Homeখেলাধুলোঅলিম্পিকে কুস্তিতে ব্রোঞ্জ জয় আমন শেহরাওয়াতের, ষষ্ঠ পদক এল ভারতের ঝুলিতে 

অলিম্পিকে কুস্তিতে ব্রোঞ্জ জয় আমন শেহরাওয়াতের, ষষ্ঠ পদক এল ভারতের ঝুলিতে 

প্রকাশিত

আরও একবার গর্বিত হলো ভারত। কুস্তিগির আমন শেহরাওয়াতের হাত ধরে দেশের ঝুলিতে এল ব্রোঞ্জ পদক। ৫৭ কেজি ফ্রিস্টাইল বিভাগে পুয়ের্তো রিকোর দারিয়ান ক্রুজকে ১৩-৫ ব্যবধানে হারিয়ে এই পদক জিতেছেন আমন। তাঁর এই জয় কুস্তিতে ভারতের প্রথম পদক, যা নিয়ে ভারতীয় ক্রীড়ামহলে শুরু হয়েছে উদযাপন।

সেমিফাইনালে জাপানের রেই হিগুচির কাছে ১০-০ ব্যবধানে পরাজিত হলেও, আমন হার মানেননি। তিনি এদিনের ম্যাচে শুরু থেকেই আক্রমণাত্মক ছিলেন। প্রথমে ১ পয়েন্ট পিছিয়ে পড়লেও দ্রুতই ২ পয়েন্টের লিড নেন। ক্রমাগত লেগ অ্যাটাক করে দারিয়ানকে চাপে রেখে শেষে ১৩-৫ ব্যবধানে জয় নিশ্চিত করেন।

এই জয় ভারতের ষষ্ঠ পদক এবং কুস্তিতে প্রথম পদক। অলিম্পিকে নিজের প্রথম পদক পেয়ে আমন জানিয়ে দিলেন, এই সাফল্য তিনি উৎসর্গ করছেন তাঁর প্রয়াত মা-বাবাকে এবং গোটা দেশকে। ২১ বছর বয়সি আমন ভারতের সর্বকনিষ্ঠ অ্যাথলিট হিসেবে অলিম্পিকে পদক জয় করে ইতিহাস রচনা করলেন।

যে বয়সে বেশিরভাগ মানুষ নিজেদের কেরিয়ারের দিশা খুঁজে বের করেন, সেই বয়সেই আমন তাঁর লড়াইয়ের মনোভাব দিয়ে প্রমাণ করে দিলেন তিনি ব্যতিক্রমী। এই সাফল্য শুধু তাঁর ব্যক্তিগত অর্জন নয়, বরং পুরো ভারতীয় কুস্তি দলের জন্য একটি নতুন প্রেরণা। ভিনেশ ফোগাট, নিশা দাহিয়াদের হতাশার মাঝেও আমন শেহরাওয়াত অলিম্পিকের মঞ্চে দেশের পতাকা উঁচু করে ধরলেন।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

ভারত-নিউজিল্যান্ড প্রথম একদিনের ম্যাচ: বল হাতে জেমিসনের জাদু সত্ত্বেও কোহলি-শুভমন-ঋষভের দাপটে এল জয়

নিউজিল্যান্ড: ৩০০-৮ (ড্যারিল মিচেল ৮৪, হেনরি নিকোলস ৬২, ডেভন কোনওয়ে ৫৪, মহম্মদ সিরাজ ২-৪০,...

পরিবেশ সচেতনতার বার্তা দিতে ‘সবুজপুকুর মেলা’ অনুষ্ঠিত হল ঢাকুরিয়া যুবতীর্থ শিশু উদ্যানে

নিজস্ব প্রতিনিধি:  দীর্ঘ প্রচেষ্টার পর গড়ফা-ঢাকুরিয়া-হালতু অঞ্চলে সবুজপুকুর জলাশয়ের সংরক্ষণ করা সম্ভব হয়েছে। চলতি...

প্রিজারভেটিভ দেওয়া প্রসেসড খাবারে বাড়ছে ক্যানসারের ঝুঁকি! ব্রিটিশ মেডিক্যাল জার্নালের গবেষণায় চাঞ্চল্যকর তথ্য

প্রিজারভেটিভ মেশানো প্রসেসড খাবার ও পানীয় নিয়মিত খেলে ক্যানসারের ঝুঁকি উল্লেখযোগ্য ভাবে বাড়ে—ব্রিটিশ মেডিক্যাল জার্নালে প্রকাশিত ফরাসি গবেষণায় উঠে এল উদ্বেগজনক তথ্য।

ভারতে প্রথম! সরকারি হাসপাতালে সম্পূর্ণ AI নির্ভর হেলথ ক্লিনিক চালু গ্রেটার নয়ডায়

ভারতে প্রথমবার কোনও সরকারি হাসপাতালে চালু হল সম্পূর্ণ AI নির্ভর হেলথ ক্লিনিক। গ্রেটার নয়ডার GIMS-এ এই পরিষেবা প্রান্তিক মানুষের চিকিৎসায় নতুন দিগন্ত খুলবে।

আরও পড়ুন

২০২৫-২৬ আইএসএল আয়োজন করবে এআইএফএফ, লিগ শুরুর দিন ঘোষণা হবে আগামী সপ্তাহে

দীর্ঘ অনিশ্চয়তার অবসান। ২০২৫-২৬ মরসুমের ইন্ডিয়ান সুপার লিগ আয়োজনের দায়িত্ব নিল এআইএফএফ। লিগ শুরুর দিন ঘোষণা হবে আগামী সপ্তাহে, ফি ও ফরম্যাট নিয়ে চলছে আলোচনা।

মেসিকে দেখতে না পেয়ে ক্ষোভে ফেটে পড়ল যুবভারতী, চেয়ার ভাঙচুর থেকে মাঠে ঢুকে পড়া—রণক্ষেত্রের চেহারা স্টেডিয়ামের

লিয়োনেল মেসিকে গ্যালারি থেকে দেখা না যাওয়ায় যুবভারতী ক্রীড়াঙ্গনে তীব্র বিশৃঙ্খলা। চেয়ার ভাঙচুর, বোতল ছোড়া ও ফেন্সিং ভেঙে মাঠে ঢুকে পড়ে দর্শকেরা। নেতা-মন্ত্রীদের ঘিরে থাকার অভিযোগে ক্ষুব্ধ ফুটবলপ্রেমীরা।

অস্ট্রেলিয়ান ওপেন চ্যাম্পিয়ন লক্ষ্য সেন, ফাইনালে দাপুটে জয় জাপানের তানাকার বিরুদ্ধে

অস্ট্রেলিয়ান ওপেন ২০২৫-এ জাপানের ইউশি তানাকাকে ২১–১৫, ২১–১১-এ হারিয়ে চ্যাম্পিয়ন হলেন ভারতের লক্ষ্য সেন। মাত্র ৩৮ মিনিটে দাপুটে জয়ের মাধ্যমে বছরের প্রথম বড় খেতাব জিতলেন এই ব্যাডমিন্টন তারকা। এই জয়ে ফের বিশ্ব র‌্যাঙ্কিংয়ের সেরা ১০-এর পথে লক্ষ্য।