Homeখেলাধুলো২০২৫-২৬ আইএসএল আয়োজন করবে এআইএফএফ, লিগ শুরুর দিন ঘোষণা হবে আগামী সপ্তাহে

২০২৫-২৬ আইএসএল আয়োজন করবে এআইএফএফ, লিগ শুরুর দিন ঘোষণা হবে আগামী সপ্তাহে

দীর্ঘ অনিশ্চয়তার অবসান। ২০২৫-২৬ মরসুমের ইন্ডিয়ান সুপার লিগ আয়োজনের দায়িত্ব নিল এআইএফএফ। লিগ শুরুর দিন ঘোষণা হবে আগামী সপ্তাহে, ফি ও ফরম্যাট নিয়ে চলছে আলোচনা।

প্রকাশিত

দীর্ঘ অনিশ্চয়তার অবসান। All India Football Federation (AIFF) ঘোষণা করেছে, ২০২৫-২৬ মরসুমের Indian Super League (ISL) আয়োজন করবে তারাই। এআইএফএফ-এর জরুরি কমিটি (Emergency Committee) আইএসএল–এআইএফএফ কো-অর্ডিনেশন কমিটির রিপোর্ট পর্যালোচনা করার পরই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। লিগ শুরুর দিনক্ষণ আগামী সপ্তাহে ঘোষণা করা হবে বলে জানিয়েছে ফেডারেশন।

প্রসঙ্গত, ২০২৪ সালের ডিসেম্বর মাসে প্রাক্তন বাণিজ্যিক স্বত্বাধিকারীর সঙ্গে মাস্টার রাইটস অ্যাগ্রিমেন্টের মেয়াদ শেষ হওয়ার পর থেকেই আইএসএল শুরুর বিষয়টি অনিশ্চিত হয়ে পড়ে। এআইএফএফ-এর নির্দেশ অনুযায়ী, কো-অর্ডিনেশন কমিটি ২০২৫ সালের ২ জানুয়ারি তাদের রিপোর্ট জমা দেয়। সেই রিপোর্ট আনুষ্ঠানিকভাবে গ্রহণ করেছে জরুরি কমিটি।

কমিটির সুপারিশে বলা হয়েছে, লিগ শুরু নিয়ে আর দেরি না করে দ্রুত সূচি ঘোষণা করা উচিত। পাশাপাশি, কোনও ক্লাব যদি অংশগ্রহণে অস্বীকার করে, তবে তাকে অযোগ্য ঘোষণা করে অবিলম্বে নিম্ন ডিভিশনে নামিয়ে দেওয়ার সুপারিশও করা হয়েছে।

পরিচালনাগত দিক থেকে কমিটি জানিয়েছে, রেফারিদের খরচ ও সম্প্রচার (ব্রডকাস্ট) প্রোডাকশনের ব্যয় বহন করবে এআইএফএফ। তবে ক্লাবগুলিকেই আগের মরসুমগুলির মতো নিজেদের হোম ম্যাচ আয়োজন করতে হবে। এছাড়াও প্রতিটি ক্লাবের জন্য ১ কোটি টাকা করে অংশগ্রহণ ফি ধার্য করার প্রস্তাব দেওয়া হয়েছে।

যদিও এই অংশগ্রহণ ফি নিয়ে এখনও আলোচনা চলছে। সূত্রের খবর, ক্লাবগুলিকে ২০২৬ সালের জুন পর্যন্ত ওই ১ কোটি টাকা জমা দেওয়ার সময়সীমা দেওয়া হতে পারে। বিশেষ ক্ষেত্রে চলতি মরসুমে অপারেশনাল খরচের একটি অংশ এআইএফএফ বহন করতে পারে বলেও ইঙ্গিত দেওয়া হয়েছে।

প্রতিযোগিতার ফরম্যাট নিয়েও চূড়ান্ত সিদ্ধান্ত বাকি। এআইএফএফ একদিকে হোম ও অ্যাওয়ে ভিত্তিক সিঙ্গল-লিগ ফরম্যাট, অন্যদিকে কেন্দ্রীয় ভেন্যুতে আয়োজন— এই দুই বিকল্প নিয়ে ভাবনাচিন্তা করছে। যদি সব ১৪টি দল অংশ নেয়, তবে প্রতিটি দল প্রায় ১৩টি করে ম্যাচ খেলবে। ফরম্যাট চূড়ান্ত হওয়ার পর এআইএফএফ, Asian Football Confederation (AFC)-এর ২৪ ম্যাচের নিয়ম থেকে ছাড় (exemption) চাওয়ার পরিকল্পনাও করছে, যাতে মহাদেশীয় প্রতিযোগিতায় যোগ্যতা নির্ধারণে সমস্যা না হয়।

উল্লেখযোগ্যভাবে, ১ জানুয়ারি ১৪টি আইএসএল ক্লাবের মধ্যে ১৩টি ক্লাব এআইএফএফ-কে চিঠি দিয়ে জানায়, যদি অংশগ্রহণ ফি না নেওয়া হয় এবং প্রতিযোগিতার আর্থিক দায় এআইএফএফ নেয়, তাহলে তারা খেলতে রাজি। পাশাপাশি ক্লাবগুলি লিগের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে একটি স্পষ্ট ও সময়বদ্ধ রোডম্যাপ চেয়েছে— যেখানে নতুন কমার্শিয়াল পার্টনার বা ব্রডকাস্টার নিয়োগ এবং আর্থিকভাবে স্বনির্ভর লিগ গঠনের সময়সীমা উল্লেখ থাকবে।

ক্লাবগুলির আরও দাবি, আইএসএল মরসুমকে টেকসই করতে কেন্দ্রীয় সরকার বা প্রাতিষ্ঠানিক স্তর থেকে আর্থিক ও বাণিজ্যিক সহায়তা পাওয়ার বিষয়েও উদ্যোগ নিক এআইএফএফ।

সব মিলিয়ে, এআইএফএফের এই সিদ্ধান্তের ফলে ২০২৫-২৬ মরসুমের আইএসএল আয়োজন নিয়ে তৈরি হওয়া জট অনেকটাই কাটল বলেই মনে করছেন ভারতীয় ফুটবল মহলের একাংশ।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

বিউটি পার্লারে চুল ধোয়াই ডেকে আনতে পারে স্ট্রোক! জানুন বিপদ

বিউটি পার্লারে চুল ধোওয়া বা বিউটি ট্রিটমেন্টের সময় ভুল ভঙ্গিতে ঘাড় রাখলে হতে পারে ‘বিউটি পার্লার স্ট্রোক সিনড্রোম’। কী এই রোগ, উপসর্গ কী, কারা বেশি ঝুঁকিতে—জানুন বিস্তারিত।

এজলাসে হইচই, আইপ্যাক মামলার শুনানি স্থগিত

এজলাসে ভিড় ও হইচইয়ের জেরে আইপ্যাক সংক্রান্ত জোড়া মামলার শুনানি শুরু করা গেল না। বিচারপতি শুভ্রা ঘোষ শুনানি ১৪ জানুয়ারি পর্যন্ত মুলতুবি রাখায় কলকাতা হাই কোর্টে রাজনৈতিক ও আইনি উত্তেজনা বেড়েছে।

হোয়াটসঅ্যাপ গ্রুপ চ্যাটে আসছে ৩ নতুন ফিচার, বদলাবে ব্যবহার

হোয়াটসঅ্যাপ গ্রুপ চ্যাটে যোগ হচ্ছে তিনটি নতুন ফিচার—মেম্বার ট্যাগ, টেক্সট স্টিকার ও ইভেন্ট রিমাইন্ডার। ধাপে ধাপে এই আপডেট সব ব্যবহারকারীর কাছে পৌঁছবে বলে জানাল WhatsApp।

ইরানে কেন এতো তীব্র হল গণবিক্ষোভ?

রানে সরকার-বিরোধী গণবিক্ষোভ চরমে। ৪২ জনের মৃত্যুর দাবি, ইন্টারনেট বন্ধ করে কড়া দমন প্রশাসনের। অর্থনৈতিক সংকট ও ধর্মীয় নেতৃত্বের বিরুদ্ধে আন্দোলন ছড়িয়েছে ৩১টি প্রদেশে।

আরও পড়ুন

মেসিকে দেখতে না পেয়ে ক্ষোভে ফেটে পড়ল যুবভারতী, চেয়ার ভাঙচুর থেকে মাঠে ঢুকে পড়া—রণক্ষেত্রের চেহারা স্টেডিয়ামের

লিয়োনেল মেসিকে গ্যালারি থেকে দেখা না যাওয়ায় যুবভারতী ক্রীড়াঙ্গনে তীব্র বিশৃঙ্খলা। চেয়ার ভাঙচুর, বোতল ছোড়া ও ফেন্সিং ভেঙে মাঠে ঢুকে পড়ে দর্শকেরা। নেতা-মন্ত্রীদের ঘিরে থাকার অভিযোগে ক্ষুব্ধ ফুটবলপ্রেমীরা।

অস্ট্রেলিয়ান ওপেন চ্যাম্পিয়ন লক্ষ্য সেন, ফাইনালে দাপুটে জয় জাপানের তানাকার বিরুদ্ধে

অস্ট্রেলিয়ান ওপেন ২০২৫-এ জাপানের ইউশি তানাকাকে ২১–১৫, ২১–১১-এ হারিয়ে চ্যাম্পিয়ন হলেন ভারতের লক্ষ্য সেন। মাত্র ৩৮ মিনিটে দাপুটে জয়ের মাধ্যমে বছরের প্রথম বড় খেতাব জিতলেন এই ব্যাডমিন্টন তারকা। এই জয়ে ফের বিশ্ব র‌্যাঙ্কিংয়ের সেরা ১০-এর পথে লক্ষ্য।

অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে লক্ষ্য সেন; তিন গেমের লড়াইয়ে বিশ্বের ৬ নম্বরকে হারিয়ে দুরন্ত জয় বাঙালি শাটলারের

অস্ট্রেলিয়ান ওপেন সুপার ৫০০-র ফাইনালে উঠলেন বাঙালি শাটলার লক্ষ্য সেন। তিন গেমের তীব্র লড়াইয়ে বিশ্ব নম্বর ৬ চৌ তিয়েন চেনকে হারালেন ২৪ বছরের ভারতীয় তারকা।