বাকু (আজারবাইজান): দাবা বিশ্বকাপ ফাইনালে রমেশবাবু প্রজ্ঞানানন্দ বনাম ম্যাগনাস কার্লসেনের ম্যাচের দ্বিতীয় গেমও অমীমাংসিত থাকল। মঙ্গলবার প্রথম গেমও ড্র হয়। ফলে ফাইনালের ম্যাচ টাইব্রেকারে গেল।
দাবা বিশ্ব র্যাঙ্কিং-এ এক নম্বরে থাকা কার্লসেনের সঙ্গে প্রজ্ঞানানন্দের গেম মঙ্গলবারের তুলনায় এ দিন আরও তাড়াতাড়ি শেষ হয়। গতকাল গেম ৩৫ চাল পর্যন্ত গড়িয়েছিল। আজ ৩০ চালের পরে দুই খেলোয়াড় গেম ড্র রাখতে সম্মত হন।
বাকুতে আয়োজিত ফাইনালে এ দিন পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়ন কার্লসেন সাদা ঘুঁটি নিয়ে খেলা শুরু করেন। কিন্তু ১৮ বছর বয়সি প্রজ্ঞানানন্দকে তিনি খুব একটা অসুবিধায় ফেলতে পারেননি। তবে ভারতের দাবা কিংবদন্তি বিশ্বনাথন আনন্দ অনুমান করেছিলেন, কার্লসেন এ দিন ড্র-এর জন্য খেলবেন।
ম্যাচের ধারাভাষ্যকাররাও বলেন, এ দিন খেলার শুরুতে মনে হয়েছিল কার্লসেন ড্র-এর জন্য খেলবেন, তিনি ফাইনাল ম্যাচ তৃতীয় দিনে নিয়ে যাবেন। কারণ খাদ্যে বিষক্রিয়ার জন্য তাঁর শরীর খুব একটা ভালো যাচ্ছে না। আজকের গেমের পর কার্লসেন সুস্থ হওয়ার সময় পেলেন কিছুটা।
কালো ঘুঁটি নিয়ে প্রজ্ঞানানন্দ শুরুর দিকে কিছুটা এগিয়ে ছিলেন। কিন্তু শেষ পর্যন্ত সেই সুবিধাটা তিনি কাজে লাগাতে পারেননি। এই টুর্নামেন্টে প্রজ্ঞানানন্দ দারুণ খেলছেন। ফাইনালে পৌঁছোনোর পথে তিনি বিশ্ব র্যাঙ্কিং-এ দু-নম্বরে থাকা হিকারু নাকামুরা এবং ৩ নম্বরে থাকা ফাবিয়ানো কারুয়ানাকে পরাস্ত করেছেন।
বৃহস্পতিবার দুজনের মধ্যে টাইব্রেকারের ম্যাচ অনুষ্ঠিত হবে। টাইব্রেকারে ২টি গেম র্যাপিড ফরম্যাটে খেলা হবে। প্রত্যেক খেলোয়াড় ২৫ মিনিট করে সময় পাবেন। তাতেও ফয়সালা না হলে প্রত্যেক খেলোয়াড়কে ৫ মিনিট করে সময় দিয়ে আরও ২টি গেম খেলা হবে।