Homeকেনাকাটাপকেটের সঙ্গে সামঞ্জস্য রেখে ৯ হাজারের নীচে স্মার্টফোন আনল রিয়েলমি  

পকেটের সঙ্গে সামঞ্জস্য রেখে ৯ হাজারের নীচে স্মার্টফোন আনল রিয়েলমি  

প্রকাশিত

নারজো (Narzo) সিরিজের অধীনে রিয়েলমি নারজো এন৬১ (Realme Narzo N61) স্মার্টফোন বাজারে এল। এই ফোনটিতে আরমোরশেল (ArmorShell) প্রোটেকশন এবং ৬ জিবি র‍্যাম (6GB RAM) এবং ৬জিবি ভার্চুয়াল র‍্যাম (6GB Virtual RAM) সহ মোট ১২জিবি র‍্যাম-এর (12GB RAM) পারফরমেন্স পাওয়া যাবে।

রিয়েলমি নারজো এন৬১ স্মার্টফোন দুটি স্টোরেজ ভেরিয়েন্টে বাজারে আনা  হয়েছে। ৪ জিবি র‍্যাম (4GB RAM) এবং ৬৪ জিবি স্টোরেজ মডেলের দাম ৭৪৯৯ টাকা আর ৬ জিবি র‍্যাম (6GB RAM) ও ১২৮ জিবি স্টোরেজ মডেলের দাম ৮৪৯৯ টাকা। সংস্থার পক্ষ থেকে এই ফোনটির ওপর ৫০০ টাকা ডিসকাউন্ট দেওয়া হবে এবং এর ফলে ফোনটির দাম যথাক্রমে ৬,৯৯৯ এবং ৭,৯৯৯ টাকা হয়ে যাবে।

নারজো এন৬১ ফোনটি ৬ আগস্ট থেকে ভয়েজ ব্লু (Voyage Blue) এবং মার্বেল ব্ল্যাক (Marble Black) রঙে পাওয়া যাবে। রিটেল স্টোরের পাশাপাশি রিয়েলমির নিজস্ব ওয়েবসাইট ও ই-কমার্স সংস্থা অ্যামাজন থেকেও এই নয়া মডেলের স্মার্টফোন কেনা যাবে।

রিয়েলমি নারজো এন৬১ স্মার্টফোনটিতে ১৬০০ x ৭২০ পিক্সেল রেজোলিউশনওয়ালা ৬.৭৪ ইঞ্চির এইচডি+ ওয়াটার ড্রপ নচ ডিসপ্লে রয়েছে। রিয়েলমি নারজো এন৬১ ৪জি ফোনটি অ্যান্ড্রয়েড ১৪ এবং রিয়েলমি ইউআই সহ বাজারে আনা হয়েছে।

প্রসেসিঙের জন্য এই ফোনটিতে ১.৮ গিগাহার্টস ক্লক স্পিডযুক্ত ইউনিসোক টি৬১২ (UNISOC T612) অক্টাকোর চিপসেট রয়েছে। উন্নতমানের ছবি ও ভিডিও তোলার জন্য রিয়েলমি নারজো এন৬১ স্মার্টফোনটিতে এফ/১.৮ অ্যাপার্চারযুক্ত ৩২ এমপি সুপার ক্লিয়ার ক্যামেরা (32MP Super Clear Camera) দেওয়া হয়েছে। একইভাবে সেলফি এবং ভিডিও কলের জন্য এতে ৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে। এ ছাড়াও পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে ইউএসবি টাইপ সি পোর্ট ও ১০ ওয়াট চার্জিং-সহ ৫০০০ এমএএইচ ব্যাটারি রয়েছে।

পাশাপাশি, এই স্মার্টফোনটিতে এআই বুস্ট ইঞ্জিন (AI Boost Engine) ফিচার যোগ করা হয়েছে। এই ফোনে ৩.৫মিমি হেডফোন জ্যাক এবং আইপি৫৪ (IP54) প্রোটেকশন-সহ ব্লুটুথ ৫.০ এবং ৫ গিগা হার্ৎজ Wi-Fi-এর মতো বিভিন্ন ফিচারও রয়েছে।

আরও পড়ুন

নয়া মডেলের স্মার্টফোন বাজারে আনল স্যামসাঙ, গ্যালাক্সি এম৩৫ ৫জি

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

আলোর উৎসবের প্রস্তুতিতে ব্যস্ত শহর, কালীপুজোর আগে শেষ টান শিল্পীদের তুলিতে

আর মাত্র দিন তিনেক বাকি কালীপুজো ও দীপাবলির। আলোর উৎসবের আগে ব্যস্ত শহর কলকাতা— কোথাও কালীমূর্তিতে তুলির শেষ টান, কোথাও দীপাবলির লাড্ডু তৈরির তোরজোড়। ক্যামেরাবন্দি করলেন চিত্র সাংবাদিক রাজীব বসু।

সুদীপের ৯৮ ও সুমন্তের অপরাজিত ৮২ রানের দৌলতে রনজিতে উত্তরাখণ্ডের বিরুদ্ধে এগিয়ে গেল বাংলা

রনজি ট্রফিতে উত্তরাখণ্ডের বিরুদ্ধে এগিয়ে গেল বাংলা। সুদীপ চট্টোপাধ্যায়ের ৯৮ ও সুমন্ত গুপ্তের অপরাজিত ৮২ রানের দৌলতে প্রথম ইনিংসে ৬১ রানে লিড। শুক্রবার লিড আরও বাড়ানোর লক্ষ্য বাংলার।

বিশ্বের অন্যতম দুর্বল পেনশন ব্যবস্থার তালিকায় ভারত, মার্সার রিপোর্টে উদ্বেগজনক তথ্য

মার্সার সিএফএ ইনস্টিটিউট গ্লোবাল পেনশন ইনডেক্স ২০২৫-এ বিশ্বের অন্যতম দুর্বল পেনশন ব্যবস্থার তালিকায় স্থান পেল ভারত। দেশটির রেটিং ‘Grade D’, যেখানে পেনশন কাঠামোয় বড় ঘাটতি নির্দেশ করেছে রিপোর্ট।

‘জিরো ক্যালরি’ ঠান্ডা পানীয় কি সত্যিই নিরাপদ? নতুন গবেষণায় চাঞ্চল্যকর তথ্য, বাড়ছে ফ্যাটি লিভারের ঝুঁকি

‘জিরো ক্যালরি’ ঠান্ডা পানীয় খেলে ক্ষতি হয় না— এমন ধারণা ভ্রান্ত। সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে, কৃত্রিম শর্করা দেওয়া পানীয় ফ্যাটি লিভারের ঝুঁকি ৫০–৬০% পর্যন্ত বাড়িয়ে দেয়।

আরও পড়ুন

সাশ্রয়ী মূল্যর বড়ো ডিসপ্লেওয়ালা Samsung Galaxy Tab A11 আনল Samsung

স্যামসাং ভারতে লঞ্চ করল Galaxy Tab A11। বড়ো ডিসপ্লে, Helio G99 চিপসেট, 5G কানেক্টিভিটি ও 5100mAh ব্যাটারি সহ আসছে এই ট্যাব। দাম শুরু মাত্র ১২,৯৯৯ টাকা।

ভারতে এল এআই ফিচার সহ স্যামসাঙের Galaxy Tab S10, দাম কত থেকে শুরু?

স্যামসাঙ লঞ্চ করল নতুন Galaxy Tab S10 Lite। 6GB/8GB RAM, বড়ো ডিসপ্লে, 8,000mAh ব্যাটারি, S Pen ও AI ফিচার সহ মিলবে এই ট্যাবলেট। দাম ২০-২২ হাজার টাকার মধ্যে।

মাত্র ₹৫০০-এর মধ্যে ১০টি রান্নাঘরের প্রয়োজনীয় জিনিস, অ্যামাজনে মিলছে দারুণ অফারে!

আধুনিক রান্নাঘরে ছোটখাটো স্মার্ট জিনিসের ভূমিকা দিন দিন বেড়েই চলেছে। ব্যস্ত সময়ে সঠিক জিনিসটি...