Homeখেলাধুলোক্রিকেটইংল্যান্ড সফরে একগুচ্ছ নজির গড়লেন ভারতের অধিনায়ক শুভমন গিল

ইংল্যান্ড সফরে একগুচ্ছ নজির গড়লেন ভারতের অধিনায়ক শুভমন গিল

প্রকাশিত

খবর অনলাইন ডেস্ক: রোহিত শর্মা আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ায় ভারতের ইংল্যান্ড সফরে অধিনায়ক করা হল শুভমন গিলকে। ক্রিকেটমহলের এ কথা বলতে দ্বিধা নেই, অধিনায়ক হিসাবে প্রথম বিদেশ সফরে রীতিমতো সফল শুভমন। আশা করা যায়, শুভমনের এই পারফরম্যান্সের পর শুধু টেস্ট ক্রিকেটেই নয়, ক্রিকেটের অন্য দুটি ফরম্যাটেও অর্থাৎ একদিনের ক্রিকেট এবং টি২০-তেও তাঁকেই ভারতের অধিনায়কত্বের দায়িত্ব দেওয়া হবে।

ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ টেস্টের সিরিজ়ে ৭৫৪ রান করেছেন শুভমন। তাঁর নেতৃত্বে ভারত সিরিজ ২-২ ড্র করেছে। তাঁর এই কৃতিত্বের জন্য হ্যারি ব্রুকের সঙ্গে তাঁকেও ‘প্লেয়ার অফ দ্য সিরিজ’ নির্বাচিত করা হয়েছে। একই সঙ্গে এই সিরিজে শুভমন গড়েছেন একগুচ্ছ নজির।

দেখে নেওয়া যাক, কী সব সেই নজির:

১) ভারত-ইংল্যান্ড টেস্ট ক্রিকেটের ইতিহাসে এক সিরিজ়ে সর্বাধিক রান করার নজির গড়েছেন শুভমন। তিনি করেছেন ৭৫৪ রান। এর আগে এই রেকর্ড ছিল ইংল্যান্ডের গ্রাহাম গুচের। ১৯৯০ সালে ভারতের ইংল্যান্ড সফরে ৭৫২ রান করেছিলেন গ্রাহাম গুচ।

২) ভারতের অধিনায়ক হিসাবে এক টেস্ট সিরিজ়ে সর্বাধিক রান করলেন শুভমন। তিনি ভাঙলেন সুনীল গাওস্করের রেকর্ড। ১৯৭৮-৭৯ সালে ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে অধিনায়ক হিসাবে গাওস্কর করেছিলেন ৭৩২ রান। বিশ্বের অধিনায়কদের মধ্যে এই রেকর্ড রয়েছে ডন ব্র্যাডম্যানের। অধিনায়ক হিসাবে এক সিরিজ়ে তাঁর রান ৮১০। ব্র্যাডম্যানের পরেই আপাতত থাকলেন শুভমন।

৩) ইংল্যান্ডের বিরুদ্ধে এশিয়ার ব্যাটারদের মধ্যে এক টেস্ট সিরিজ়ে সর্বাধিক রান শুভমনের। এর আগে এই রেকর্ড ছিল ভারতেরই, যশস্বী জয়সওয়ালের – ৭১২ রান।

৪) ইংল্যান্ডের মাটিতে এশিয়ান ব্যাটারদের মধ্যে এক টেস্ট সিরিজ়ে সর্বাধিক রান করলেন শুভমন। তিনি ভাঙলেন পাকিস্তানের মহম্মদ ইউসুফের ৬৩১ রানের রেকর্ড।

৫) শুভমনই তৃতীয় অধিনায়ক যিনি এক টেস্ট সিরিজ়ে চারটে শতরান করলেন। এই কৃতিত্ব আর রয়েছে ডন ব্র্যাডম্যান ও সুনীল গাওস্করের।

৬) বিদেশের মাটিতে এক টেস্টে সর্বাধিক রান করার রেকর্ড গড়লেন শুভমন। এজবাস্টন টেস্টের প্রথম ইনিংসে ২৬৯ ও দ্বিতীয় ইনিংসে ১৬১ রান করেন শুভমন। অর্থাৎ, দুটি ইনিংস মিলিয়ে এক টেস্টেই ৪৩০ রান। এর আগে এই রেকর্ড ছিল অস্ট্রেলিয়ার মার্ক টেলরের। ১৯৯৮ সালে পাকিস্তান সফরে পেশোয়ারে অনুষ্ঠিত দ্বিতীয় টেস্টে দুটি ইনিংস মিলিয়ে টেলর করেছিলেন ৪২৬ রান।

৭) ভারতের অধিনায়ক হিসাবে টেস্টের এক ইনিংসে শুভমনের ২৬৯ রান সর্বাধিক। এর আগে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে বিরাট কোহলির ২৫৪ রান ছিল সর্বাধিক।

৮) শুভমন গিল হলেন বিশ্বের দ্বিতীয় অধিনায়ক যিনি প্রথম দুই টেস্টে তিনটে শতরান করেছেন। হেডিংলেতে প্রথম ইনিংসে ১৪৭ এবং এজবাস্টনে দুটি ইনিংসে যথাক্রমে ২৬৯ ও ১৬১ রান। এর আগে এই কৃতিত্ব অর্জন করেছিলেন বিরাট কোহলি। কোহলি অধিনায়ক হিসাবে অ্যাডিলেডে ১১৫ ও ১৪১ এবং সিডনিতে ১৪৭ রানের ইনিংস খেলেছিলেন।

৯) সুনীল গাওস্করের পর শুভমনই হলেন দ্বিতীয় অধিনায়ক যিনি প্রথম টেস্টে এক ইনিংসে শতরান করার পর দ্বিতীয় টেস্টে এক ইনিংসে দ্বিশতরান করেছেন। এর আগে সুনীল গাওস্কর নিউজিল্যান্ডের বিরুদ্ধে ১১৬ ও পরের টেস্টে ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে ২০৫ রান করেছিলেন।

১০) শুভমন গিল হলেন আজ পর্যন্ত ভারতের একমাত্র অধিনায়ক যিনি ইংল্যান্ডের বিরুদ্ধে এজবাস্টনে টেস্ট জিতলেন। এর আগে ভারতের কোনো অধিনায়ক এই কৃতিত্ব অর্জন করতে পারেননি।

শুভমন গিলের ছবি: সৌজন্যে BCCI ‘X’

আরও পড়ুন

ট্র্যাজিক নায়কের তকমা ঝেড়ে ফেলে প্রকৃত নায়ক হয়ে উঠলেন মহম্মদ সিরাজ

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

বর্ষার বিদায় নিলেও সপ্তাহান্তে ফের ভোল বদলাতে পারে আবহাওয়া

বঙ্গ থেকে আনুষ্ঠানিক ভাবে বিদায় নিল বর্ষা। শুরু শীতের অপেক্ষা। তবে সপ্তাহান্তে ফের পরিবর্তন আসতে পারে আবহাওয়ায়, বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে ছয় জেলায়।

মোবাইল নম্বর নয়, এবার ইউজারনেম দিয়েই চ্যাট করা যাবে হোয়াটসঅ্যাপে! আসছে ইনস্টাগ্রাম-স্টাইল ফিচার

হোয়াটসঅ্যাপে আসছে ইনস্টাগ্রাম-স্টাইল ইউজারনেম ফিচার। মোবাইল নম্বর শেয়ার না করেই চ্যাট করা যাবে। নতুন এই ফিচার দেখা গেছে হোয়াটসঅ্যাপের বিটা ভার্সন ২.২৫.২৮.১২ তে। ইউজারনেম সেট করতে থাকবে কিছু নিয়মও।

সতর্ক থাকুন! পেঁপের সঙ্গে এই খাবারগুলো খেলেই বাড়বে বিপদ

ভিটামিন ও ফাইবারে ভরপুর পেঁপে যতটা উপকারী, ভুল খাবারের সঙ্গে খেলে ততটাই ক্ষতিকর। কমলালেবু, শশা, টমেটো, দই বা মধুর সঙ্গে পেঁপে খাওয়া হজমে সমস্যা, অ্যাসিডিটি ও অ্যালার্জির কারণ হতে পারে।

রাজ্যে শুরু টোটোর রেজিস্ট্রেশন, প্রথম দুই দিনে মাত্র ৯৫০ গাড়ি নথিভুক্ত ! দীপাবলির পর বাড়বে সাড়া আশা পরিবহণ দফতরের

রাজ্যে ব্যাটারি চালিত টোটো ও ই-রিকশার রেজিস্ট্রেশন শুরু হয়েছে। প্রথম দুই দিনে মাত্র ৯৫০টি গাড়ি নথিভুক্ত হয়েছে। পরিবহণ দফতর আশা করছে দীপাবলির পর এই সংখ্যা দ্রুত বাড়বে। রাজ্যে আনুমানিক টোটোর সংখ্যা ১০ লক্ষেরও বেশি।

আরও পড়ুন

আজ থেকে শুরু হচ্ছে রনজি, বাংলার প্রথম খেলা উত্তরাখণ্ডের বিরুদ্ধে, দলে শামি, আকাশ দীপ, ঈশ্বরন

এলিট স্তরে রয়েছে ৩২টি দল। তাদের চারটি গ্রুপে ভাগ করা হয়েছে। বাংলা রয়েছে গ্রুপ সি-তে। গত তিনবারের চ্যাম্পিয়ন বিদর্ভ রয়েছে গ্রুপ এ-তে।

বিশ্বকাপ মহিলা ক্রিকেট ২০২৫: দুরন্ত ইংল্যান্ড! শ্রীলঙ্কাকে ৮৯ রানে হারিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে

মহিলাদের বিশ্বকাপে টানা তিন ম্যাচ জিতে শীর্ষে উঠল ইংল্যান্ড। কলম্বোয় শ্রীলঙ্কাকে ৮৯ রানে হারাল তারা। শতরান করলেন ন্যাট শিভার-ব্রান্ট, চার উইকেট নিয়ে বিধ্বংসী সোফি একলেস্টোন।

বিশ্বকাপ মহিলা ক্রিকেট ২০২৫: নিউজিল্যান্ডের কাছে দুরমুশ হল বাংলাদেশ, ১০০ রানে হার

নিউজিল্যান্ড: ২২৭-৯ (ব্রুক হ্যালিডে ৬৯, সোফি ডিভাইন ৬৩, রাবেয়া খান ৩-৩০) বাংলাদেশ: ১২৭ (৩৯.৫ ওভার)...