৫০০ টাকার মধ্যে এই ৮ টি ব্র্যান্ড থেকে কিনতে পারেন রাখির এই কম্বো উপহার

কয়েকদিন পর রাখিবন্ধন উৎসব। রাখি উৎসব ভাই বোনদের একটি অন্যতম উত্সব যা সম্পর্ক অটুট রাখে। রাখী বন্ধন শুধু কোনও অনুষ্ঠানই নয়, বহু যুগ ধরে ভাইয়ের দীর্ঘায়ু এবং মঙ্গল কামনা করে তাদের হাতে রাখী পরিয়ে দেয় বোনেরা।

0

কয়েকদিন পর রাখিবন্ধন উৎসব। রাখি উৎসব ভাই বোনদের একটি অন্যতম উত্সব যা সম্পর্ক অটুট রাখে। রাখী বন্ধন শুধু কোনও অনুষ্ঠানই নয়, বহু যুগ ধরে ভাইয়ের দীর্ঘায়ু এবং মঙ্গল কামনা করে তাদের হাতে রাখী পরিয়ে দেয় বোনেরা। পরিবর্তে বোনের সম্মান এবং সুরক্ষার দায়িত্বও নেয় ভাইয়েরা।

১। রিদ্ধিকা গোল্ড প্লেটেড রাখি-

একেবারে কটন  মেটিরিয়ালের এই রাখিটি লাল রঙের। দাদা থেকে ভাই সব বয়সের মানুষকেই এই রাখি পড়ানো যাবে।

দাম- ১২৩ টাকা।

২। ডিওড্যাপ ফ্লোরাল প্রিন্টেড রাখি কম্বো-

 ডিওড্যাপ ব্র্যান্ডের এই রাখি কম্বোর মধ্যে সিলভার রঙের একটি কয়েন আছে। এছাড়া কম্বোর মধ্যে রাখির সাথে চকোলেট ও ড্রাই ফ্রুটস পাওয়া যাবে।

দাম- ২১৯ টাকা।

৩। টায়েড রিবনস রাখি-

এই রাখিটি মাল্টিকালারের পেয়ে যাবেন। এছাড়া রাখির সাথে রয়েছে ১ টা কফি মাগ, একটি চালের প্যাকেট।

দাম- ২৯৯ টাকা।

৪। অর্চিস ডিজাইনার রাখি-

রদ্রাক্ষ মেটিরিয়ালের এই রাখি ট্রেডিশনাল ধরনের।

দাম- ১৪৯ টাকা।

৫। আরবান ফরেস্ট রাখি-

আরবান ফরেস্ট রাখির সাথে রয়েছে কম্বো গিফট। রেডউুড রঙের একটি লেদারের পার্স আছে এই কম্বোতে।

দাম- ৪৯৯ টাকা।

৬। লাকি জুয়েলারি রাখি গোল্ড প্লেটেড-

মেটালের এই রাখিটি সব বয়সের মানুষের জন্য কেনা যেতে পারে।

দাম- ৯৯ টাকা।

৭। কালেক্টবিল রাখি ফর ব্রাদার-

আইডল থিমের এই রাখিটি গোল্ডেন রঙের।

দাম- ৩৪৩ টাকা।

৮। জয়পুর প্রিমিয়াম রাখি-

মাল্টিকালারের রাখির কম্বো সেটে পাবেন ২ টি সুন্দর বাটি।

দাম- ৪৯৯ টাকা।

কেনাকাটা সংক্রান্ত খবর পড়তে নজর রাখুন খবর অনলাইন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.