Homeকেনাকাটা৫০০ টাকার মধ্যে এই ৮ টি ব্র্যান্ড থেকে কিনতে পারেন রাখির এই...

৫০০ টাকার মধ্যে এই ৮ টি ব্র্যান্ড থেকে কিনতে পারেন রাখির এই কম্বো উপহার

প্রকাশিত

কয়েকদিন পর রাখিবন্ধন উৎসব। রাখি উৎসব ভাই বোনদের একটি অন্যতম উত্সব যা সম্পর্ক অটুট রাখে। রাখী বন্ধন শুধু কোনও অনুষ্ঠানই নয়, বহু যুগ ধরে ভাইয়ের দীর্ঘায়ু এবং মঙ্গল কামনা করে তাদের হাতে রাখী পরিয়ে দেয় বোনেরা। পরিবর্তে বোনের সম্মান এবং সুরক্ষার দায়িত্বও নেয় ভাইয়েরা।

১। রিদ্ধিকা গোল্ড প্লেটেড রাখি-

একেবারে কটন  মেটিরিয়ালের এই রাখিটি লাল রঙের। দাদা থেকে ভাই সব বয়সের মানুষকেই এই রাখি পড়ানো যাবে।

দাম- ১২৩ টাকা।

২। ডিওড্যাপ ফ্লোরাল প্রিন্টেড রাখি কম্বো-

 ডিওড্যাপ ব্র্যান্ডের এই রাখি কম্বোর মধ্যে সিলভার রঙের একটি কয়েন আছে। এছাড়া কম্বোর মধ্যে রাখির সাথে চকোলেট ও ড্রাই ফ্রুটস পাওয়া যাবে।

দাম- ২১৯ টাকা।

৩। টায়েড রিবনস রাখি-

এই রাখিটি মাল্টিকালারের পেয়ে যাবেন। এছাড়া রাখির সাথে রয়েছে ১ টা কফি মাগ, একটি চালের প্যাকেট।

দাম- ২৯৯ টাকা।

৪। অর্চিস ডিজাইনার রাখি-

রদ্রাক্ষ মেটিরিয়ালের এই রাখি ট্রেডিশনাল ধরনের।

দাম- ১৪৯ টাকা।

৫। আরবান ফরেস্ট রাখি-

আরবান ফরেস্ট রাখির সাথে রয়েছে কম্বো গিফট। রেডউুড রঙের একটি লেদারের পার্স আছে এই কম্বোতে।

দাম- ৪৯৯ টাকা।

৬। লাকি জুয়েলারি রাখি গোল্ড প্লেটেড-

মেটালের এই রাখিটি সব বয়সের মানুষের জন্য কেনা যেতে পারে।

দাম- ৯৯ টাকা।

৭। কালেক্টবিল রাখি ফর ব্রাদার-

আইডল থিমের এই রাখিটি গোল্ডেন রঙের।

দাম- ৩৪৩ টাকা।

৮। জয়পুর প্রিমিয়াম রাখি-

মাল্টিকালারের রাখির কম্বো সেটে পাবেন ২ টি সুন্দর বাটি।

দাম- ৪৯৯ টাকা।

কেনাকাটা সংক্রান্ত খবর পড়তে নজর রাখুন খবর অনলাইন

সাম্প্রতিকতম

৬০ বছর বয়সে মাথায় উঠল মিস ইউনিভার্স বুয়েনস আইরেসের মুকুট, জেনে নিন আলেজান্দ্রা মারিসা রদ্রিগেজের সম্পর্কে

এর আগে থেকে ১৮ থেকে ২৮ বছর বয়সি কোনও মহিলা এই প্রতিযোগিতার অংশ নিতে পারতেন। কিন্তু আয়োজক সংস্থার পক্ষ থেকে বয়স সীমা তুলে নেওয়া হয়। তার পরই তাঁর এই জয় আসে।

সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চেই সোমবার চাকরি বাতিল মামলার শুনানি

রাজ্যের পাশাপাশি হাইকোর্টের রায়ের বিরুদ্ধে মামলা করেছে এসএসসি এবং মধ্যশিক্ষা পর্ষদ। সেই সব মামলার শুনানি হবে সোমবার।

তীব্র জল সংকটের দিকে এগোচ্ছে দক্ষিণ ভারত! জলধারণ ক্ষমতা নেমে ১৭ শতাংশ, কী পরিস্থিতি পশ্চিমবঙ্গে

নয়াদিল্লি: গরমে তীব্র জলসংকট। দুশ্চিন্তার কারণ হয়ে উঠেছে দক্ষিণ ভারতের রাজ্যগুলিকে জলসঞ্চয়ের বিষয়টিও। অন্ধ্রপ্রদেশ,...

আইপিএল ২০২৪: সেঞ্চুরি বেয়ারস্টোর, সঙ্গী শশাঙ্ক-প্রভসিমরান, টি২০ ক্রিকেটে ইতিহাস গড়ে কেকেআর-কে উড়িয়ে দিল পাঞ্জাব  

কলকাতা নাইট রাইডার্স (কেকেআর): ২৬১-৬ (ফিল সল্ট ৭৫, সুনীল নারিন ৭১, অর্শদীপ সিং ২-৩৫)...

আরও পড়ুন

এই ৮ টি ব্র্যান্ড থেকে ৪৫০ টাকার মধ্যে নিতে পারেন পছন্দের ব্যাগি ফিট টি-শার্ট

টি শার্ট এমন একটি পোশাক যা ছেলে মেয়ে নির্বিশেষে এখন সকলের পরিধানের অংশ। বর্তমানে টি-শার্ট মানেই ফ্যাশন। অন্য যে কোনও  সময়ের তুলনায় গরমে টি-শার্টের চাহিদা থাকে বেশি। আর বর্তমানের ফ্যাশন অনুরাগী মেয়েরা টি শার্ট এর দিকে ঝুকবে না, তা তো হতেই পারে না।

৮০০ টাকার মধ্যে  এই ৮ টি ব্র্যান্ড থেকে কিনতে পারেন ঘর সাজানোর সামগ্রী  

ঘর সাজাতে ফার্নিচার বা আসবাবত্রের বিকল্প নেই। তার মানে এই নয় ঘরে ঠাসা থাকবে আসবাবপত্র। এমন ঘর দেখতে সবসময় ভালো না।

৯০০ টাকার মধ্যে এই ৮ টি ব্র্যান্ড থেকে নিতে পারেন মেন্স কো-অর্ড সেট

ফ্যাশন এখন শুধু টি-শার্ট, পাঞ্জাবি, শার্ট এবং জ্যাকেটের মধ্যেই সীমাবদ্ধ নেই৷ বর্তমানে ছেলেরা আগের চেয়ে অনেক বেশি ফ্যাশন সচেতন৷ পুরোনো ফ্যাশন স্টেটমেন্ট নতুন ভাবে ফিরে আসছে নতুন কনসেপ্টে৷