Homeখেলাধুলোইতিহাস গড়লেন অনিমেষ কুজুর, ভারতের প্রথম পুরুষ স্প্রিন্টার হিসাবে নামবেন ওয়ার্ল্ড অ্যাথলেটিক্স...

ইতিহাস গড়লেন অনিমেষ কুজুর, ভারতের প্রথম পুরুষ স্প্রিন্টার হিসাবে নামবেন ওয়ার্ল্ড অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে

প্রকাশিত

ভারতীয় অ্যাথলেটিক্সে নতুন ইতিহাস রচনা করলেন অনিমেষ কুজুর। দেশের প্রথম পুরুষ স্প্রিন্টার হিসাবে যোগ্যতা অর্জন করলেন আসন্ন ওয়ার্ল্ড অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে। চেন্নাইয়ে আয়োজিত আন্তঃরাজ্য অ্যাথলেটিক্স প্রতিযোগিতায় ২০০ মিটার স্প্রিন্টে ২০.৬৩ সেকেন্ডে সোনা জিতে বিশ্বমঞ্চে অংশ নেওয়ার যোগ্যতা অর্জন করেন ছত্তীসগঢ়ের এই ২২ বছরের প্রতিভাবান অ্যাথলিট।

আগামী সেপ্টেম্বরে জাপানের টোকিয়োয় বসবে ওয়ার্ল্ড অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ। সেই প্রতিযোগিতায় ভারতের হয়ে প্রতিনিধিত্ব করা এখন নিশ্চিত অনিমেষের। বর্তমানে তিনি দেশের দ্রুততম পুরুষ স্প্রিন্টারও। কয়েক মাস আগে গ্রিসে আয়োজিত প্রতিযোগিতায় ১০০ মিটার দৌড়ে ১০.১৮ সেকেন্ডে জাতীয় রেকর্ড গড়েছিলেন তিনি। এবার ২০০ মিটারেও নতুন মিট রেকর্ড গড়লেন।

অনিমেষের কোচ মার্টিন ওয়েনস ছাত্রের পারফরম্যান্সে উচ্ছ্বসিত। তিনি বলেছেন, “এ বছর অনিমেষের পারফরম্যান্সে আমি খুব খুশি। মরসুমের শুরুতে জাতীয় রেকর্ড গড়া অপ্রত্যাশিত ছিল। এবার বিশ্বচ্যাম্পিয়নশিপের যোগ্যতাও অর্জন করল। কঠোর পরিশ্রমের ফল পাচ্ছে ও। ভারতের রিলে দলের সদস্যও হয়েছে। সত্যিই দুর্দান্ত বছর যাচ্ছে।”

তবে টোকিয়ো থেকে পদকের আশা করছেন না ওয়েনস। বাস্তববাদী কোচ জানালেন, “বিশ্ব পর্যায়ের পদক জিততে হলে আরও উন্নতি প্রয়োজন। এ বার লক্ষ্য থাকবে অভিজ্ঞতা অর্জন। বিশ্বের সেরাদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ পাবে অনিমেষ। আগামীবার অবশ্যই পদকের জন্য লড়বে।”

চেন্নাই মিটের পর আপাতত বিশ্রামে থাকবেন অনিমেষ। ছোটখাট চোট সারানোর পর টোকিয়োর আসরের এক সপ্তাহ আগে ফের প্রস্তুতি শুরু করবেন তিনি। দেশের তরুণ এই তারকার হাত ধরেই ভারতীয় অ্যাথলেটিক্সে নতুন দিগন্ত উন্মোচিত হওয়ার আশা দেখছে ক্রীড়ামহল।

আরও পড়ুন: ডুরান্ড কাপ ২০২৫: ধরাশায়ী ডায়মন্ড হারবার, কাপ থাকল নর্থইস্টের ঘরেই

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

ভারত-নিউজিল্যান্ড প্রথম একদিনের ম্যাচ: বল হাতে জেমিসনের জাদু সত্ত্বেও কোহলি-শুভমন-ঋষভের দাপটে এল জয়

নিউজিল্যান্ড: ৩০০-৮ (ড্যারিল মিচেল ৮৪, হেনরি নিকোলস ৬২, ডেভন কোনওয়ে ৫৪, মহম্মদ সিরাজ ২-৪০,...

পরিবেশ সচেতনতার বার্তা দিতে ‘সবুজপুকুর মেলা’ অনুষ্ঠিত হল ঢাকুরিয়া যুবতীর্থ শিশু উদ্যানে

নিজস্ব প্রতিনিধি:  দীর্ঘ প্রচেষ্টার পর গড়ফা-ঢাকুরিয়া-হালতু অঞ্চলে সবুজপুকুর জলাশয়ের সংরক্ষণ করা সম্ভব হয়েছে। চলতি...

প্রিজারভেটিভ দেওয়া প্রসেসড খাবারে বাড়ছে ক্যানসারের ঝুঁকি! ব্রিটিশ মেডিক্যাল জার্নালের গবেষণায় চাঞ্চল্যকর তথ্য

প্রিজারভেটিভ মেশানো প্রসেসড খাবার ও পানীয় নিয়মিত খেলে ক্যানসারের ঝুঁকি উল্লেখযোগ্য ভাবে বাড়ে—ব্রিটিশ মেডিক্যাল জার্নালে প্রকাশিত ফরাসি গবেষণায় উঠে এল উদ্বেগজনক তথ্য।

ভারতে প্রথম! সরকারি হাসপাতালে সম্পূর্ণ AI নির্ভর হেলথ ক্লিনিক চালু গ্রেটার নয়ডায়

ভারতে প্রথমবার কোনও সরকারি হাসপাতালে চালু হল সম্পূর্ণ AI নির্ভর হেলথ ক্লিনিক। গ্রেটার নয়ডার GIMS-এ এই পরিষেবা প্রান্তিক মানুষের চিকিৎসায় নতুন দিগন্ত খুলবে।

আরও পড়ুন

২০২৫-২৬ আইএসএল আয়োজন করবে এআইএফএফ, লিগ শুরুর দিন ঘোষণা হবে আগামী সপ্তাহে

দীর্ঘ অনিশ্চয়তার অবসান। ২০২৫-২৬ মরসুমের ইন্ডিয়ান সুপার লিগ আয়োজনের দায়িত্ব নিল এআইএফএফ। লিগ শুরুর দিন ঘোষণা হবে আগামী সপ্তাহে, ফি ও ফরম্যাট নিয়ে চলছে আলোচনা।

মেসিকে দেখতে না পেয়ে ক্ষোভে ফেটে পড়ল যুবভারতী, চেয়ার ভাঙচুর থেকে মাঠে ঢুকে পড়া—রণক্ষেত্রের চেহারা স্টেডিয়ামের

লিয়োনেল মেসিকে গ্যালারি থেকে দেখা না যাওয়ায় যুবভারতী ক্রীড়াঙ্গনে তীব্র বিশৃঙ্খলা। চেয়ার ভাঙচুর, বোতল ছোড়া ও ফেন্সিং ভেঙে মাঠে ঢুকে পড়ে দর্শকেরা। নেতা-মন্ত্রীদের ঘিরে থাকার অভিযোগে ক্ষুব্ধ ফুটবলপ্রেমীরা।

অস্ট্রেলিয়ান ওপেন চ্যাম্পিয়ন লক্ষ্য সেন, ফাইনালে দাপুটে জয় জাপানের তানাকার বিরুদ্ধে

অস্ট্রেলিয়ান ওপেন ২০২৫-এ জাপানের ইউশি তানাকাকে ২১–১৫, ২১–১১-এ হারিয়ে চ্যাম্পিয়ন হলেন ভারতের লক্ষ্য সেন। মাত্র ৩৮ মিনিটে দাপুটে জয়ের মাধ্যমে বছরের প্রথম বড় খেতাব জিতলেন এই ব্যাডমিন্টন তারকা। এই জয়ে ফের বিশ্ব র‌্যাঙ্কিংয়ের সেরা ১০-এর পথে লক্ষ্য।