Homeখেলাধুলোপ্রস্টেট ক্যানসারে আক্রান্ত কিংবদন্তি টেনিস তারকা বিয়র্ন বর্গ, আত্মজীবনীতে প্রকাশ পেল লড়াইয়ের...

প্রস্টেট ক্যানসারে আক্রান্ত কিংবদন্তি টেনিস তারকা বিয়র্ন বর্গ, আত্মজীবনীতে প্রকাশ পেল লড়াইয়ের কথা

১১টি গ্র্যান্ড স্ল্যাম জয়ী কিংবদন্তি টেনিস তারকা বিয়র্ন বর্গ প্রস্টেট ক্যানসারে আক্রান্ত। আত্মজীবনী ‘হার্টবিটস’-এ উঠে এসেছে তাঁর অসুস্থতা ও জীবনের লড়াইয়ের কথা।

প্রকাশিত

ক্যানসারের খবর আত্মজীবনীতেই প্রকাশ্যে

প্রস্টেট ক্যানসারে আক্রান্ত সুইডেনের কিংবদন্তি টেনিস তারকা বিয়র্ন বর্গ। ১১ বার গ্র্যান্ড স্ল্যাম জয়ী ও বিশ্বের প্রাক্তন এক নম্বর খেলোয়াড় নিজের আসন্ন আত্মজীবনী ‘হার্টবিটস’–এ জানিয়েছেন তাঁর অসুস্থতার কথা। বইটি প্রকাশ পাবে আগামী ১৮ সেপ্টেম্বর। তারই কিছু অংশ ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে।

রুটিন চেকআপে ধরা পড়ল ক্যানসার

৬৯ বছরের বর্গ জানিয়েছেন, কোনও উপসর্গ ছিল না। রুটিন স্বাস্থ্য পরীক্ষায় ধরা পড়ে তিনি প্রস্টেট ক্যানসারে আক্রান্ত। বছর দুয়েক আগে তাঁর জীবনদায়ী অস্ত্রোপচার করতে হয়েছিল। বর্গ লিখেছেন, “ক্যানসার দ্রুত ছড়াতে শুরু করলে বিকল্প কিছু থাকে না। আমি তখন অ্যাডভান্সড স্টেজে ছিলাম। প্রতি ছ’মাস অন্তর পরীক্ষা করাতে হয়, যাতে ফের ক্যানসার ধরা পড়লে দ্রুত চিকিৎসা শুরু করা যায়।”

ভয়ের সঙ্গে লড়াই

নিজের মানসিক অবস্থার কথাও লিখেছেন বর্গ, “কখনও ভয় আসে, আবার কেটে যায়। এটাই জীবন। কেউ জানে না, কী অপেক্ষা করছে। তাই প্রতিদিনকে কাজে লাগানোই সবচেয়ে জরুরি।”

পরিবারই সবচেয়ে গুরুত্বপূর্ণ

আত্মজীবনীতে পরিবারের প্রসঙ্গও বিশেষভাবে এসেছে। বর্গ লিখেছেন, “আমার দুই ছেলে রবিন আর লিয়ো। দু’জন নাতি-নাতনিও আছে। পরিবারই আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। এখনও টেনিসের সঙ্গে যুক্ত থাকলেও, আসল সময়টা পরিবারের সঙ্গেই কাটাই।”

বর্গের টেনিস ক্যারিয়ার

  • পেশাদার কেরিয়ার শুরু: ১৯৭৩ সালে
  • প্রথম অবসর: ১৯৮৪ সালে (ফেরেন ১৯৯১-এ, পাকাপাকি অবসর ১৯৯৩ সালে)
  • গ্র্যান্ড স্ল্যাম: ৬ বার ফরাসি ওপেন, ৫ বার উইম্বলডন জয়
  • ইউএস ওপেন: ৪ বার ফাইনাল খেললেও শিরোপা জেতেননি
  • অস্ট্রেলিয়ান ওপেন: কখনও তৃতীয় রাউন্ডের বেশি এগোতে পারেননি
  • ট্যুর ফাইনাল: ২ বার জয়
  • দলগত সাফল্য: সুইডেনকে ডেভিস কাপ চ্যাম্পিয়ন করেছেন

খেলাধুলোর সব খবর পড়ুন এখানে

📰 আমাদের পাশে থাকুন

নিরপেক্ষ ও সাহসী সাংবাদিকতা টিকিয়ে রাখতে খবর অনলাইন আপনার সহায়তা প্রয়োজন। আপনার ছোট্ট অনুদান আমাদের সত্য প্রকাশের পথে এগিয়ে যেতে সাহায্য করবে।

💠 সহায়তা করুন / Support Us

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

এসআইআরের আগে রাজ্যে বড়সড় প্রশাসনিক রদবদল, বদলি ১০ জেলাশাসক-সহ ১৭ আমলা

এসআইআর শুরুর আগেই রাজ্যে প্রশাসনিক রদবদল। বদলি ১০ জেলাশাসক ও একাধিক এডিএম। নবান্নের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সংবেদনশীল জেলাগুলিতে বিশেষ নজর। বিধানসভা ভোটের আগে রাজনৈতিক মহলে জল্পনা।

বুথভিত্তিক তুলনায় মিল মাত্র ৫৫%! এসআইআরে নাম কাটা যেতে পারে প্রায় ১ কোটি ভোটারের

২০০২ সালের ভোটার তালিকার সঙ্গে বর্তমান তালিকার মিল মাত্র ৫৫ শতাংশ। এসআইআরের পর প্রায় ১ কোটি ভোটারের নাম বাদ পড়তে পারে বলে আশঙ্কা নির্বাচন কমিশনের। জল্পনা ছড়িয়েছে রাজ্য রাজনীতিতে।

মুড়ি, চিঁড়ে, খই— দেশি খাবারেই লুকিয়ে স্বাস্থ্যরহস্য

বাঙালির প্রিয় মুড়ি, চিঁড়ে ও খই শুধু দেশি খাবার নয়, এগুলিতে আছে অসাধারণ পুষ্টিগুণ। ওজন নিয়ন্ত্রণ থেকে ক্যানসার প্রতিরোধ— জানুন এই তিন ঐতিহ্যবাহী খাবারের স্বাস্থ্য উপকারিতা।

নেলি হত্যাকাণ্ডের রিপোর্ট প্রকাশের সিদ্ধান্তে বিতর্ক: চার দশক পর নতুন করে উদ্বেগ ও আশঙ্কা

অরূপ চক্রবর্তী, গুয়াহাটি: অসম সরকার ১৯৮৩ সালের ভয়াবহ নেলি গণহত্যার তিওয়ারি কমিশনের রিপোর্ট প্রকাশের...

আরও পড়ুন

কলকাতা লিগে ইস্টবেঙ্গলের দাপট, ইউনাইটেড কলকাতাকে ৩-০ গোলে হারাল লাল-হলুদ

কলকাতা ফুটবল লিগে ঘরের মাঠে দুরন্ত জয় পেল ইস্টবেঙ্গল। নসিব রহমান, পিভি বিষ্ণু ও গুইতের গোলে ইউনাইটেড কলকাতাকে ৩-০ গোলে হারাল বিনো জর্জের দল।

এশিয়া কাপ হকি: কোরিয়াকে হারিয়ে চ্যাম্পিয়ন ভারত, খুলে গেল বিশ্বকাপের দরজা

ভারত: ৪ (সুখজিৎ সিংহ, দিলপ্রীত সিংহ ২, অমিত রোহিদাস) কোরিয়া: ১ (সন দাইন) রাজগীর (বিহার):...

পুরুষদের দলগত কমপাউন্ডে সোনা, বিশ্ব তিরন্দাজিতে প্রথমবার ইতিহাস ভারতের

বিশ্ব তিরন্দাজি চ্যাম্পিয়নশিপে প্রথমবার পুরুষদের দলগত কমপাউন্ড বিভাগে সোনা জিতল ভারত। ফাইনালে ফ্রান্সকে হারাল ঋষভ যাদব, আমান সাইনি ও প্রথমেশ ফুগে।