Homeখেলাধুলোএশিয়ান গেমস: মহিলাদের ৫ হাজার মিটার দৌড়ে সোনা এনে দিলেন পারুল

এশিয়ান গেমস: মহিলাদের ৫ হাজার মিটার দৌড়ে সোনা এনে দিলেন পারুল

প্রকাশিত

মঙ্গলবার ভারতের পদক তালিকায় আরও একটি সোনা। এশিয়ান গেমস (Asian Games) মহিলাদের ৫ হাজার মিটার দৌড়ে চ্যাম্পিয়ন হয়ে সোনা এনে দিলেন ২৮ বছর বয়সি পারুল চৌধরি (Parul Chaudhary)। ৩ হাজার মিটার স্টিপলচেজে রুপো জেতার পর এ বার ৫ হাজার মিটারে সোনা জিতলেন তিনি।

আগের দিন, সোমবার ৩ হাজার মিটার দৌড়ের ফাইনালে নেমেছিলেন পারুল। সেখানে দ্বিতীয় স্থানে শেষ করে রুপো পান তিনি। তবে সেটাই যথেষ্ট ছিল না। সে কথা মঙ্গলবার প্রমাণ করে দিলেন তিনি। তবে এ দিনের প্রতিযোগিতাতেও ছিল টানটান উত্তেজনা।

পারুল চৌধরি প্রথমে দ্বিতীয় স্থানে ছিলেন। ধারণা করা হয়েছিল তাঁর পক্ষে সোনা জেতা হয়তো সহজ হবে না। কারণ ৫ কিলোমিটার রেসের প্রায় শেষ ধাপ পর্যন্ত দৌড়ে তিনি দ্বিতীয় স্থানে ছিলেন। এক নম্বরে ছিলেন জাপানের রিরিকা হিরোনাকা। শেষ ৫০ মিটারে নিজের গতি বাড়িয়ে নেন পারুল। টপকে যান প্রথমে থাকা জাপানের অ্যাথলিটকে। শেষে এসে বাজিমাত করে সোনা জিতে যান।

সবাইকে অবাক করে ১৫:১৪.৭৫ সময়ে শেষ করে সোনা জেতেন পারুল চৌধরি। অন্য দিকে, দ্বিতীয় স্থানে শেষ করা রিরিকা সময় নেন ১৫:১৫.৩৪।

উত্তরপ্রদেশের মেরঠের বাসিন্দা পারুলের বাবা একজন কৃষক। পারুলের জন্ম ১৯৯৫ সালের ১৫ এপ্রিল। পারুলরা চার ভাইবোন, তাঁদের মধ্যে তিনি তৃতীয়। পারুলের বড় বোনও স্পোর্টস কোটার মাধ্যমে সরকারি চাকরি করছেন। এক ভাই উত্তরপ্রদেশ পুলিশে কর্মরত। জানা যায়, বাবা কিসানলাল চৌধরির অনুপ্রেরণাতেই দৌড়কে বেছে নিয়েছিলেন পারুল। স্কুল স্পোর্টস দিয়ে শুরু।

মিডিয়া রিপোর্ট অনুযায়ী, সোনা জেতার পর উত্তরপ্রদেশ পুলিশকে নিয়ে বড়সড় মন্তব্য করেন পারুল। তিনি বলেন, “আমাদের উত্তরপ্রদেশ পুলিশ এমন যে স্বর্ণপদক আনলে ডিএসপি বানাবে। আমার মনের মধ্যে এই কথাটাই খেলছিল। আমি ডিএসপি হতে চেয়েছিলাম।”

আরও পড়ুন: এশিয়াড ক্রিকেট: যশস্বীর সেঞ্চুরি, নেপালকে ২৩ রানে হারিয়ে ভারত সেমিফাইনালে

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

নির্ধারিত সময়ের আগেই রাজস্থানে বর্ষা বিদায়, পশ্চিমবঙ্গে কবে?

রাজস্থানের পশ্চিম প্রান্ত থেকে নির্ধারিত সময়ের তিন দিন আগেই বর্ষার বিদায়যাত্রা শুরু। পঞ্জাব-গুজরাট থেকেও বিদায় নেবে বর্ষা। এদিকে দিঘায় ১২ ঘণ্টায় রেকর্ড ১৯৮ মিমি বৃষ্টি।

এশিয়া কাপ: পাকিস্তান ধরাশায়ী, গ্রুপের দ্বিতীয় ম্যাচে ৭ উইকেটে জিতল ভারত  

পাকিস্তান: ১২৭-৯ (শাহিবজাদা ফারহান ৪০, শাহিন শাহ আফ্রিদি ৩৩ নট আউট, কুলদীপ যাদব ৩-১৮,...

অসমে ৫.৯ মাত্রার ভূমিকম্প, আতঙ্কে রাস্তায় নেমে এলেন মানুষ, হৃদরোগে আক্রান্ত হয়ে ১ মহিলার মৃত্যু

অসমে ৫.৯ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল বিস্তীর্ণ এলাকা। আতঙ্কে রাস্তায় ছুটে বেরোলেন মানুষ। ক্ষয়ক্ষতির মাত্রা এখনও স্পষ্ট নয়।

দক্ষিণদাড়ি ইয়ুথস, অ্যাসিড আক্রান্তদের লড়াইয়ে আলো ফেলছেন শিল্পী অনির্বাণ

২৫ বছরে দক্ষিণদাড়ি ইয়ুথসের দুর্গাপুজোর থিম ‘দহন’। শিল্পী অনির্বাণ দাস অ্যাসিড আক্রান্তদের যন্ত্রণা ও প্রতিবাদকে মণ্ডপসজ্জায় ফুটিয়ে তুলেছেন।

আরও পড়ুন

কলকাতা লিগে ইস্টবেঙ্গলের দাপট, ইউনাইটেড কলকাতাকে ৩-০ গোলে হারাল লাল-হলুদ

কলকাতা ফুটবল লিগে ঘরের মাঠে দুরন্ত জয় পেল ইস্টবেঙ্গল। নসিব রহমান, পিভি বিষ্ণু ও গুইতের গোলে ইউনাইটেড কলকাতাকে ৩-০ গোলে হারাল বিনো জর্জের দল।

এশিয়া কাপ হকি: কোরিয়াকে হারিয়ে চ্যাম্পিয়ন ভারত, খুলে গেল বিশ্বকাপের দরজা

ভারত: ৪ (সুখজিৎ সিংহ, দিলপ্রীত সিংহ ২, অমিত রোহিদাস) কোরিয়া: ১ (সন দাইন) রাজগীর (বিহার):...

পুরুষদের দলগত কমপাউন্ডে সোনা, বিশ্ব তিরন্দাজিতে প্রথমবার ইতিহাস ভারতের

বিশ্ব তিরন্দাজি চ্যাম্পিয়নশিপে প্রথমবার পুরুষদের দলগত কমপাউন্ড বিভাগে সোনা জিতল ভারত। ফাইনালে ফ্রান্সকে হারাল ঋষভ যাদব, আমান সাইনি ও প্রথমেশ ফুগে।