Homeখেলাধুলোইতিহাস গড়লেন অনিমেষ কুজুর, ভারতের প্রথম পুরুষ স্প্রিন্টার হিসাবে নামবেন ওয়ার্ল্ড অ্যাথলেটিক্স...

ইতিহাস গড়লেন অনিমেষ কুজুর, ভারতের প্রথম পুরুষ স্প্রিন্টার হিসাবে নামবেন ওয়ার্ল্ড অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে

প্রকাশিত

ভারতীয় অ্যাথলেটিক্সে নতুন ইতিহাস রচনা করলেন অনিমেষ কুজুর। দেশের প্রথম পুরুষ স্প্রিন্টার হিসাবে যোগ্যতা অর্জন করলেন আসন্ন ওয়ার্ল্ড অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে। চেন্নাইয়ে আয়োজিত আন্তঃরাজ্য অ্যাথলেটিক্স প্রতিযোগিতায় ২০০ মিটার স্প্রিন্টে ২০.৬৩ সেকেন্ডে সোনা জিতে বিশ্বমঞ্চে অংশ নেওয়ার যোগ্যতা অর্জন করেন ছত্তীসগঢ়ের এই ২২ বছরের প্রতিভাবান অ্যাথলিট।

আগামী সেপ্টেম্বরে জাপানের টোকিয়োয় বসবে ওয়ার্ল্ড অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ। সেই প্রতিযোগিতায় ভারতের হয়ে প্রতিনিধিত্ব করা এখন নিশ্চিত অনিমেষের। বর্তমানে তিনি দেশের দ্রুততম পুরুষ স্প্রিন্টারও। কয়েক মাস আগে গ্রিসে আয়োজিত প্রতিযোগিতায় ১০০ মিটার দৌড়ে ১০.১৮ সেকেন্ডে জাতীয় রেকর্ড গড়েছিলেন তিনি। এবার ২০০ মিটারেও নতুন মিট রেকর্ড গড়লেন।

অনিমেষের কোচ মার্টিন ওয়েনস ছাত্রের পারফরম্যান্সে উচ্ছ্বসিত। তিনি বলেছেন, “এ বছর অনিমেষের পারফরম্যান্সে আমি খুব খুশি। মরসুমের শুরুতে জাতীয় রেকর্ড গড়া অপ্রত্যাশিত ছিল। এবার বিশ্বচ্যাম্পিয়নশিপের যোগ্যতাও অর্জন করল। কঠোর পরিশ্রমের ফল পাচ্ছে ও। ভারতের রিলে দলের সদস্যও হয়েছে। সত্যিই দুর্দান্ত বছর যাচ্ছে।”

তবে টোকিয়ো থেকে পদকের আশা করছেন না ওয়েনস। বাস্তববাদী কোচ জানালেন, “বিশ্ব পর্যায়ের পদক জিততে হলে আরও উন্নতি প্রয়োজন। এ বার লক্ষ্য থাকবে অভিজ্ঞতা অর্জন। বিশ্বের সেরাদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ পাবে অনিমেষ। আগামীবার অবশ্যই পদকের জন্য লড়বে।”

চেন্নাই মিটের পর আপাতত বিশ্রামে থাকবেন অনিমেষ। ছোটখাট চোট সারানোর পর টোকিয়োর আসরের এক সপ্তাহ আগে ফের প্রস্তুতি শুরু করবেন তিনি। দেশের তরুণ এই তারকার হাত ধরেই ভারতীয় অ্যাথলেটিক্সে নতুন দিগন্ত উন্মোচিত হওয়ার আশা দেখছে ক্রীড়ামহল।

আরও পড়ুন: ডুরান্ড কাপ ২০২৫: ধরাশায়ী ডায়মন্ড হারবার, কাপ থাকল নর্থইস্টের ঘরেই

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

কলকাতায় সাউথ সিটি মলে স্কেচার্সের নতুন স্টোর উদ্বোধন করলেন কার্তিক আরিয়ান

কলকাতার সাউথ সিটি মলে নতুন স্টোর খুলল স্কেচার্স। উদ্বোধনে উপস্থিত ছিলেন ব্র্যান্ড অ্যাম্বাসাডর কার্তিক আরিয়ান। কমিউনিটি গোল চ্যালেঞ্জে অংশ নিয়ে কেল ফাউন্ডেশনে শিশুদের জন্য জুতো দান করল সংস্থা।

পুজোর আগে সুখবর, সরকারি কর্মীদের জন্য এলটিসি-এইচটিসির মেয়াদ বাড়ল এক বছর

রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় সিদ্ধান্ত নিল নবান্ন। এলটিসি ও এইচটিসির মেয়াদ বাড়িয়ে ২০২৬ সালের ৩১ অক্টোবর পর্যন্ত করা হল। আগামী এক বছরের মধ্যে যাঁরা সুবিধা নিতে পারেননি, তাঁরা তা ব্যবহার করতে পারবেন।

কবি সুভাষের পর শহিদ ক্ষুদিরামেও পরিষেবা কমল, পুজোর মুখে বিপাকে মেট্রো যাত্রীরা

দক্ষিণ কলকাতার শহিদ ক্ষুদিরাম স্টেশনে মেট্রো পরিষেবা কমানোর সিদ্ধান্ত নিল কর্তৃপক্ষ। কবি সুভাষ স্টেশনে সংস্কারের কাজ চলায় আগেই বন্ধ ছিল পরিষেবা। বৃহস্পতিবার লাইনের গণ্ডগোলে অর্ধঘণ্টা বন্ধও থাকল মেট্রো।

উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণেও ঝড়বৃষ্টি; একাধিক জেলায় সতর্কতা জারি

মৌসুমি অক্ষরেখা ও ঘূর্ণাবর্তের প্রভাবে রাজ্যে ঝড়বৃষ্টি। উত্তরবঙ্গের পাঁচ জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা, আলিপুরদুয়ারে কমলা সতর্কতা। দক্ষিণবঙ্গেও একাধিক জেলায় হলুদ সতর্কতা জারি।

আরও পড়ুন

কলকাতা লিগে ইস্টবেঙ্গলের দাপট, ইউনাইটেড কলকাতাকে ৩-০ গোলে হারাল লাল-হলুদ

কলকাতা ফুটবল লিগে ঘরের মাঠে দুরন্ত জয় পেল ইস্টবেঙ্গল। নসিব রহমান, পিভি বিষ্ণু ও গুইতের গোলে ইউনাইটেড কলকাতাকে ৩-০ গোলে হারাল বিনো জর্জের দল।

এশিয়া কাপ হকি: কোরিয়াকে হারিয়ে চ্যাম্পিয়ন ভারত, খুলে গেল বিশ্বকাপের দরজা

ভারত: ৪ (সুখজিৎ সিংহ, দিলপ্রীত সিংহ ২, অমিত রোহিদাস) কোরিয়া: ১ (সন দাইন) রাজগীর (বিহার):...

পুরুষদের দলগত কমপাউন্ডে সোনা, বিশ্ব তিরন্দাজিতে প্রথমবার ইতিহাস ভারতের

বিশ্ব তিরন্দাজি চ্যাম্পিয়নশিপে প্রথমবার পুরুষদের দলগত কমপাউন্ড বিভাগে সোনা জিতল ভারত। ফাইনালে ফ্রান্সকে হারাল ঋষভ যাদব, আমান সাইনি ও প্রথমেশ ফুগে।