Homeবিজ্ঞানবর্জ্য পরিচালন ব্যবস্থায় নতুন দিগন্ত, বিজ্ঞানীরা তৈরি করলেন ‘সুপারফ্লাই’

বর্জ্য পরিচালন ব্যবস্থায় নতুন দিগন্ত, বিজ্ঞানীরা তৈরি করলেন ‘সুপারফ্লাই’

প্রকাশিত

বর্জ্য পরিচালন ব্যবস্থায় এক নতুন দিগন্ত খুলে গেল। এ ব্যাপারে এক অভিনব রাস্তা খুলে দিয়েছেন অস্ট্রেলিয়ার ম্যাকারি বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক। তাঁরা এক অভিনব ‘সুপারফ্লাই’ বানিয়েছেন। বিজ্ঞানীরা এই বিশেষ রকমের সুপারফ্লাই তৈরি করেছেন কমন ব্ল্যাক সোলজার ফ্লাইয়ের আদলে। কমিউনিকেশন্‌স বায়োলজি (Communications Biology) নামক এক জার্নালে প্রকাশিত হয়েছে তাঁদের গবেষণা রিপোর্ট।

কীভাবে কাজ করবে এই সুপারফ্লাই

রাস্তাঘাটে, বিভিন্ন জায়গায় আমরা নানা ধরনের আবর্জনা পড়ে থাকতে দেখি। এ সব আবর্জনা থেকে পরিবেশ যেমন একদিকে দূষিত হয় তেমনই রোগভোগও হয়ে থাকে। বিভিন্ন ধরনের খাবারের উচ্ছিষ্ট থেকে যে জৈব বর্জ্য পাওয়া যায় তা খেয়ে ফেলতে পারে ওই সুপারফ্লাই। এ ছাড়া শিল্পের বর্জিত অংশ থেকে প্রস্তুত বস্তুও হজম করে ফেলার ক্ষমতা আছে ওই সুপারফ্লাইয়ের।      

বিজ্ঞানীরা দেখিয়েছেন, এই সুপারফ্লাই শুধু বর্জ্য নষ্ট করে ফেলার ক্ষমতাই রাখে না, কিছু মূল্যবান পদার্থ তৈরি করতে এই সুপারফ্লাইকে কাজে লাগানো যায়, বিশেষ করে জৈবজ্বালানি ও লিউব্রিক্যান্টের জন্য তেল এবং উচ্চমানের পশুখাদ্য।  আবর্জনা থেকে ক্ষতিকর গ্রিনহাউজ গ্যাস মিথেন গ্যাস তৈরি হয়। সুপারফ্লাই মিথেন গ্যাস নির্গমনের পরিমাণও কমাতে সাহায্য করে। বিজ্ঞানীদের আশা, সুপারফ্লাই বর্জ্য পরিচালন ব্যবস্থায় নতুন দিশা দেখাবে।

আরও পড়ুন

চিকিৎসাবিজ্ঞানে অনন্য নজির ভারতের, বিরল অস্ত্রোপচারে যুবকের প্রাণ বাঁচালেন ডাক্তাররা

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

মোবাইল নম্বর নয়, এবার ইউজারনেম দিয়েই চ্যাট করা যাবে হোয়াটসঅ্যাপে! আসছে ইনস্টাগ্রাম-স্টাইল ফিচার

হোয়াটসঅ্যাপে আসছে ইনস্টাগ্রাম-স্টাইল ইউজারনেম ফিচার। মোবাইল নম্বর শেয়ার না করেই চ্যাট করা যাবে। নতুন এই ফিচার দেখা গেছে হোয়াটসঅ্যাপের বিটা ভার্সন ২.২৫.২৮.১২ তে। ইউজারনেম সেট করতে থাকবে কিছু নিয়মও।

সতর্ক থাকুন! পেঁপের সঙ্গে এই খাবারগুলো খেলেই বাড়বে বিপদ

ভিটামিন ও ফাইবারে ভরপুর পেঁপে যতটা উপকারী, ভুল খাবারের সঙ্গে খেলে ততটাই ক্ষতিকর। কমলালেবু, শশা, টমেটো, দই বা মধুর সঙ্গে পেঁপে খাওয়া হজমে সমস্যা, অ্যাসিডিটি ও অ্যালার্জির কারণ হতে পারে।

রাজ্যে শুরু টোটোর রেজিস্ট্রেশন, প্রথম দুই দিনে মাত্র ৯৫০ গাড়ি নথিভুক্ত ! দীপাবলির পর বাড়বে সাড়া আশা পরিবহণ দফতরের

রাজ্যে ব্যাটারি চালিত টোটো ও ই-রিকশার রেজিস্ট্রেশন শুরু হয়েছে। প্রথম দুই দিনে মাত্র ৯৫০টি গাড়ি নথিভুক্ত হয়েছে। পরিবহণ দফতর আশা করছে দীপাবলির পর এই সংখ্যা দ্রুত বাড়বে। রাজ্যে আনুমানিক টোটোর সংখ্যা ১০ লক্ষেরও বেশি।

২০০২ বনাম ২০২৫! ৭ জেলার ভোটার তালিকায় ৫১% থেকে ৬৫% মিল, কোথায় সবচেয়ে কম জানেন?

রাজ্যের সাতটি জেলায় ২০০২ ও ২০২৫ সালের ভোটার তালিকার মধ্যে ৫১% থেকে ৬৫% নামের মিল পাওয়া গিয়েছে। সর্বাধিক মিল কালিম্পংয়ে, সর্বনিম্ন ঝাড়গ্রামে। আসন্ন বিধানসভা নির্বাচনের আগে নতুনভাবে বিশেষ ভোটার তালিকা সংশোধন (SIR) শুরু করতে চলেছে নির্বাচন কমিশন।

আরও পড়ুন

ভোঁতা ছুরি নয়! ধারালো ছুরিই বাঁচাবে চোখের জল— পেঁয়াজ কাটলে কেন কান্না আসে, জানালেন বিজ্ঞানীরা

পেঁয়াজ কাটলে চোখে জল আসে কেন? ন্যাশনাল অ্যাকাডেমি অফ সায়েন্সের গবেষণায় মিলল উত্তর। ভোঁতা ছুরিতে পেঁয়াজ কাটলেই বেরোয় ঝাঁজালো এরোজল, যা চোখে জ্বালাভাব তৈরি করে। ধারালো ছুরিই পারে এই বিপত্তি কমাতে।

পশ্চিমঘাটে মিলল ৪ নতুন প্রজাতির উদ্ভিদ! কর্নাটকের গবেষকদের যুগান্তকারী আবিষ্কার

কর্নাটকের ধারওয়াড়ের একদল গবেষক পশ্চিমঘাট পর্বতমালায় আবিষ্কার করলেন ৪টি নতুন উদ্ভিদ প্রজাতি। ইউনেস্কো স্বীকৃত এই জীববৈচিত্র্যময় অঞ্চলের গবেষণায় যুক্ত হলো নতুন পালক।

কোয়ান্টাম টানেলিংয়ে অগ্রগতির জন্য পদার্থবিজ্ঞানে নোবেল পেলেন জন ক্লার্ক, মিশেল ডেভোরে ও জন মার্টিনিস

২০২৫ সালের নোবেল পদার্থবিজ্ঞানে জয়ী হয়েছেন জন ক্লার্ক, মিশেল এইচ. ডেভোরে ও জন এম. মার্টিনিস — সুপারকন্ডাক্টিং সার্কিটে করা অভূতপূর্ব পরীক্ষার জন্য, যেখানে কোয়ান্টাম টানেলিং ও এনার্জি কোয়ান্টাইজেশনকে ম্যাক্রোস্কোপিক পর্যায়ে প্রদর্শন করা হয়েছে।