খবর অনলাইন ডেস্ক: রোহিত শর্মা আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ায় ভারতের ইংল্যান্ড সফরে অধিনায়ক করা হল শুভমন গিলকে। ক্রিকেটমহলের এ কথা বলতে দ্বিধা নেই, অধিনায়ক হিসাবে প্রথম বিদেশ সফরে রীতিমতো সফল শুভমন। আশা করা যায়, শুভমনের এই পারফরম্যান্সের পর শুধু টেস্ট ক্রিকেটেই নয়, ক্রিকেটের অন্য দুটি ফরম্যাটেও অর্থাৎ একদিনের ক্রিকেট এবং টি২০-তেও তাঁকেই ভারতের অধিনায়কত্বের দায়িত্ব দেওয়া হবে।
ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ টেস্টের সিরিজ়ে ৭৫৪ রান করেছেন শুভমন। তাঁর নেতৃত্বে ভারত সিরিজ ২-২ ড্র করেছে। তাঁর এই কৃতিত্বের জন্য হ্যারি ব্রুকের সঙ্গে তাঁকেও ‘প্লেয়ার অফ দ্য সিরিজ’ নির্বাচিত করা হয়েছে। একই সঙ্গে এই সিরিজে শুভমন গড়েছেন একগুচ্ছ নজির।
দেখে নেওয়া যাক, কী সব সেই নজির:
১) ভারত-ইংল্যান্ড টেস্ট ক্রিকেটের ইতিহাসে এক সিরিজ়ে সর্বাধিক রান করার নজির গড়েছেন শুভমন। তিনি করেছেন ৭৫৪ রান। এর আগে এই রেকর্ড ছিল ইংল্যান্ডের গ্রাহাম গুচের। ১৯৯০ সালে ভারতের ইংল্যান্ড সফরে ৭৫২ রান করেছিলেন গ্রাহাম গুচ।

২) ভারতের অধিনায়ক হিসাবে এক টেস্ট সিরিজ়ে সর্বাধিক রান করলেন শুভমন। তিনি ভাঙলেন সুনীল গাওস্করের রেকর্ড। ১৯৭৮-৭৯ সালে ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে অধিনায়ক হিসাবে গাওস্কর করেছিলেন ৭৩২ রান। বিশ্বের অধিনায়কদের মধ্যে এই রেকর্ড রয়েছে ডন ব্র্যাডম্যানের। অধিনায়ক হিসাবে এক সিরিজ়ে তাঁর রান ৮১০। ব্র্যাডম্যানের পরেই আপাতত থাকলেন শুভমন।
৩) ইংল্যান্ডের বিরুদ্ধে এশিয়ার ব্যাটারদের মধ্যে এক টেস্ট সিরিজ়ে সর্বাধিক রান শুভমনের। এর আগে এই রেকর্ড ছিল ভারতেরই, যশস্বী জয়সওয়ালের – ৭১২ রান।
৪) ইংল্যান্ডের মাটিতে এশিয়ান ব্যাটারদের মধ্যে এক টেস্ট সিরিজ়ে সর্বাধিক রান করলেন শুভমন। তিনি ভাঙলেন পাকিস্তানের মহম্মদ ইউসুফের ৬৩১ রানের রেকর্ড।
৫) শুভমনই তৃতীয় অধিনায়ক যিনি এক টেস্ট সিরিজ়ে চারটে শতরান করলেন। এই কৃতিত্ব আর রয়েছে ডন ব্র্যাডম্যান ও সুনীল গাওস্করের।
৬) বিদেশের মাটিতে এক টেস্টে সর্বাধিক রান করার রেকর্ড গড়লেন শুভমন। এজবাস্টন টেস্টের প্রথম ইনিংসে ২৬৯ ও দ্বিতীয় ইনিংসে ১৬১ রান করেন শুভমন। অর্থাৎ, দুটি ইনিংস মিলিয়ে এক টেস্টেই ৪৩০ রান। এর আগে এই রেকর্ড ছিল অস্ট্রেলিয়ার মার্ক টেলরের। ১৯৯৮ সালে পাকিস্তান সফরে পেশোয়ারে অনুষ্ঠিত দ্বিতীয় টেস্টে দুটি ইনিংস মিলিয়ে টেলর করেছিলেন ৪২৬ রান।
৭) ভারতের অধিনায়ক হিসাবে টেস্টের এক ইনিংসে শুভমনের ২৬৯ রান সর্বাধিক। এর আগে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে বিরাট কোহলির ২৫৪ রান ছিল সর্বাধিক।
৮) শুভমন গিল হলেন বিশ্বের দ্বিতীয় অধিনায়ক যিনি প্রথম দুই টেস্টে তিনটে শতরান করেছেন। হেডিংলেতে প্রথম ইনিংসে ১৪৭ এবং এজবাস্টনে দুটি ইনিংসে যথাক্রমে ২৬৯ ও ১৬১ রান। এর আগে এই কৃতিত্ব অর্জন করেছিলেন বিরাট কোহলি। কোহলি অধিনায়ক হিসাবে অ্যাডিলেডে ১১৫ ও ১৪১ এবং সিডনিতে ১৪৭ রানের ইনিংস খেলেছিলেন।
৯) সুনীল গাওস্করের পর শুভমনই হলেন দ্বিতীয় অধিনায়ক যিনি প্রথম টেস্টে এক ইনিংসে শতরান করার পর দ্বিতীয় টেস্টে এক ইনিংসে দ্বিশতরান করেছেন। এর আগে সুনীল গাওস্কর নিউজিল্যান্ডের বিরুদ্ধে ১১৬ ও পরের টেস্টে ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে ২০৫ রান করেছিলেন।
১০) শুভমন গিল হলেন আজ পর্যন্ত ভারতের একমাত্র অধিনায়ক যিনি ইংল্যান্ডের বিরুদ্ধে এজবাস্টনে টেস্ট জিতলেন। এর আগে ভারতের কোনো অধিনায়ক এই কৃতিত্ব অর্জন করতে পারেননি।
শুভমন গিলের ছবি: সৌজন্যে BCCI ‘X’
আরও পড়ুন
ট্র্যাজিক নায়কের তকমা ঝেড়ে ফেলে প্রকৃত নায়ক হয়ে উঠলেন মহম্মদ সিরাজ