বিয়ে মানেই রকমারি তত্ত্ব। গায়ে হলুদের সময়ে বরের বাড়ি থেকে কনের বাড়িতে আবার বৌভাতের দিন কনের বাড়ি থেকে বরের বাড়িতে তত্ত্ব পাঠানোর পুরোনো রেওয়াজ রয়েছে। তত্ত্বের একটি বড় অংশ হল শাড়ি।
তত্ত্বের ট্রে-তে কি কি শাড়ি রাখবেন ভেবে পাচ্ছেন না? তাহলে দেখে নিন কোন কোন শাড়ি রাখতে পারেন।
১। পৈঠানি সফট সিল্ক শাড়ি-
এই শাড়িটি পুরো আর্ট সিল্কের। শাড়িটির সঙ্গে ব্লাউজ পিস দেওয়া আছে। শাড়িটি শুধু ড্রাই ক্লিন করালেই হবে।
২। উইমেন্স বালুচুরি সিল্ক শাড়ি-
এই পিওর সিল্ক শাড়িটি দূর্গা পুজো, বিয়েতে, পার্টি, যে কোনও উৎসবে পড়তে পারে।
৩। ব্রাশো ফ্লোরাল প্রিন্টেড চান্দেরি শাড়ি-
চান্দেরি এই শাড়িটি মেশিনে ধুতে হবে। ফ্লোরাল প্রিন্টের এই শাড়িটির সাথে ব্লাউজ পিস রয়েছে ।
৪। ডিজিটাল প্রিন্টেড কাঁথা ওয়ার্ক শাড়ি-
এই শাড়িটিতে এলিগেন্ট কাঁথার কাজ রয়েছে।
৫। বাঁধনি শাড়ি-
এই শাড়িটির মেটিরিয়াল পলিয়েস্টারের।
৬। মুগা রও সিল্ক শাড়ি-
এই শাড়িটি খুব নরম ও মসৃণ। শাড়িটি শুধু ড্রাই ক্লিন করালেই হবে।
৭। জামদানি কটন সিল্ক শাড়ি-
এই ঢাকাই শাড়িটি খুব নরম ও মসৃণ।
৮। খাদি কটন সিল্ক শাড়ি-
খাদির কটন সিল্ক শাড়িটি প্রিন্টের।
কেনাকাটা সংক্রান্ত খবরের সব আপডেট পেতে পড়ুন খবর অনলাইন