প্রত্যেক পুজোয় নতুন একটা ফ্যাশন ট্রেন্ড রাজত্ব করে। প্রায় কমবেশি সকলেই সেই ট্রেন্ডের স্রোতে গা ভাসাতে বেশ পছন্দ করেন। তবে এইবারের পুজোর সাজ হবে একটু আলাদা একটু অন্যরকম। কিন্তু কীভাবে বরং জেনে নেওয়া যাক।
১। গোসিরিকি উইমেন্স কটন প্রিন্টেড কুর্তা উইথ প্যান্ট অ্যান্ড দোপাট্টা –
কটন ব্লেন্ডের এই কুর্তাটি পিচ রঙের। গোল শেপের গলার ডিজাইনের এই কুর্তাটি ড্রাই ক্লিন করালেই হবে।
২। অনি ডিজাইনার উইমেন্স কটন ব্লেন্ড কুর্তা উইথ প্যান্ট অ্যান্ড দোপাট্টা-
স্ট্রেট স্টাইলের এই কুর্তাটি কাফ লেন্থের। যে কোনও অনুষ্ঠানে এই কুর্তা সেটটি পড়া যাবে।
৩। সানিসা উইমেন্স সিল্ক কুর্তা সেট-
এই কুর্তা সেটটি দোলা সিল্ক মেটিরিয়ালের। কুর্তা সেটের মধ্যে ফয়েল প্রিন্টের কাজ রয়েছে।
৪। আমায়ারা উইমেন্স ফ্লোরাল প্রিন্টেড কুর্তা সেট-
আমায়ারা এই ব্র্যান্ডের কুর্তা সেটটি রেয়ন মেটিরিয়ালের।
৫। ভামসি উইমেন্স কটন ব্লেন্ড কুর্তা উইথ প্যান্ট অ্যান্ড দোপাট্টা-
রেগুলার ফিট টাইপের এই কুর্তা সেটটি পলি কটন ব্লেন্ডের।
৬। এথেনিক জাংশন উইমেন্স কুর্তা অ্যান্ড দোপাট্টা সেট-
জর্জেট মেটিরিয়ালের এই কুর্তা সেটটি কালো রঙের। কুর্তাটির মধ্যে সুন্দর করে চিকনকারির কাজ করা আছে।
৭। লুকমার্ক উইমেন্স আর্ট সিল্ক কুর্তা সেট-
আর্ট সিল্ক এই কুর্তা সেটটি মেশিন ওয়াশ করতে হবে।
৮। মিস ফেম উইমেন্স কটন কুর্তা সেট-
এই কুর্তা সেটটি আনারকলি স্টাইলের।
৯। ভ্রেডভোগেল কটন সিল্ক কুর্তা সেট-
এই কুর্তা সেটটিতে ৮০ শতাংশ কটন ও ২০ শতাংশ সিল্ক।
কেনাকাটা সংক্রান্ত খবর পড়তে নজর রাখুন খবর অনলাইন