। 

সূর্যের রহস্য উন্মোচনে এ বার যান পাঠাতে চলেছে ইউরোপিয়ান স্পেস এজেন্সি (এসা, ESA)। প্রোবা-৩ (PROBA-3) নামে এই যান সূর্যের কাছে পৌঁছে সোলার রিমের কাছে থাকা করোনাকে খুব কাছ থেকে পরীক্ষা করে দেখবে। এতে সূর্যকে আরও ভাল করে জানা যাবে। তার পরিবর্তন সম্পর্কে আরও তথ্য সংগ্রহ করা যাবে। এই উদ্যোগে হাত মিলিয়েছে ইসরো। ইসরোই এই প্রোবা-৩-কে পৌঁছে দেবে মহাকাশে।

আগামী ডিসেম্বরেই ইসরোর শ্রীহরিকোটা লঞ্চপ্যাড থেকে পিএসএলভি-এক্সএল রকেটে চেপে পাড়ি দেবে প্রোবা-৩। সূর্যের আবহাওয়া সম্পর্কে জানার চেষ্টায় যৌথ ভাবে শামিল হচ্ছেন ইএসএ এবং ইসরোর বিজ্ঞানীরা। দুটি কৃত্রিম উপগ্রহ নিয়ে তৈরি হয়েছে প্রোবা-৩। এই দুটি কৃত্রিম উপগ্রহ মিলে একটি ১৪৪ মিটারের যন্ত্র তৈরি করবে, যা সূর্যের করোনাগ্রাফ তৈরি করবে। সূর্যের তীব্র উজ্জ্বলতার কারণে বিজ্ঞানীদের পক্ষে সূর্যের করোনা পরীক্ষা কঠিন হয়। এই যন্ত্র সেই সমস্যার ঊর্ধ্বে উঠে করোনা পরীক্ষা করতে সাহায্য করবে।

তবে সাফল্যের এই খবরের মধ্যেই ইসরো মহাকাশে দেশের মহাকাশচারী নিয়ে যাওয়ার প্রথম অভিযান গগনযান (Gaganyaan) ২০২৬ সাল পর্যন্ত স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে। আগামী বছর গগনযান অভিযান হওয়ার কথা ছিল। ইসরোর প্রধান শ্রীধর সোমানাথ গগনযান মিশন এক বছর পিছিয়ে দেওয়ার কথা জানিয়েছেন।

সোমানাথ বলেন, মহাকাশে দেশের মহাকাশচারী পাঠানোর আগে অনেক ক্রুবিহীন পরীক্ষামূলক ফ্লাইট পরিচালনা করা হবে। সম্প্রতি বিভিন্ন দেশের মহাকাশ অভিযানের বিপত্তির কারণে, ইসরো গগনযান অভিযানের প্রস্তুতিতে সতর্কতা অবলম্বন করছে। বোয়িংয়ের স্টারলাইনার মহাকাশযানে প্রযুক্তিগত সমস্যার কারণে মার্কিন মহাকাশ সংস্থা নাসার মহাকাশচারী সুনীতা উইলিয়ামস এবং বুচ উইলমোরের আন্তর্জাতিক মহাকাশ স্টেশন (আইএসএস) থেকে পৃথিবীতে ফেরা আগামী বছরের ফেব্রুয়ারি পর্যন্ত স্থগিত করা হয়েছে। ইসরোও এই ঘটনা থেকে শিক্ষা নিয়েছে। গগনযানের নিরাপত্তা বাড়ানোর জন্য ইসরো অনেক পরীক্ষানিরীক্ষা করছে।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

শ্রেয়স আয়ারকে আইসিইউ থেকে বাইরে আনা হয়েছে, অবস্থা স্থিতিশীল

খবর অনলাইন ডেস্ক: ভারতের তারকা মিডল অর্ডার ব্যাটার ও ওয়ানডে দলের সহ-অধিনায়ক শ্রেয়স আয়ার...

ঘরামি-অনুষ্টুপের লড়াইয়ে রনজি ট্রফির ম্যাচে গুজরাতের বিপক্ষে সুবিধাজনক অবস্থায় বাংলা

কলকাতা: সুদীপ ঘরামির দ্বিতীয় টানা অর্ধশতক ও অনুষ্টুপ মজুমদারের অপরাজিত ধৈর্যশীল ইনিংসের দৌলতে গুজরাতের...

পাকিস্তানি জেনারেলকে ‘বিতর্কিত মানচিত্র’ উপহার দিয়ে ভারতের সঙ্গে সম্পর্কে অস্বস্তি সৃষ্টি করলেন মুহাম্মদ ইউনূস

ঢাকা: বাংলাদেশের অন্তর্বর্তীকালীন প্রধান মুহাম্মদ ইউনূস আবার কূটনৈতিক বিতর্কের কেন্দ্রে। এবার তিনি পাকিস্তানি সেনার...

বাংলা-সহ ১২ রাজ্যে ও কেন্দ্রশাসিত অঞ্চলে শুরু হচ্ছে এসআইআর, ভোটার তালিকা সংশোধন শুরু ৪ নভেম্বর থেকে

দেশের ১২ রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে শুরু হচ্ছে দ্বিতীয় দফার বিশেষ নিবিড় সংশোধন (SIR)। বাংলায় এনুমেরেশন ফর্ম বিতরণ শুরু হবে ৪ নভেম্বর থেকে, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে ৭ ফেব্রুয়ারি।

আরও পড়ুন

চেরাপুঞ্জির বৃষ্টিতে প্রযুক্তির পাঠ: 5G ও 6G নেটওয়ার্ক উন্নয়নে এনআইটি–নেসাকের গবেষণা অভিযান

অরূপ চক্রবর্তী, গুয়াহাটি: বিশ্বের সর্বাধিক বৃষ্টিপ্রবণ অঞ্চল সোহরায়, যা একসময় চেরাপুঞ্জি নামে পরিচিত ছিল,...

ভোঁতা ছুরি নয়! ধারালো ছুরিই বাঁচাবে চোখের জল— পেঁয়াজ কাটলে কেন কান্না আসে, জানালেন বিজ্ঞানীরা

পেঁয়াজ কাটলে চোখে জল আসে কেন? ন্যাশনাল অ্যাকাডেমি অফ সায়েন্সের গবেষণায় মিলল উত্তর। ভোঁতা ছুরিতে পেঁয়াজ কাটলেই বেরোয় ঝাঁজালো এরোজল, যা চোখে জ্বালাভাব তৈরি করে। ধারালো ছুরিই পারে এই বিপত্তি কমাতে।

পশ্চিমঘাটে মিলল ৪ নতুন প্রজাতির উদ্ভিদ! কর্নাটকের গবেষকদের যুগান্তকারী আবিষ্কার

কর্নাটকের ধারওয়াড়ের একদল গবেষক পশ্চিমঘাট পর্বতমালায় আবিষ্কার করলেন ৪টি নতুন উদ্ভিদ প্রজাতি। ইউনেস্কো স্বীকৃত এই জীববৈচিত্র্যময় অঞ্চলের গবেষণায় যুক্ত হলো নতুন পালক।