Homeখেলাধুলোসিএবি টুর্নামেন্টে কালীঘাটে খেলার জন্য সই করলেন মনোজ, ঋদ্ধিমান, অনুষ্টুপ

সিএবি টুর্নামেন্টে কালীঘাটে খেলার জন্য সই করলেন মনোজ, ঋদ্ধিমান, অনুষ্টুপ

প্রকাশিত

নিজেদের পুরনো ক্লাবে ফিরে এলেন ভারতের জাতীয় দলের প্রাক্তন উইকেটকিপার ঋদ্ধিমান সাহা এবং বাংলার প্রাক্তন অধিনায়ক মনোজ তিওয়ারি। চলতি মরশুমে সিএবি টুর্নামেন্টে কালীঘাট ক্লাবে খেলার জন্য তাঁরা স্বাক্ষর করলেন। একই সঙ্গে কালীঘাটে খেলার জন্য সই করেছেন গতবারের বাংলার বর্ষসেরা খেলোয়াড় অনুষ্টুপ মজুমদার। উল্লেখ্য, বাংলার এই তিন সিনিয়র ক্রিকেটার তাঁদের ক্রিকেটজীবন শুরু করেন কাস্টমস ক্লাবে। তারপর তিনজনেই চলে আসেন কালীঘাটে।

কালীঘাটে ফিরে আসা প্রসঙ্গে মনোজ তিওয়ারি বললেন, “আমি আর্থিক কোনো লেনদেন ছাড়াই এই ক্লাবে স্বাক্ষর করলাম, কারণ আমার মনে হয় জুনিয়র ক্রিকেটারদের জন্য সিনিয়র ক্রিকেটার হিসাবে আমার কিছু কর্তব্য পালন করার আছে। এই ক্লাবে আমার সতীর্থদের জন্য যতটা পারব নিজেকে উজাড় করে দেব।”

ছবি; সঞ্জয় হাজরা

ভারতীয় ক্রিকেটে বিখ্যাত উইকেটকিপার ঋদ্ধিমান সাহা বলেন, “অনেকদিন পরে নিজের পুরোনো ক্লাবে ফিরে আসতে পেরে ভালো লাগছে। পুরোনো সাথি আর নতুন প্রজন্মের খেলোয়াড়দের সঙ্গে খেলতে পারব, এটা ভেবেই খুব খুশি আমি।”

গতবারে বাংলার বর্ষসেরা খেলোয়াড় অনুষ্টুপ মজুমদার বলেন, “আমি অনেকদিনই এই ক্লাবের সঙ্গে যুক্ত। তবে পুরোনো সতীর্থদের আবার পাশে পেয়ে ভালো লাগছে। আশা করি এই মরশুমটা আমাদের ভালো যাবে।”

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

গৌরী লঙ্কেশ হত্যা মামলার অভিযুক্ত শ্রীকান্ত পাঙ্গারকর জালনা পুরসভার কাউন্সিলর নির্বাচিত

সাংবাদিক-অ্যাক্টিভিস্ট গৌরী লঙ্কেশ হত্যা মামলার অভিযুক্ত শ্রীকান্ত পাঙ্গারকর মহারাষ্ট্রের জালনা পুরসভার কাউন্সিলর নির্বাচিত। স্বতন্ত্র প্রার্থী হিসেবে বিজেপি প্রার্থীকে হারালেন তিনি।

কলকাতায় ফের অগ্নিকাণ্ড, তপসিয়ার সোফা কারখানায় আগুন; ১১টি ইঞ্জিনে লড়াই দমকলের

কলকাতার তপসিয়ায় একটি সোফা কারখানায় ভয়াবহ আগুন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের অন্তত ১১টি ইঞ্জিন। এখনও পর্যন্ত হতাহতের খবর নেই।

উত্তরবঙ্গকে টেক্কা দিল দক্ষিণবঙ্গের দাপুটে শীত, কলকাতায় পারদ ১২.৫; কী বলছে পূর্বাভাস?

দক্ষিণবঙ্গেই শীতের দাপট। কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা নেমেছে ১২.৫ ডিগ্রিতে। রাজ্যের সর্বত্র কুয়াশার সতর্কতা জারি। আগামী দিনে ধীরে ধীরে বাড়তে পারে তাপমাত্রা।

এসআইআর তালিকায় সংশোধনে আরও সময় বাড়ল কমিশন, কতদিন পর্যন্ত করা যাবে আবেদন?

বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) ভোটার তালিকার খসড়ায় ভুল সংশোধনের সময়সীমা আরও চার দিন বাড়াল নির্বাচন কমিশন। আবেদন করা যাবে ১৯ জানুয়ারি পর্যন্ত। চূড়ান্ত তালিকা প্রকাশ ১৪ ফেব্রুয়ারি।

আরও পড়ুন

২০২৫-২৬ আইএসএল আয়োজন করবে এআইএফএফ, লিগ শুরুর দিন ঘোষণা হবে আগামী সপ্তাহে

দীর্ঘ অনিশ্চয়তার অবসান। ২০২৫-২৬ মরসুমের ইন্ডিয়ান সুপার লিগ আয়োজনের দায়িত্ব নিল এআইএফএফ। লিগ শুরুর দিন ঘোষণা হবে আগামী সপ্তাহে, ফি ও ফরম্যাট নিয়ে চলছে আলোচনা।

মেসিকে দেখতে না পেয়ে ক্ষোভে ফেটে পড়ল যুবভারতী, চেয়ার ভাঙচুর থেকে মাঠে ঢুকে পড়া—রণক্ষেত্রের চেহারা স্টেডিয়ামের

লিয়োনেল মেসিকে গ্যালারি থেকে দেখা না যাওয়ায় যুবভারতী ক্রীড়াঙ্গনে তীব্র বিশৃঙ্খলা। চেয়ার ভাঙচুর, বোতল ছোড়া ও ফেন্সিং ভেঙে মাঠে ঢুকে পড়ে দর্শকেরা। নেতা-মন্ত্রীদের ঘিরে থাকার অভিযোগে ক্ষুব্ধ ফুটবলপ্রেমীরা।

অস্ট্রেলিয়ান ওপেন চ্যাম্পিয়ন লক্ষ্য সেন, ফাইনালে দাপুটে জয় জাপানের তানাকার বিরুদ্ধে

অস্ট্রেলিয়ান ওপেন ২০২৫-এ জাপানের ইউশি তানাকাকে ২১–১৫, ২১–১১-এ হারিয়ে চ্যাম্পিয়ন হলেন ভারতের লক্ষ্য সেন। মাত্র ৩৮ মিনিটে দাপুটে জয়ের মাধ্যমে বছরের প্রথম বড় খেতাব জিতলেন এই ব্যাডমিন্টন তারকা। এই জয়ে ফের বিশ্ব র‌্যাঙ্কিংয়ের সেরা ১০-এর পথে লক্ষ্য।