শুধু গরম কিংবা শীতে নয়, পুরো বছরই নিয়মিত ত্বকের যত্ন নেওয়াটা খুব প্রয়োজন। অতিরিক্ত গরমে ঘাম বেশি হয় এবং তার ফলে ত্বক আরও বেশি তেলতেলে হয়ে যাওয়া, ব্রণ-ফুসকুড়ি বেরোনো, সানবার্ন হওয়া এইগুলো খুবই সাধারণ ব্যপার।
১। ল্যাকমি সান এক্সপার্ট এসপিএফ ২৪-
এই সানস্ক্রিন ক্রিমটি কালো দাগ দূর করতে ও আলট্রা ভায়োলেট প্রোটেকশান দেবে।
২। বায়োটিক সান শিল্ড স্যান্ডেলউুড সানস্ক্রিন-
এই সানস্ক্রিনটির গন্ধ চন্দনের। ৫০ এসপিএফ এই সানস্ক্রিনটি ২৩ গ্রাম আছে।
৩। জয় সানস্ক্রিন লোশন-
এই সানস্ক্রিন লোশনটির গন্ধ পাপায়ার। ৪০ এসপিএফ এই সানস্ক্রিন লোশনটি ১৫০ গ্রাম রয়েছে।
৪। ল্যাক্টো ক্যালামাইন সানস্ক্রিন-
সান প্রোটেকশান এই সানস্ক্রিন লোশনটির গন্ধ লেমনের।
৫। ভিএলসসি সানস্ক্রিন জেল ক্রিম-
এই সানস্ক্রিন জেল ক্রিমটি ব্যবহার করলে ত্বকের পিগমেন্টেশান এবং ট্যানিং দূর করে।
৬। ওয়াও সানস্ক্রিন-
এই সানস্ক্রিনটি ১০০ গ্রাম আছে। এই সানস্ক্রিনটির গন্ধ অ্যাভোগাডোর।
৭। মাম্মা আর্থ ডেইলি গ্লো সানস্ক্রিন-
ব্রাইটনিং এই ডেইলি গ্লো সানস্ক্রিনটি ৫০ গ্রাম রয়েছে।
৮। হিমালয়া হার্লবালস সানস্ক্রিন লোশন-
এই সানস্ক্রিন লোশনটি ইউ ভি এ এবং ইউ ভি বি রশ্মি থেকে রক্ষা করবে।
খবরের সব আপডেট পেতে পড়ুন খবর অনলাইন