বর্জ্য পরিচালন ব্যবস্থায় এক নতুন দিগন্ত খুলে গেল। এ ব্যাপারে এক অভিনব রাস্তা খুলে দিয়েছেন অস্ট্রেলিয়ার ম্যাকারি বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক। তাঁরা এক অভিনব ‘সুপারফ্লাই’ বানিয়েছেন। বিজ্ঞানীরা এই বিশেষ রকমের সুপারফ্লাই তৈরি করেছেন কমন ব্ল্যাক সোলজার ফ্লাইয়ের আদলে। কমিউনিকেশন্স বায়োলজি (Communications Biology) নামক এক জার্নালে প্রকাশিত হয়েছে তাঁদের গবেষণা রিপোর্ট।
কীভাবে কাজ করবে এই সুপারফ্লাই
রাস্তাঘাটে, বিভিন্ন জায়গায় আমরা নানা ধরনের আবর্জনা পড়ে থাকতে দেখি। এ সব আবর্জনা থেকে পরিবেশ যেমন একদিকে দূষিত হয় তেমনই রোগভোগও হয়ে থাকে। বিভিন্ন ধরনের খাবারের উচ্ছিষ্ট থেকে যে জৈব বর্জ্য পাওয়া যায় তা খেয়ে ফেলতে পারে ওই সুপারফ্লাই। এ ছাড়া শিল্পের বর্জিত অংশ থেকে প্রস্তুত বস্তুও হজম করে ফেলার ক্ষমতা আছে ওই সুপারফ্লাইয়ের।
বিজ্ঞানীরা দেখিয়েছেন, এই সুপারফ্লাই শুধু বর্জ্য নষ্ট করে ফেলার ক্ষমতাই রাখে না, কিছু মূল্যবান পদার্থ তৈরি করতে এই সুপারফ্লাইকে কাজে লাগানো যায়, বিশেষ করে জৈবজ্বালানি ও লিউব্রিক্যান্টের জন্য তেল এবং উচ্চমানের পশুখাদ্য। আবর্জনা থেকে ক্ষতিকর গ্রিনহাউজ গ্যাস মিথেন গ্যাস তৈরি হয়। সুপারফ্লাই মিথেন গ্যাস নির্গমনের পরিমাণও কমাতে সাহায্য করে। বিজ্ঞানীদের আশা, সুপারফ্লাই বর্জ্য পরিচালন ব্যবস্থায় নতুন দিশা দেখাবে।
আরও পড়ুন
চিকিৎসাবিজ্ঞানে অনন্য নজির ভারতের, বিরল অস্ত্রোপচারে যুবকের প্রাণ বাঁচালেন ডাক্তাররা