ফ্যাশনের ব্যাপারে এখন কমবেশি প্রায় প্রত্যেকেই সচেতন। ঘরে হোক কিংবা বাইরে হালকা ঠান্ডায় যে কোনও জায়গাতেই ফুল স্লিভ স্টাইলিশ টি শার্ট বেশ মানানসই।
তাই হালকা শীত গায়ে অনুভূত হওয়ামাত্রই পড়তে পারেন ফুল স্লিভ স্টাইলিশ টি শার্ট।
১। আইবগলার মেন টি-শার্ট-
এই ফুল স্লিভ টি-শার্টটিতে ৬০ শতাংশ কটন ও ৪০ শতাংশ পলিয়েস্টার রয়েছে। ওয়েস্টার্ন স্টাইলের এই টি-শার্টটি স্ট্রাইপড স্টাইলের।
২। জাম্প কাটস মেন্স কটন টি-শার্ট-
পুরো কটনের এই ফুল স্লিভ টি-শার্টটির গোল গলা। স্ট্রাইপড স্টাইলের এই টি-শার্টটির অনেক রং পেয়ে যাবেন।
৩। লিওটুড ওভারসাইজ কটনব্লেন্ড ফুল স্লিভ টি-শার্ট-
কটনব্লেন্ডের এই কটনব্লেন্ড ফুল স্লিভ টি-শার্টটি বক্সি স্টাইলের। প্রিন্টেড প্যাটার্নের এই টি-শার্টটি গোল গলা।
৪। বিলাইভ মেন্স রেগুলার ফিট টি-শার্ট-
কটন ব্লেন্ডের এই ফুল স্লিভ টি-শার্টটি সকালে মর্নিং ওয়াক কিংবা রানিং, জগিং-এর ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন।
৫। ভিমল জনি কটন ব্লেন্ডেড ফুল স্লিভ টি-শার্ট-
গোল গলার এই ফুল স্লিভ টি-শার্টটি ৫২ শতাংশ পলিয়েস্টার ও ৪৮ শতাংশ কটন,
৬। সুইফ্টলি মেন্স ফুল স্লিভ টি-শার্ট-
পুরো কটনের এই ফুল স্লিভ টি-শার্টটি রেগুলার স্টাইলের। এই টি-শার্টটি এত নরম পড়ে খুব আরাম পাবেন।
৭। ট্রু বাস্কেট রডস ফুল স্লিভ টি-শার্টস-
কটনের এই ফুল স্লিভ টি-শার্টসটি গলার স্টাইল ভি শেপের।
৮। এফগ্যালারি টি-শার্টস ফর মেন্স-
পুরো ১০০ শতাংশ কটন এই ফুল স্লিভ টি-শার্টসটি।
৯। ক্যাম্পাস সূত্রা মেন্স ব্লু ফুল স্লিভ টি-শার্ট-
এই টি-শার্টটির গোল শেপের গলা। ধোয়ার সময়ে টি-শার্টটি ওয়াশিং মেশিনে ধুতে হবে।
১০। ভিথ্রি স্কোয়ার্ড ফুল স্লিভ কটন টি-শার্ট-
রেগুলার ফিট এই ফুল স্লিভ কটন টি-শার্টটি রাউন্ড নেক স্টাইলের।
কেনাকাটা করতে ভালো লাগলে দেখুন খবর অনলাইন।