Homeখেলাধুলোবিশ্ব দাবায় ইতিহাস, সর্বকনিষ্ঠ চ্যাম্পিয়ন হলেন ভারতের ডি গুকেশ

বিশ্ব দাবায় ইতিহাস, সর্বকনিষ্ঠ চ্যাম্পিয়ন হলেন ভারতের ডি গুকেশ

প্রকাশিত

ভারতের দাবা তারকা ডি গুকেশ ইতিহাস গড়লেন। বৃহস্পতিবার সিঙ্গাপুরে বিশ্ব দাবা চ্যাম্পিয়নশিপ ২০২৪-এর নির্ণায়ক ১৪তম গেমে চিনের ডিং লিরেনকে পরাজিত করে তিনি সর্বকনিষ্ঠ বিশ্ব দাবা চ্যাম্পিয়ন হলেন।

ডি গুকেশ (১৮ বছর ৮ মাস ১৪ দিন) তার এই সাফল্যের মাধ্যমে গ্যারি কাসপারভের ২২ বছর ৬ মাস ২৭ দিনের রেকর্ড ভেঙে সর্বকনিষ্ঠ দাবা বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে উঠেছেন। গুকেশ ভারতের দ্বিতীয় দাবা বিশ্ব চ্যাম্পিয়ন, এর আগে বিশ্বনাথন আনন্দ চারবার এই খেতাব জিতেছিলেন।

ডিং লিরেন এবং গুকেশ ৬.৫ পয়েন্টে সমতায় থেকে ১৪তম এবং শেষ গেমে মুখোমুখি হন। এই গেমে ডিং সাদা ঘুঁটি নিয়ে খেলছিলেন। গেমটি ড্র-এর দিকে এগোচ্ছিল, তবে ম্যাচের ৫৩তম চালের সময় ডিং মারাত্মক ভুল করেন। গুকেশ তাঁর প্রতিদ্বন্দ্বীকে চাপ দেওয়ার কৌশল বজায় রেখে এই ভুলের সুযোগ কাজে লাগান এবং শেষ মুহূর্তে সঠিক চালটি বের করে এনে জয় নিশ্চিত করেন।

ডিং ভুল করেছেন জেনে জলের বিরতিতে যাওয়ার সময় গুকেশ নিজের আবেগ নিয়ন্ত্রণ করতে পারছিলেন না। বোর্ডে ফেরার সময় গুকেশের মুখে হাসি ছিল, কিন্তু কিছুক্ষণের মধ্যেই তাঁর গাল বেয়ে আনন্দাশ্রু গড়িয়ে পড়ে। এই জয়ের মাধ্যমে গুকেশ ৭.৫-৬.৫ পয়েন্টে শিরোপা দখল করেন এবং দাবার ১৮তম বিশ্ব চ্যাম্পিয়ন হিসেবে নিজের নাম লেখান। ম্যাচ শেষে গুকেশ বলেন, “আজ আমার জীবনের সেরা দিন।”

ডিং লিরেন ম্যাচটি টাইব্রেকারে নিয়ে যাওয়ার পরিকল্পনা করলেও গুকেশ শেষ মুহূর্তে বিজয়সূচক চাল দিয়ে ইতিহাস রচনা করলেন।

প্রসঙ্গত, চেন্নাইয়ে জন্ম গুকেশের। বাবা চিকিৎসক এবং মা মাইক্রোবায়োলজিস্ট। সাত বছর বয়সে দাবা খেলা শুরু গুকেশের। এক বছর পরেই অনূর্ধ্ব-৯ এশিয়ান স্কুল দাবা প্রতিযোগিতা জেতেন তিনি। অনূর্ধ্ব-১২ স্তরে বিভিন্ন প্রতিযোগিতায় পাঁচটি সোনা জেতেন গুকেশ। মাত্র ১২ বছর ৭ মাস ১৭ দিন বয়সে গ্র্যান্ড মাস্টারের যোগ্যতা অর্জন করেন তিনি। ভারতের কনিষ্ঠতম ও বিশ্বের দ্বিতীয় কনিষ্ঠতম (১২ বছর ৭ মাস বয়সে গ্র্যান্ড মাস্টার হয়েছিলেন রাশিয়ার সের্গে কারজাকিন) হন গুকেশ। ভারতীয় দাবায় তাঁর উল্কার গতিতে উত্থান সবার নজর কেড়েছিল। ২৬ বছর পরে আনন্দকে টপকে ভারতের এক নম্বর দাবাড়ু হন গুকেশ।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

এসএসকেএমের নতুন উডবার্ন ভবনে বহির্বিভাগে খরচ ৩৫০ টাকা, কেবিন ভাড়াও প্রকাশ করল স্বাস্থ্য দফতর

এসএসকেএম হাসপাতালের নতুন উডবার্ন ভবন ‘অনন্য’-র কেবিন ভাড়া ও বহির্বিভাগের খরচ নির্ধারিত হল। ৫ হাজার থেকে ১৫ হাজার টাকায় কেবিন, ৩৫০ টাকায় চিকিৎসা পরামর্শ।

হুগলিতে অনগ্রসর শ্রেণি ও আদিবাসী কল্যাণ দফতরে নিয়োগ

হুগলির বিভিন্ন পুরসভা ও মহকুমায় অনগ্রসর শ্রেণি ও আদিবাসী কল্যাণ দফতরে অতিরিক্ত ইনস্পেক্টর পদে নিয়োগ। অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীরা আবেদন করতে পারবেন, বেতন ১২ হাজার টাকা মাসে। ইন্টারভিউ ৬ নভেম্বর।

বিক্ষোভের মধ্যে ঐতিহাসিক জুলাই জাতীয় সনদে স্বাক্ষর, নতুন যাত্রার সূচনা বাংলাদেশের

চব্বিশের গণঅভ্যুত্থানের পর বাংলাদেশের অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে শুক্রবার স্বাক্ষরিত হল ঐতিহাসিক জুলাই জাতীয় সনদ। নতুন যাত্রার প্রতিশ্রুতি দিলেন ড. ইউনূস, বিক্ষোভে উত্তপ্ত হল ঢাকার সংসদ ভবন এলাকা।

কালীপুজো ও দীপাবলিতে শুধু সবুজ বাজি, সময়সীমা নির্দিষ্ট; কড়া নজরদারি থাকবে লালবাজারের

কালীপুজো ও দীপাবলিতে রাত ৮টা থেকে ১০টার মধ্যে শুধুমাত্র সবুজ বাজি পোড়ানোর অনুমতি দিয়েছে কলকাতা পুলিশ। নিয়মভঙ্গ করলে কড়া ব্যবস্থা নেওয়া হবে। হাই কোর্টও বাজি নিষিদ্ধ এলাকায় বিশেষ নজরদারির নির্দেশ দিয়েছে।

আরও পড়ুন

কলকাতা লিগে ইস্টবেঙ্গলের দাপট, ইউনাইটেড কলকাতাকে ৩-০ গোলে হারাল লাল-হলুদ

কলকাতা ফুটবল লিগে ঘরের মাঠে দুরন্ত জয় পেল ইস্টবেঙ্গল। নসিব রহমান, পিভি বিষ্ণু ও গুইতের গোলে ইউনাইটেড কলকাতাকে ৩-০ গোলে হারাল বিনো জর্জের দল।

এশিয়া কাপ হকি: কোরিয়াকে হারিয়ে চ্যাম্পিয়ন ভারত, খুলে গেল বিশ্বকাপের দরজা

ভারত: ৪ (সুখজিৎ সিংহ, দিলপ্রীত সিংহ ২, অমিত রোহিদাস) কোরিয়া: ১ (সন দাইন) রাজগীর (বিহার):...

পুরুষদের দলগত কমপাউন্ডে সোনা, বিশ্ব তিরন্দাজিতে প্রথমবার ইতিহাস ভারতের

বিশ্ব তিরন্দাজি চ্যাম্পিয়নশিপে প্রথমবার পুরুষদের দলগত কমপাউন্ড বিভাগে সোনা জিতল ভারত। ফাইনালে ফ্রান্সকে হারাল ঋষভ যাদব, আমান সাইনি ও প্রথমেশ ফুগে।