Homeবিজ্ঞানইসরোর নতুন প্রধান ভি নারায়ণ, দায়িত্ব নেবেন ১৪ জানুয়ারি

ইসরোর নতুন প্রধান ভি নারায়ণ, দায়িত্ব নেবেন ১৪ জানুয়ারি

প্রকাশিত

দেশের মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর নতুন চেয়ারম্যান হিসেবে ভি নারায়ণের নাম ঘোষণা করেছে কেন্দ্র। আগামী ১৪ জানুয়ারি বর্তমান চেয়ারম্যান এস সোমনাথের কাছ থেকে দায়িত্বভার গ্রহণ করবেন তিনি। নতুন চেয়ারম্যানের দায়িত্বের পাশাপাশি ভি নারায়ণ স্পেস বিভাগের সেক্রেটারির পদেও কাজ করবেন।

ইসরোর ভবিষ্যৎ নিয়ে আত্মবিশ্বাসী ভি নারায়ণ

দায়িত্ব গ্রহণের আগে ভি নারায়ণ বলেন, “ভারতের মহাকাশ গবেষণার জন্য আমাদের কাছে সুস্পষ্ট রোডম্যাপ রয়েছে। দক্ষ ও প্রতিভাবান কর্মীদের সঙ্গে এই সংস্থাকে আরও উচ্চতায় নিয়ে যাওয়ার আশা করছি।”

ভি নারায়ণের পরিচিতি

তামিলনাড়ুতে জন্ম ও বেড়ে ওঠা ভি নারায়ণ খড়্গপুরের আইআইটি থেকে ক্রাইজেনিক ইঞ্জিনিয়ারিং-এ এম.টেক করেছেন এবং অ্যারোস্পেসে পিএইচডি অর্জন করেছেন। এম.টেক-এ প্রথম স্থান অর্জনের জন্য রুপোর পদক পান তিনি।

১৯৮৪ সালে ইসরোতে যোগ দেওয়ার পর তিনি মহাকাশযান উৎক্ষেপণের প্রপালশন প্রযুক্তিতে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। বিশেষত ক্রাইজেনিক ইঞ্জিন তৈরিতে তাঁর ভূমিকা প্রশংসিত। ২০১৮ সালে লিকুইড প্রপালশন সিস্টেম সেন্টারের ডিরেক্টর হন এবং বর্তমানে গগনযান প্রকল্পের এইচআরসিবি-র চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করছেন।

ইসরোর ভবিষ্যৎ কর্মসূচি

ভি নারায়ণের নেতৃত্বে ইসরো গগনযান মিশনসহ একাধিক গুরুত্বপূর্ণ মহাকাশ প্রকল্পে কাজ করবে। তাঁর অভিজ্ঞতা এবং দক্ষ নেতৃত্বে ভারতের মহাকাশ গবেষণা নতুন উচ্চতায় পৌঁছাবে বলে আশা করা হচ্ছে।

ভারতের মহাকাশ গবেষণার ইতিহাসে ভি নারায়ণের এই নিয়োগ একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হতে চলেছে। তাঁর অভিজ্ঞতা এবং প্রতিভা ইসরোকে নতুন দিশা দেখাবে বলে বিশ্বাস করছে দেশবাসী।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে দিনে দুপুরে রক্তারক্তি, ছুরিকাঘাতে মৃত এক ছাত্র

দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে ছাত্রদের মধ্যে বচসা গড়াল রক্তারক্তিতে। ছুরিকাঘাতে গুরুতর আহত এক ছাত্রের মৃত্যু। নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলছেন যাত্রীরা।

দৃষ্টিহীনদের দৃষ্টি ফেরাতে স্মার্টগ্লাসের চিপ বানালেন আইআইটি ধানবাদের গবেষকরা

দৃষ্টিহীনদের জন্য স্মার্টগ্লাসে ব্যবহারযোগ্য দেশীয় চিপ তৈরি করলেন আইআইটি ধানবাদের গবেষকরা। সম্পূর্ণ ভারতেই তৈরি এই APEC 1 চিপ আত্মনির্ভর ভারতের প্রযুক্তির বড় সাফল্য।

পুরসভায় নিয়োগ দুর্নীতি মামলায় ছ’মাসে তদন্ত শেষের নির্দেশ, অয়ন শীলের জামিনের আর্জি খারিজ সুপ্রিম কোর্টে

পুরসভায় নিয়োগ দুর্নীতি মামলায় ছ’মাসের মধ্যে তদন্ত শেষ করার নির্দেশ সুপ্রিম কোর্টের। অভিযুক্ত অয়ন শীলের জামিনের আবেদন খারিজ, ছ’মাস পরে ফের আবেদন করা যাবে।

জিএসটি কমার প্রভাব পড়ল সোনার দামে, এখনই কি সোনা কেনার সঠিক সময়?

জিএসটি হ্রাসে সোনার বাজারে প্রভাব দেখা দিয়েছে। দাম কমতেই বিনিয়োগকারীদের প্রশ্ন—এখনই কি সোনা কেনার সময়? বিশেষজ্ঞরা কী বলছেন জেনে নিন।

আরও পড়ুন

‘ঘুমানোর ব্যাগ বেঁধে রাখতে হয়’, মহাকাশে থাকা অভিজ্ঞতা জানালেন শুভাংশু শুক্ল

আন্তর্জাতিক মহাকাশ স্টেশন থেকে ভারতের প্রথম মহাকাশচারী শুভাংশু শুক্ল কথা বললেন ছাত্রছাত্রীদের সঙ্গে। জানালেন মহাকাশে খাবার, ঘুম ও মানসিক চাপ সামলানোর অভিজ্ঞতা।

মহাকাশ স্টেশনে পৌঁছে বার্তা পাঠালেন শুভাংশু, আপাতত ১৪ দিনের বাস সেখানে

খবর অনলাইন ডেস্ক: আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে (ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন, আইএসএস) আগে থেকেই রয়েছেন সাত...

৪১ বছর পর ফের একজন ভারতীয় মহাকাশে, জানুন IAF গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লা সম্পর্কে

৪১ বছর পর ফের একজন ভারতীয় মহাকাশে যাচ্ছেন। IAF-এর গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লা ১১ জুন Ax-4 মিশনে পা রাখবেন আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে। ইতিহাসের সাক্ষী হতে চলেছে ভারত।