কলকাতার জ্যুলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার (ZSI) সাফল্যের মুকুটে যোগ হল নয়া পালক। জেডএসআইয়ের বিজ্ঞানীরা পশ্চিমঘাট পর্বতমালার জঙ্গলে দুটি নতুন প্রজাতির মাকড়সার খোঁজ পেয়েছেন। ১১৮ বছর পর ভারতে এই গোত্রের মাকড়সার সন্ধান মিলল।
পশ্চিমঘাট পর্বতমালার দক্ষিণ প্রান্তকে বলা হয় জীববৈচিত্র্যের আকরভূমি। সেই পশ্চিমঘাট পর্বতমালার দক্ষিণ প্রান্তেই এবারও দুই নয়া প্রজাতির মাকড়সার খোঁজ মিলেছে। বৈজ্ঞানিক নাম হল ‘মিমেটাস স্পিনাটাস’ (Mimetus spinatus) ও ‘মিমেটাস পার্ভুলাস’ (Mimetus parvulus)। এর আগে ভারতে ১১৮ বছর আগে ‘মিমেটাস’ (Mimetus) গোত্রের মাকড়সা ‘মিমেটাস ইন্ডিকাস’-এর (Mimetus indicus) খোঁজ মিলেছিল।
জ্যুলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার বিজ্ঞানী সৌভিক সেন ও সুধীন পি পি এবং কেরলের কোচির সেক্রেড হার্ট কলেজের প্রদীপ এম শঙ্করন এই নয়া প্রজাতির মাকড়সার খোঁজ পেয়েছেন। কর্নাটকের মুকাম্বিকা অভয়ারণ্য ও কেরলের এর্নাকুলামে তাঁরা নতুন প্রজাতির মাকড়সার খোঁজ পেয়েছেন। দুটি প্রজাতির মাকড়সাই খুবই হিংস্র প্রকৃতির। শিকার ধরার অদ্ভুত বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়। গবেষণাপত্র প্রকাশিত হয়েছে ‘জুটাক্সা’ (Zootaxa) নামক জার্নালের সাম্প্রতিক ইস্যুতে।
এর আগে চলতি বছরের মে মাসেই পশ্চিমঘাট পর্বতমালার দক্ষিণ প্রান্তেই ‘হ্যাব্রোসেস্টাম বেঞ্জামিন’ (Habrocestum Benjamin) ও ‘হ্যাব্রোসেস্টাম স্বামীনাথন’ (Habrocestum swaminathan) নামক লাফাতে সক্ষম এমন দুই নয়া প্রজাতির মাকড়সার খোঁজ পান আথিরা জোস, জন টি ডি সালেব ও এ ভি সুধীকুমার নামে তিন বিজ্ঞানী। কেরলের জঙ্গলে তাঁরা নয়া প্রজাতির মাকড়সার খোঁজ পেয়েছিলেন।
আরও পড়ুন
চাঁদের মাটিতে জল, নাসা ও ভারতীয় বিজ্ঞানীদের দাবিকেই স্বীকৃতি মিলল চিনা অভিযানে