ভারতীয় অ্যাথলেটিক্সে নতুন ইতিহাস রচনা করলেন অনিমেষ কুজুর। দেশের প্রথম পুরুষ স্প্রিন্টার হিসাবে যোগ্যতা অর্জন করলেন আসন্ন ওয়ার্ল্ড অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে। চেন্নাইয়ে আয়োজিত আন্তঃরাজ্য অ্যাথলেটিক্স প্রতিযোগিতায় ২০০ মিটার স্প্রিন্টে ২০.৬৩ সেকেন্ডে সোনা জিতে বিশ্বমঞ্চে অংশ নেওয়ার যোগ্যতা অর্জন করেন ছত্তীসগঢ়ের এই ২২ বছরের প্রতিভাবান অ্যাথলিট।
আগামী সেপ্টেম্বরে জাপানের টোকিয়োয় বসবে ওয়ার্ল্ড অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ। সেই প্রতিযোগিতায় ভারতের হয়ে প্রতিনিধিত্ব করা এখন নিশ্চিত অনিমেষের। বর্তমানে তিনি দেশের দ্রুততম পুরুষ স্প্রিন্টারও। কয়েক মাস আগে গ্রিসে আয়োজিত প্রতিযোগিতায় ১০০ মিটার দৌড়ে ১০.১৮ সেকেন্ডে জাতীয় রেকর্ড গড়েছিলেন তিনি। এবার ২০০ মিটারেও নতুন মিট রেকর্ড গড়লেন।
অনিমেষের কোচ মার্টিন ওয়েনস ছাত্রের পারফরম্যান্সে উচ্ছ্বসিত। তিনি বলেছেন, “এ বছর অনিমেষের পারফরম্যান্সে আমি খুব খুশি। মরসুমের শুরুতে জাতীয় রেকর্ড গড়া অপ্রত্যাশিত ছিল। এবার বিশ্বচ্যাম্পিয়নশিপের যোগ্যতাও অর্জন করল। কঠোর পরিশ্রমের ফল পাচ্ছে ও। ভারতের রিলে দলের সদস্যও হয়েছে। সত্যিই দুর্দান্ত বছর যাচ্ছে।”
তবে টোকিয়ো থেকে পদকের আশা করছেন না ওয়েনস। বাস্তববাদী কোচ জানালেন, “বিশ্ব পর্যায়ের পদক জিততে হলে আরও উন্নতি প্রয়োজন। এ বার লক্ষ্য থাকবে অভিজ্ঞতা অর্জন। বিশ্বের সেরাদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ পাবে অনিমেষ। আগামীবার অবশ্যই পদকের জন্য লড়বে।”
চেন্নাই মিটের পর আপাতত বিশ্রামে থাকবেন অনিমেষ। ছোটখাট চোট সারানোর পর টোকিয়োর আসরের এক সপ্তাহ আগে ফের প্রস্তুতি শুরু করবেন তিনি। দেশের তরুণ এই তারকার হাত ধরেই ভারতীয় অ্যাথলেটিক্সে নতুন দিগন্ত উন্মোচিত হওয়ার আশা দেখছে ক্রীড়ামহল।
আরও পড়ুন: ডুরান্ড কাপ ২০২৫: ধরাশায়ী ডায়মন্ড হারবার, কাপ থাকল নর্থইস্টের ঘরেই